বাংলা কবিতা– তোমারও মন কাঁদবে যেদিন কবি– জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন

বাংলা কবিতা– তোমারও মন কাঁদবে যেদিন
কবি– জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন


তোমার আমার প্রেম যে কতো!
কেউ জানে না, তুমিও না।
জানলে আমায় বলতে তুমি
রাত্রি জেগো, ঘুমিও না।

শুনবো জেগে প্রেম-কবিতা,
স্বপ্ন রঙিন চাই না আমি।
বলতে- ওগো! আমার কাছে
তুমিই যে গো সবচে’ দামি!

আমার প্রেমের বন্দীনী গো!
মুক্তি যে আর নেই জীবনে।
আজ বোঝোনি, কাল থেকে হায়!
আমার কথাই পড়বে মনে!

অনেক ভালোবাসবে, যেদিন
আর পাবে না আমায় খুঁজে!
মন বিরহে না জ্বললে হায়
প্রেমের কী দাম কেউ কি বোঝে?

নিজকে করো প্রশ্ন সেদিন,
আমায় ছাড়া বাঁচবে তুমি?
বাঁচবে না গো! আমি বিহীন
জীবন তোমার মরুভুমি।

তোমার বুকেও আমার আগুন
জ্বলবে হয়ে নিরব চিতা।
কয়লা হয়ে নিভে আছি,
তাই এখনও বোঝোইনি তা।

আজ শোনোনি, আমার এ মন
কী বলতে চায় তোমায় প্রিয়।
তোমারও মন কাঁদবে যেদিন;
আমায় সেদিন বলতে দিয়ো।

সেদিন শুনে লাভ হবে না,
শুনতে যদি আগেই; তবে
ফুল-সকালে যে প্রেম হতো,
ফুল শুকালে আর কি হবে?


তোমারও মন কাঁদবে যেদিন কবিতাটির বিস্তারিত

জুন ২০১৮
কবিতা : তোমারও মন কাঁদবে যেদিন!

বই : প্রেম বিরহের মাঝে। (প্রকাশিতব্য)

জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন”তোমারও মন কাঁদবে যেদিন”কবিতাটি জুন মাসে ২০১৮ সালে রচনা করে তার ফেসবুক পেউজে রিলিজ করেন।
কবি কবিতার মধ্যে প্রিয় সঙ্গিনী”উম্মে আরসালান”কে উৎসর্গ করে লেখেন।
কবি বলে হে প্রিয়া! তোমার আমার মধ্যে যে প্রেম-ভালোবাসা কেউ জানে না।শুধু তাই নয়!এই প্রেমের গভীরতা তুমিওতো জানো না?যদি আমাদের এই প্রেম ভালোবাসার কথা জানতে তাহলে তুমি বলতে আমি তুমি রাত্রি জাগবো!ঘুমাবো না।তুমি আরো বলতে আমি জেগে জেগে তোমার প্রেম কবিতা গুলো শুনবো।আমার কাছে স্বপ্ন দেখার চেয়ে তোমার কবিতা গুলো শুনতেই ভাল্লাগে!কেননা আমার জীবনে আমার চেয়ে তুমিই দামী।
অতঃপর কবি বলেন হে আমার জীবনের প্রেম বন্দীনী! তোমার প্রেম থেকে আমার আর মুক্তি নেই।তুমি হয়তো আজ বুঝোনি কাল ঠিকই আমায় বুঝবে।আর সেদিন আমায় পাগলের খুঁজবে যদিও সেদিন আমি আর থাকবো না!কবি বলেন প্রেম-বিরহ জ্বালা ছাড়া কেউ প্রেমের সঠিক মূল্য বুঝে না।নিজে নিজে সেদিন মনে মনে আক্ষেপ করবো আমায় ছাড়া তুমি কি করে বাঁচবে?কবি বলে আমি জানি আমায় ছাড়া তোমার এ-জীবন মরুভূমি।অতঃপর কবি বলেন হে প্রিয়া! তোমার বুকে সেদিন আমায় হারনোর আগুন চিতার চেয়েও বেশি হয়ে জ্বলে উঠবে।এতদিন শুকনো ডাল/কয়লার মত ছিলাম তাই তুমি তা বুঝোনি।হে প্রিয়া! আজ হয়তো আমার কিচ্ছা- কাহিনি তুমি শুনোনি তবে যেদিন শুনতে মন চায় সেদিন আমায় বলিও।অবশেষে কবি বলেন হে প্রিয়া সেদিন শুনেও কি লাভ হবে সেদিন’তো আমি থাকবো না?সকাল বেলায় ফুলের যে দাম বিকাল বেলায় শুকনো ফুলের কি সে দাম থাকে?@সম্পাদক

FB IMG 15508035515805593
জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন সাথে তার ছেলে আরসালান খাঁন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top