নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩ | Nagad code

নগদ হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। বর্তমানে এটি বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে একটি। বিকাশের মতো নগদ একাউন্ট খোলা খুবই সহজ। আজকে আমরা শিখবো নগদ একাউন্ট দেখার নিয়ম ও পদ্ধতি (nogod balance check)।

যাদের নগদ একাউন্ট নেই তারা আগে নগদ একাউন্ট খুলে নিন। নগদের সিস্টেম মোটামুটি বিকাশের মতোই। এর লেনদেনও প্রায় একই রকম। নগদের ইউএসএসডি ডায়াল করে ও অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক করার নিয়মগুলো পর্যায়ক্রমে দেওয়া হলো।

Nagad USSD code ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

Nagad USSD code ডায়াল করে nagad balance check করা খুবই সহজ। এজন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। একাউন্ট চেক করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন।

*১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
Nagad code
  • প্রথমে *167# ডায়াল করুন।
  • এরপর My nagad অপশন এর জন্য 7 লিখে Send করুন
  • Balance inquiry এর জন্য 1 লিখে send করুন
  • আপনার নগদ একাউন্টের পিন কোড দিন এবং send করুন
  • স্ক্রিনে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

উপরের প্রক্রিয়ায় USSD কোড *167# ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়াও নগদ অ্যাপের মাধ্যমেও খুব সহজেই নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

সৌজন্যেঃ Tech Master Ariful

অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার উপায়

নগদ অ্যাপের একটি ট্যাপের মাধ্যমেই ব্যালেন্স চেক করা যায়। এজন্য প্রথমে নগদ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন। তারপর সেটিতে একাউন্ট নম্বর ও পিন কোড ও প্রয়োজনে OTP দিয়ে লগিন করুন। নিচের চিত্রের মতো “Tap for balance” অথবা “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” লেখায় ক্লিক করুন।

Tap for balance for nagad
Tap for balance
ইংরেজি ভাষার ক্ষেত্রে
ব্যালেন্স জানতে ট্যাপ করুন | নগদ একাউন্ট দেখার নিয়ম
ব্যালেন্স জানতে ট্যাপ করুন
বাংলা ভাষার ক্ষেত্রে

এক্ষেত্রে আপনার অ্যাপের ভাষা অনুযায়ী ট্যাপ করার বার্তাটি লেখা থাকবে। ইংরেজি ভাষা সিলেক্ট করা থাকলে “Tap for balance” লেখা থাকবে। আর বাংলা ভাষা সিলেক্ট করা থাকলে “ব্যালেন্স দেখতে ট্যাপ করুন” লেখা দেখতে পাবেন।

ট্যাপ করার পর রকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে ০ টাকা
ট্যাপ করার পর রকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে ০ টাকা

সফলভাবে ট্যাপ করা হয়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই Tap করা স্থানে ব্যালেন্সে থাকা টাকার এমাউন্ট দেখতে পাবেন। এভাবেই খুব সহজেই আপনি নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

একাউন্ট ব্যালেন্স যেভাবে দেখবেন সেই একই নিয়মে উপবৃত্তির টাকাও দেখতে পারবেন। কত টাকা পেয়েছেন সেটি জানতে স্টেটমেন্ট দেখুন।

কীভাবে স্টেটমেন্ট দেখবেন সেটি সম্পর্কে নিচের দিকে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

নগদ একাউন্ট স্টেটমেন্ট বা লেনদেন দেখার নিয়ম

খুব সহজেই যেকোন সময় নগদ একাউন্টের স্টেটমেন্ট বা লেনদেনের পরিমাণ জানতে পারবেন। দুইটি উপায়ে নগদে লেনদেন সংখ্যা দেখা যায়। প্রথমত, *১৬৭# ডায়াল করে। দ্বিতীয়ত, নগদ অ্যাপের মাধ্যমে

কোড ডায়াল করে লেনদেন দেখার নিয়ম

খুব সহজেই কয়েকটি স্টেপ ফলো করে নগদের লেনদেন চেক করতে পারবেন। এক্ষেত্রে কোড ডায়াল করে সর্বশেষ ৪ টি স্টেটমেন্ট জানতে পারবেন। ট্রান্সেকশন বা Mini statement দএখতে নিয়মটি অনুসরণ করুন।

  • *১৬৭# ডায়াল করুন
  • My Nagad অপশনের জন্য 8 লিখে Send করুন।
  • Mini Statement অপশনের জন্য 2 লিখে send করুন।
  • সর্বশেষ ধাপে আপনার ৪ ডিজিটের নগদ একাউন্ট পিন লিখে Send করুন।

কাজ শেষ৷ সবকিছু সঠিক থাকলে সর্বশেষ ৪ টি লেনদেনের তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে লেনদেনের তারিখ, লেনদেনের ধরণ ও লেনদেনের পরিমাণ জানা যাবে।

আরো বেশি পরিমাণ লেনদেনের Statement জানতে চাইলে আপনাকে অবশ্যই নগদ অ্যাপ ব্যবহার করিতে হবে। নিচে বিস্তারিত জানানো হলো।

নগদ অ্যাপের Statement দেখার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে সর্বাধিক সংখ্যক লেনদেনের Statement জানা যাবে। এজন্য আপনাকে প্রথমেই নগদ অ্যাপে লগিন করতে হবে। লগিন করার পর অ্যাপের নিচের দিকে সর্ববামের হোম বাটনের পাশেই লেনদেন বা Transactions নামে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করুন।

এরপর আপনি বিভিন্ন ধরণের লেনদেনের পরিমাণ, তারিখ ইত্যাদি দেখতে পাবেন। ডানে বা বামে স্ক্রল করে লেনদেনগুলো খুব সহজেই দেখতে পারবেন।

নগদ একাউন্টের ধরণ দেখা ও পরিবর্তনের নিয়ম

নগদ একাউন্টের ধরণ দুই ধরণের হয়ে থাকে।

  • সাধারণ বা General
  • ইসলামিক

একাউন্টের ধরণ দেখার পাশাপাশি আপনি চাইলে সেটি পরিবর্তনও করতে পারবেন। এজন্য নিচের নিয়মটি অনুসরণ করুন।

প্রথমে পিন কোড দিয়ে নগদ অ্যাপে লগিন করুন।

এরপর একদম নিচের ডানপাশে My Nagad বা আমার নগদ অপশনে যান।

দুই নম্বর অপশনে একাইন্টের ধরণ বা Account type অপশনে ক্লিক করে একাউন্টের ধরণ পরিবর্তন করতে পারবেন।

নগদ অ্যাপের ব্যবহার

বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির মতো নগদেরও অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে নগদে বিভিন্ন সেবা সহজেই গ্রহণ করা যাবে।

অ্যাপটিতে আপনি যেমন নগদ একাউন্ট ব্যালেন্স খুব সহজেই চেক করতে পারবেন তেমনই আরো বমসেবা সহজেই উপভোগ করতে পারবেন।

Send money, Cash out, Mobile recharge সহ বিভিন্ন অনলাইন পেমেন্টও নগদ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যায়।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

বিভিন্ন সময় নগদ মোবাইল ব্যাংকিং নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার সমাধান পেতে কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করুন। নিচে নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার ও ইমেইল ঠিকানা দেওয়া হলো।

হেল্পলাইন নম্বরঃ 16167 এবং 09609-616167
ইমেইলঃ info@nagad.com.bd

আমরা যথাসম্ভব আপনাদেরকে নগদ একাউন্ট দেখার নিয়ম কানুনগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই লেখাটি আপনাদের উপকারে এসেছে কিনা সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন।

আরো পড়তে পারেনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম

কোনো ভুল-ত্রুটি, অভিযোগ বা প্রশ্ন থাকলে কোনো দ্বিধা না করে এখনই কমেন্ট করুন। মনে রাখবেন, আমরা আপনাদের সকল কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি ও উত্তর দেওয়ার চেষ্টা করি।

6 thoughts on “নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩ | Nagad code”

  1. একাউন্ট পিন ভূলে গেছি কি করতে হবে। একাউন্টটি পেতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top