কবিতা- ধর্মের মাঝে কর্ম
কবি- মো: আরিফ হোসেন

তোমরা আমাকে ধর্ম শিখাইও না
আমি ধর্মে ধর্মে তফাত বুঝি না।
আমি বুঝি ছেলে হারা মায়ের বুকফাটা হাহাকার!
আমি বুঝি বাবার স্নেহের দামটাও দেওয়া দরকার।
আমি বুঝি মানুষের মাঝে মনুষ্যত্ব ছড়ানো
মানবপ্রেমের মাঝেই ভালোবাসায় জড়ানো।
আমাকে হতে হবে পৃথিবীর চেয়ে বড়
তাইতো আমি ধর্মকে করি জড়োসড়ো।
বেদ এনে বেঁটে দেই তৃষ্ণার্তের মাঝে
কেউতো বলেনি, স্বাদটা অতি বাজে!
একসাথে ঢেলে দেই কোরআন আর পুরান
পথে ফেলে রাখেনি কেহ্ দুই কিতাবের মান।
বাইবেলে কথা বলে, সাধুবাদ ভালো জনে
তাই বলে দেয়নি গালি, মন্দদের মনে মনে।
মানুষের সেবাতেই ধার্মিক ধর্ম খুঁজে পায়
ধর্মের পূজোতে কেউ তীর্থস্থানে চলে যায়।
আরো কবিতা পড়ুন………
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেনধর্ষিতা নারী কবিতামো: আরিফ হোসেন ছোটকালে মুষ্টহাতে করছি মোরা পণগর্জে …
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেনএ সময়ের ইশতেহার★অসুস্থ পৃথিবীমো: আরিফ হোসেন ওহে পথিকএকটু দাঁড়াও!পৃথিবী কি …
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলামলকডাউনের কবিতা – কেমন আছি?কবি- কাজি আমিনুল ইসলাম আমি ভাবছি …
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”অন্ধকারে আয়না বেচিমোঃ আরিফ হোসেন আমি অন্ধকারে আয়না বেচিঅন্ধদের এক …
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলামকবিতাঃ করোনায় নয় ভয়কবিঃ কাজী আমিনুল ইসলাম ভাইরাস করোনা, ভয় …
করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম Read More