বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023 | ঘরে বসেই ৫ মিনিটে

বর্তমান যুগ ডিজিটাল যুগ। এখন প্রায় অনেক কাজই অনলাইনে করা যায়। এতে মানুষের দুর্ভোগের পরিমাণ কমেছে অনেকাংশে। তারই অংশ হিসেবে বিভিন্ন প্রকারের ভাতার আবেদন এখন অনলাইনে করা যায়। তাই আজকে আমরা বয়স্ক ভাতা অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।

আজকের আর্টিকেলটি পড়লে আপনি বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং, অনলাইন আবেদন, বয়স্ক ভাতা আবেদন ফরম ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। একই সাথে কিভাবে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হয় সে বিষয়েও জানতে পারবেন।

যাদের লেখা পড়ে বুঝতে সমস্যা হয় তাদের জন্য নিচে একটি ভিডিও শেয়ার করা হলো। ভিডিও দেখে দেখেও আবেদন করে ফেলতে পারবেন।

বয়স্ক ভাতা কি?

বয়স্ক ভাতা হচ্ছে সরকারের একটি কর্মসূচি যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের লোকেদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

বাংলাদেশ বয়স্ক ভাতা কত টাকা?

বাংলাদেশে বয়স্ক ভাতা কত টাকা ? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই উত্তর আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। আগে ভাতার পরিমাণ অনেক কম থাকলেও সরকার দিনে দিনে এর পরিমাণ বাড়াচ্ছে। ২০২২ সালের মার্চ মাসের সময় এই ভাতার পরিমাণ ছিল মাসে ৫০০ টাকা। তবে এটি পরিবর্তনশীল।

বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?

বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট বয়সসীমা অনুসরণ করতে হবে। আবেদনের জন্য পুরুষের বয়স সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023

বর্তমান সময়ে বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করা যায়। শুধু কম্পিউটার নয় মোবাইল ফোনের মাধ্যমেও আবেদন করা যায়। তাই মানুষ ঘরে বসেই আবেদন করতে পারেন। এতে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে গেছে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন | Online application
বয়স্ক ভাতা আবেদন অনলাইন

আরেকটি গুরুত্বপূর্ণ কথা। মাঝেমধ্যে সিস্টেম আপডেটের কাজের জন্য আবেদনের ওয়েবসাইটটি বন্ধ থাকে। তখন “সিস্টেম উন্নয়নের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত” এই লেখাটি ওয়েবসাইটে দেখা যায়। তখন আপনি আবেদন করতে পারবেন না। তবে নিয়ম-কানুন গুলো পড়ে নিন। একই নিয়মে আপডেটের কাজ শেষ হলে আবেদন করতে পারবেন।

বিঃদ্রঃ- (*) চিহ্ন দেওয়া ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তবে সবগুলো ঘর পূরণ করা ভালো।

ধাপ-১ঃ সর্বপ্রথম আপনার ব্রাউজারে http://mis.bhata.gov.bd/onlineApplication এই লিংকে ক্লিক করে ওপেন করুন। নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে। সেখানে ‘নির্বাচন করুন‘ বক্সে ক্লিক করে ‘বয়স্ক ভাতা‘ সিলেক্ট করুন।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন
বয়স্ক ভাতা অনলাইন আবেদন

ধাপ-২ঃ দ্বিতীয় ধাপে আপনি নিচের ছবির মতো ২ টি বক্স পাবেন। প্রথম বক্সে যার নামে আবেদন করবেন তার এনআইডি কার্ডের নম্বর লিখুন ও দ্বিতীয় বক্সে জন্ম তারিখ সিলেক্ট করে করুন। এরপর ‘যাচাই করুন‘ লেখায় ক্লিক করুন।

আইডি নম্বর ও জন্ম তারিখ (বয়স্ক ভাতা)
আইডি নম্বর ও জন্ম তারিখ

ধাপ-৩ঃ ২য় ধাপ অতিক্রম করলে আপনার দেওয়া আইডি কার্ড থেকে ছবিসহ আবেদনকারীর কিছু তথ্য অটোমেটিক পূরণ হয়ে যাবে। যেই ঘর গুলো খালি থাকবে সেগুলো সঠিকভাবে পূরণ করে নিবেন। নিচের ছবিতে উদাহরণ দেখানো হলো।

জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তথ্য পূরণ করুন
জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তথ্য পূরণ করুন

ধাপ-৪ঃ এই ধাপে আবেদনকারী সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করতে হবে। যেমনঃ বৈবাহিক সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্য সংখ্যা (পুরুষ, মহিলা ও হিজড়া), বার্ষিক আয়, পেশা, ভূমির পরিমাণ ইত্যাদি। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন।

আরো পড়ুনঃ প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

বয়স্ক ভাতা অনুযায়ী তথ্য
বয়স্ক ভাতা অনুযায়ী তথ্য

ধাপ-৫ঃ এই ধাপে যোগাযোগের মাধ্যমগুলো দিতে হবে। এক্ষেত্রে আপনার ঠিকানা, মোবাইল নম্বর, মোবাইল নম্বরটি কার সেটি সিলেক্ট করুন, ইমেইল (যদি থাকে) ইত্যাদি ঘর পূরণ করুন।

বয়স্ক ভাতার আবেদন সংরক্ষণ করুন
সংরক্ষণ করুন

সম্পূর্ণ ফরমটি একবার দেখে নিন। কারণ, একবার আবেদনটি জমা দিলে আর কোন তথ্য পরিবর্তন করা যাবেনা। সব তথ্য ঠিকঠাক থাকলে ‘সংরক্ষণ‘ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিন।

আরো পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড

ধাপ-৬ঃ এই ধাপে নিচের ছবির মতো বয়স্ক ভাতা আবেদন ফরম pdf আকারে ডাউনলোড করার অপশন পাবেন। এর জন্য ‘প্রিন্ট‘ বাটনে ক্লিক করে সকল তথ্য সংবলিত বয়স্ক ভাতা ফরম pdf ডাউনলোড করে নিন। নিজের প্রিন্টার না থাকলে কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করা pdf ফরমটি প্রিন্ট করে বের করে নিতে পারবেন।

বয়স্ক ভাতা আবেদন ফরম প্রিন্ট করুন
বয়স্ক ভাতা আবেদন ফরম ডাউনলোড করুন

এরপর প্রিন্ট ফরমটিতে মেম্বার ও চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আপনার এলাকার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ফরমটি জমা দিতে হবে। বয়স্ক ভাতা আবেদন যাচাই বাছাই করার পর সঠিক ব্যাক্তিদের বাছাই করে ভাতার জন্য সিলেক্ট করা হবে।

উপরের কোন স্টেপ বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি, সহজেই বুঝতে পারবেন।

সৌজন্যেঃ Basic Solution

সতর্কতা

বয়স্ক ভাতা আবেদন ফরম পূরণ করার সময় আপনাকে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোন প্রকার ভুল তথ্য দেওয়া যাবেনা। আবেদনটি একবার জমা দিলে সেটি আর ডিলিট বা সংশোধন করা যাবেনা। তাই মনোযোগ দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে।

আবেদন ফরমটি শুধুমাত্র একবারই “প্রিন্ট” বাটনে ক্লিক করে ডাউনলোড করার সুযোগ পাবেন। পরবর্তীতে আর কোন সুযোগ পাবেন না। তাই অবশ্যই সাথে সাথে pdf ফরমটি ডাউনলোড করে নিন।

আরো পড়ুনঃ অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম | 10 Steps

বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং

বাংলাদেশ সরকার বিভিন্ন অনুধান, ত্রাণ, ভাতা ইত্যাদি এখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করে থাকে। এতে করে নাগরিকদের যেমন দুর্ভোগ কমছে একইসাথে দালাল ও অসৎ ব্যক্তিদের দূর্নীতির পরিমাণও কমে আসছে।

আপনার আবেদন যাচাই বাছাই করার পর গ্রহণ করা হলে ভাতার টাকা গ্রহণ করার জন্য বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং একাউন্ট করতে হবে। বিকাশ, রকেট বা নগদ একাউন্টের মাধ্যমে আপনি এই টাকা গ্রহণ করতে পারবেন।

এর জন্য যিনি ভাতা পাবেন তার নিজের এনআইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে সিমে একটা মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে। এটি নরমাল মোবাইল ব্যাংকিং একাউন্টই, আলাদা কিছু নয়।

আরো পড়ুনঃ নগদ একাউন্ট খোলার নিয়ম

যাদের আগে থেকেই খোলা আছে তাদের ক্ষেত্রে নতুন একাউন্ট খোলার প্রয়োজন নেই। সেই বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং নম্বরটি মেম্বার, চেয়ারম্যান বা কাউন্সিলরকে দিতে হবে।

এরপর থেকে আপনাকে বয়স্ক ভাতা টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সময়মতো দিয়ে দেওয়া হবে। আপনি পার্শ্ববর্তী মোবাইল এজেন্ট থেকে টাকা তুলে নিতে পারবেন।

শেষ কথা

আজকের পোস্টে আমরা বয়স্ক ভাতা আবেদন online সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন। নিচে কমেন্টও করতে পারেন।

স্ক্রিনশট ক্রেডিটঃ Basic Solution

19 thoughts on “বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023 | ঘরে বসেই ৫ মিনিটে”

  1. আমি একটি আবেদন এ পরিবারের নগদ খোলা মোবাইল নম্বর দিছি কিন্তু সেই নম্বরটি ভাতাভোগীর না। সেক্ষেত্রে আমি যদি ভাতাভোগীর এনআইড কার্ড দিয়া বিকাশ খুলি তাহলে কি টাকা পাবে?

    1. জ্বী, ভাতা ভোগীর আইডি কার্ড দিয়ে বিকাশ খুললে ভাতা পাবেন। তবে আপনি ইউনিয়ন বা পৌরসভায় যোগাযোগ করে নিন। অন্য কোন কিছু করণীয় থাকলে তারা বলে দিবে।

      1. 2022 সালের আবেদন কবে শুরু হবে দয়া করে জানাবেন ভাই

        1. MD Habibur Rahman (Admin)

          ২০২২ সালের শুরুতেই আবেদন করার সুযোগ ছিল। পরবর্তীতে কখন পুনরায় আবার আবেদনের সুযোগ আসবে সে ব্যাপারে আমরা এখনো কোন আপডেট পাইনি। আপডেট পেলে আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

      2. হাজার বেগম

        আমার মায়ের জন্য আবেদন করেছি চার বছর আগে এখন পর্যন্ত কোনো খবর নেই
        ভাতা চালু হয়েছে কি না তা জানবো কি ভাবে জানাবেন

        1. MD Habibur Rahman (Admin)

          ২০২২ সালের শুরুর দিকে বয়স্ক ভাতার আবেদন নেওয়া হয়েছিলো। সেখানে আবেদন করলে হয়তো পেতেন। যাহোক, এই ব্যাপারে জানার জন্য আপনি ইউনিয়ন কিংবা উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন।

  2. ফিরোজ আক্তার

    019805936** এই নাম্বার এ বিধুবা ভার্তা আবেদন করে ছিলো মেম্বার সকলের টাকা আসছে আমাদের টাকা আসে নাই আমি সমাজসেবা অফিস গিয়েছি তারা বলে আসবে কিন্তু এখন পর্যন্ত আসে না কেনো? তারা চেক করে না সব কিছু ঠীক মতো আবেদন হয়েছে কী না শুধু বলে আসবে কিন্তু সবার টাকা এসে গেছে আমাদের টাকা আসে নাই। কিছু দিন আগে সমাজ সেবা অফিস গেলাম শুধু বলে টাকা আসবে কিন্তু আসে না 😭😭😭 প্লিজ হেল্প

    1. MD Habibur Rahman (Admin)

      আপনার বিষয়টি সত্যি খুবই দুঃক্ষজনক। তবে দুঃক্ষের সাথে জানাচ্ছি, আমরা এই বিষয়ে আপনাকে কোন সাহায্য করতে পারছিনা।

      1. মোঃ সোহরাব আলী

        যাদের প্রতিবন্ধীর সবুর্ন কার্ড নাই। সে ক্ষেত্রে নতুন প্রতিবন্ধী সুবর্ন কার্ড কথায় করতে হবে?

        1. MD Habibur Rahman (Admin)

          দুঃক্ষিত! আমরা এই মূহূর্তে এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।

  3. মোঃ সোহরাব আলী

    আমি ঠাকুরগাও জেলায় বয়স্কও বিধবা ভাতার আবেদন করতে চাই কিন্তু শুথু প্রতিবন্ধী আসতেছে?

    1. MD Habibur Rahman (Admin)

      এখনতো আর আবেদনের সময় নেই। বর্তমানে প্রতিবন্ধীদের ভাতার আবেদন চলতেছে। তাই শুধুমাত্র প্রতিবন্ধী অপশনটি আসছে। যখন পুনরায় বয়স্ক ও বিধবা ভাতার আবেদন শুরু হবে তখন আবার আবেদন করতে পারবেন।

  4. ভাতা ভোগকারী ব্যক্তির সদস্যদের নাম্বার যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি না? কারন ভাতা ভোগকারী ব্যক্তি নিরক্ষর/অক্ষম।

    1. MD Habibur Rahman (Admin)

      যেকোন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সম্ভবত ভাতার আবেদনকারীর আইডি কার্ড নিবন্ধিত ফোন নম্বর ও মোবাইল ব্যাংকিং একাউন্ট দিতে হয়।

  5. ২১অক্টবর১৯৫৭সালেজন্ম তবু ও বয়স্ক ভাতা কার্ড পাচ্ছে না। আই ডি কার্ড এর নাম্বার 7785062***

    1. MD Habibur Rahman (Admin)

      এ ব্যাপারে আপনার ইউনিয়নে যোগাযোগ করুন।

    1. MD Habibur Rahman (Admin)

      এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে কোন আপডেট নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top