বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ও বিল চেক ২০২৪

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল

বিদ্যুৎ আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বা কারেন্ট ছাড়া আমরা আধুনিক জীবন ১ সেকেন্ডও কল্পনা করতে পারিনা। আজকে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম কানুনগুলো আপনাদের জানাবো।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

কেন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?

আমরা বাংলাদেশে বাস করি। মাস শেষে বিভিন্ন বিল যেমনঃ বিদ্যুৎ বিল,গ্যাস বিল,পানির বিল ইত্যাদি পরিশোধ করতে হয়। কিন্তু এসব বিল পরিশোধ করতে আমরা ব্যাংকের সাহায্য নেই।

ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা এসব বল প্রদান করি। এতে যেমন আমাদের কষ্ট হয়, তেমনি মূল্যবান সময়ও অপচয় হয়।

তাই আমাদের এমন কোনো উপায় জানা দরকার যেটার মাধ্যমে আমরা ঘরে বসেই এসব বিল পরিশোধ করতে পারি। আর আমাদের পাশে এই সুবিধা নিয়ে হাজির হলো ব্র‍্যাক ব্যাংকের বিকাশটেলিটক

বিকাশের মাধ্যমে আপনি ঘরে বসেই বিদ্যুৎ সহ আরো অনেক কিছুর বিল দিতে পারবেন। তবে সেজন্য আপনার বিকাশ একাউন্টে টাকা থাকতে হবে। তবে আমরা আজকে শুধু বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম জানবো।

অনলাইনে বা বিকাশে পল্লী বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

আপনি বিকাশ একাউন্টের মাধ্যমেই অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে পারবেন। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম খুবই সহজ। বিকাশ অ্যাপের মাধ্যমে ও কোড ডায়াল করে বিল চ্যাক করতে পারবেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করার সময়ই বিলের পরিমাণ দেখতে পারবেন। অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগিন করুন।

পে বিল থেকে ইলেক্ট্রিসিটি প্রিপেইড অথবা পোস্টপেইড অপশনে যান। সংযোগের ধরণ (Prepaid/Postpaid) সিলেক্ট করুন। এরপর আপনার বিলের কাগজে থাকা এসএমএস একাউন্ট নম্বর দিলেই বর্তমান মাসের পল্লী বিদ্যুৎ বিল দেখতে পাবেন। বিগত মাসের বিল দেখতে সেই মাসটি সিলেক্ট করুন।

এভাবেই বিকাশের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা যায়। এটি খুবই সময় সাশ্রয়ী ও সহজ।

নিছে বিকাশ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধের নিয়ম দেওয়া আছে। তাই এখানে আর এই বললাম না। নিচে থেকে দেখে নিবেন। এক্ষেত্রে আমরা গ্রাহকদের বিল প্রদানের নিয়ম কানুন গুলো জানিয়ে দিচ্ছি।

পল্লী বিদ্যুৎ পোস্টপেইড (Postpaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম

ইউএসএসডি কোডের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।

  • প্রথমে *247# ডায়াল করুন।
  • ৬ নম্বর থেকে বিল পে সিলেক্ট করুন।
  • ২ নম্বরে Electricity Postpaid বাছাই করুন।
  • তারপর, ১ নং অপশন থেকে Pally bidyut সিলেক্ট করুন।
  • ১ নম্বর থেকে Check bill সিলেক্ট করুন।
  • বিলে কাগজ থেকে SMS bill A/C দিন।
  • mmyyyy ফর্মেটে বিলের মাস ও বছর দিন। যেমনঃ ২০২৪ সালের জুন মাসের বিলের জন্য 062024
  • বিকাশ পিন দিয়ে বিল চেক নিশ্চিত করুন।
  • সব ঠিক থাকলে আপনার মোবাইলে এসএমএস আসবে। সেখানে বিলের পরিমাণ দেখতে পারবেন।

পল্লী বিদ্যুৎ প্রিপেইড (Prepaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম

প্রিপেইড (Prepaid) গ্রাহকদের বিল চেক করার নিয়ম শীগ্রই আপডেট করা হবে। এই বিষয়ে কোনো সাহায্য লাগলে কমেন্ট করতে পারেন।

বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ২০২৪

বিকাশে দুইটি পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। একটা হচ্ছে ইউএসএসডি কোড *247# ডায়াল করে। আর অপরটি হচ্ছে বিকাশ অ্যাপের মাধ্যমে। আমরা উভয় পদ্ধতি শিখবো।

ইউএসএসডি (USSD) কোড ডায়াল করে মোবাইলে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

পোস্টপেইড (Postpaid)

বিল পরিশোধের জন্য নিচের ধাপটি অনুসরণ করুন।

  • প্রথমে *247# ডায়াল করুন।
  • ৬ নম্বর থেকে পে বিল (Pay bill) অপশন বাছাই করুন।
  • ২ নম্বর থেকে ইলেক্ট্রিসিটি পোস্টপেইড (Electricity Postpaid) অপশন সিলেক্ট করুন।
  • ১ নম্বর অপশন থেকে পল্লী (pally bidyut Postpaid) বিদ্যুৎ বাছাই করুন।
  • ২ নম্নর থেকে পে বিল (Pay bill) সিলেক্ট করুন।
  • ১ নং থেকে Input bill A/C number সিলেক্ট করুন।
  • আপনার পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরে দিকে থাকা এসএমএস বিল একাউন্ট নম্বর (SMS bill A/C) দিন।
  • বিলের মাস ও বিলের পরিমাণ দিন। বিলের মাস mmyyyy ফর্মেটে দিন। যেমনঃ ২০২৪ সালের এপ্রিল মাসের বিলের জন্য লিখুন 042024
  • আপনার বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ নিশ্চিত করুন।
  • বিল প্রদান নিশ্চিত হলে কনফার্মেশন এসএমএস পাবেন। সেখানে ট্রান্সেকশন আইডিটি সংরক্ষণ করুন।

প্রিপেইড (Prepaid)

খুব শীগ্রই প্রিপেইড সংযোগের বিল প্রদানের নিয়ম-কনুন আপডেট করা হবে। এই বিষয়ে কোনো সাহায্য লাগলে কমেন্ট করতে পারেন।

বিকাশ অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম

পরবর্তী পদ্ধতি bKash অ্যাপ্লিকেশন। আপনি bkash মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনার বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করতে পারেন। প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের বিল পরিশোধের উপায়টি নিচে দেওয়া হলো।

পোস্টপেইড (Postpaid)

যারা পোস্টপেইড সংযোগ ব্যবহার করেন তারা নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন। এই প্রক্রিয়ায় বিল চেক করতে পারবেন ও একইসাথে বিল জমাও দিতে পারবেন।

  • প্রথমে আপনার bkash অ্যাপ্লিকেশনে যান।
  • তারপর পে বিল (Pay bill) সিলেক্ট করুন।
  • Electricity বা বিদ্যুৎ অপশন সিলেক্ট করুন।
  • একই পেজের নিচের দিকে গিয়ে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড (Palli bidyut Postpaid) সিলেক্ট করুন।
  • বিল বিল স্লিপ থেকে আপনার এসএমএস বিল A/C নম্বর লিখুন।
  • বিলের মাস সিলেক্ট করুন। ধরুণ এখন জুলাই মাস চলছে। তাহলে আমি বিল দিব জুন মাসের। তাই আমাকে জুন সিলেক্ট করতে হবে। বিলের কাগজেই বিলের মাস পেয়ে যাবেন।
  • তারপর নিচে থেকে Tap to continue বা বিল পরিশোধ করতে এগিয়ে যান লেখায় ক্লিক করুন।
  • বিলের পরিমাণ দেখতে পাবেন।
  • নিচের থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন বা Tap to continue লেখায় ক্লিক করুন
  • এরপর আপনার বিকাশ পিন দিয়ে বিল প্রদান নিশ্চিত করুন।
  • বিল প্রদান নিশ্চিত হলে কনফার্মেশন এসএমএস পাবেন। সেখানে ট্রান্সেকশন আইডিটি সংরক্ষণ করুন। একই সাথে আপনার বিকাশ অ্যাপ থেকে বিল প্রদানের রিসিটটি সংগ্রহ করতে পারেন। এটি পরবর্তীতেও ডাউনলোড করতে পারবেন।

বিল পরিশোধ ঠিকভাবে সম্পন্ন হলে নিছের স্ক্রিনশটের মত বিল পেইড লেখা দেখবেন।

Online electricity bill payment by bkash

প্রিপেইড (Prepaid)

বিকাশ অ্যাপের মাধ্যমে প্রিপেইড গ্রাহকরাও বিল জমা দিতে পারবেন। সেই নিয়মটি জানতে চাইলে কমেন্ট করুন।

আরো পড়ুনঃ ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ

গ্রাহক একাউন্টের মাধ্যমে প্রতি মাসে ৩ টি বিল সম্পূর্ণ ফ্রিতে পরিশোধ করা যাবে। আর এজেন্ট একাউন্টের মাধ্যমে প্রতি মাসে ১৫ টি বিল ফ্রিতে পরিশোধ করা যাবে।

আরো পড়ুনঃ বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

46 thoughts on “বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের নিয়ম ও বিল চেক ২০২৪”

  1. Md nahidul islam joardar

    আমি বিকাসে আজকে সকালে ১৫০০ টাকা পেমেন্ট দিসি। কিন্তু পেবিল বেরথ দেখাইছে। টাকা কেটে নিসে পরে এখনও তা বেক পাইনি।
    রাতে ১১ টার পর আবার ৩০০০ দিসি পেবিল এ। একি কেস। বুজলাম না। বেরথ দেখানর পর ও টাকা বেক আসেনি। ইনবক্স এ মেসেজ নাই ভাই ☹️

    1. MD Habibur Rahman (Admin)

      16247 এ কল করে বিকাশ হেল্পলাইনে বিষয়টি জানান। ওনারা নিশ্চয়ই সমাধান করে দিবেন।

  2. বিকাশ পে বিল রিকোয়েস্ট ব্যর্থ হয়েছে,
    একটু সমস্যা হয়েছে আবার চেষ্টা করুন,,, এটা কি কারনে আসে,, এটা দেখানোর কারণ কি কি,

    1. এটা সম্ভবত বিকাশের টেকনিক্যাল সমস্যা। মাঝেমধ্যেই অনেকে এই সমস্যায় পড়েন। আমি নিজেও পড়েছিলাম। এরজন্য বিকাশের হেল্পলাইনে অথবা লাইভ চ্যাটে অভিযোগ করতে পারেন।

  3. ভাই আমি বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্টের সময় বিলের মাস ভূল দিছি । মানে July আর জায়গায় June দিছি । আমার বিল কি july জমা হবে ?

    1. আপনি যেই মাসের বিল দিবেন সেটিরই বিল জমা হবে। তাই আপনি জুন মাসের বিল দিলে সেটি জুন মাসের আন্ডারে জমা হবে। জুলাই এর বিল আলাদা দিতে হবে।

      আর বিল সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনার পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি নিয়ে যোগাযোগ করুন। তারা আপনাকে রিফান্ড বা টাকা ফেরতের ব্যবস্থা করবে।

      আরো কিছু জানার থাকলে রিপ্লাই দিতে পারেন।

  4. Zannatul Fardous Antor

    আমি মার্চ,২০২১ মাসের বিদ্যুৎ বিল দিতে পারছি না।সঠিক ইনফরমেশন দিলেও ইনভেলিড দেখাচ্ছে এর কারণ জানতে পারি কি?

    1. ভাই, এটি বিকাশের নতুন নিয়ম। বিকাশ বর্তমানে অ্যাপ থেকে বিল পেমেন্টে ১৫ টাকা করে চার্জ করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে।

      আমরা বিকাশের সাথে যোগাযোগ করে বিষয়টি বিস্তারিত আপডেট করে দিব। এই পেজেই সেটি শীগ্রই পাবেন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  5. আমি এক মাসে আমার বিপিডিবি বিদ্যুৎ বিল প্রিপেড অনেকগুলি টাকা পরিশোধ করি এতে বিকাশ এপস এর মাধ্যমে কোন লাভ পাওয়া যাবে কিনা

  6. ভাই, আমি পল্লীবিদ্যুৎ ফফরিদপুরের বিল দিতে পারছিনা।।

  7. Boss, ami march 2020 desco electric bill bikashe ai maser 10 tarikhe diche.bikash bill niche abon online receitr paiche.kono jamalay porbo naki bolben karon ami bokaya bill diche ,abar customer caraye phone diea conform korchi.

    1. সম্ভবত বিকাশে বকেয়া বিল দেওয়ার সিস্টেম করেছে। আপনি যেহেতু সাকসেসফুল ম্যাসেজ ও রিসিট পেয়েছেন তাহলে আপনার আর চিন্তার কিছু নেই। আপনার বিল সফলভাবেই পরিশোধ হয়েছে।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  8. বিল দেওয়ার শেষ তারিখের আগেই বিল দিতে হবে। শেষ তারিখের পরে বিল দেওয়া যায়না।

  9. মোঃ ইমরান

    আপনার পে বিল রিকোয়েস্ট ব্যর্থ হয়েছে
    এটা কেনো দেখাচ্চে

    1. বিকাশের কোনো প্রযুক্তিগত কারণে বিলটি পরিশোধ করা সম্ভব হয়নি। তাই এমনটি দেখাচ্ছে, বিল পরিশোধের শেষ তারিখ অতিক্রম হলে আপনি এই বিলটি বিকাশে দিতে পারবেন না। সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমেই বিলটি পরিশোধ করতে হবে।

      আরো সাহায্যের জন্য বিকাশ হেল্পলাইনে কল করুন।

    2. আমি এম এম এস অ্যাকাউন্ট নাম্বারটি একটা সংখ্য ভূল হওয়ার কারণে অন্য গ্রাহকের বিল পেমেন্ট হয়ে গেছে। এখন আমার করণীয় কি???

      1. বিল পেমেন্ট হয়ে গেলে তেমন কিছু করার নেই। তবে চাইলে আপনি পল্লী বিদ্যুৎ অফিসে এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন। তারা হয়তো ব্যবস্থা নিতে পারবেন।

  10. আমি বিকাশে পল্লিবিদূৎ বিল দিতে পারছিনা পোস্টপেইড ( এপ্রিল মাসের বিল 2020) কেন দিতে পারছিনা বিস্তারিত জানতে চাচ্ছি ।
    showing this type of message
    you pay bill request has been cancelled

  11. ভাই বিকাশে বিদ্যুৎ বিল পেমেন্ট করার পর বিলের পুরো কপি টা কি নিজের কাছে রেখে দেওয়া যাবে? নাকি কোথাও জমা দেওয়া লাগে?

    1. কপিটি শুধুমাত্র প্রমাণস্বরূপ আপনার কাছে রেখে দিবেন। এটা কোথাও জমা দিতে হবে না।

  12. বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করেছি বিকাশে paid দেখালে ও নেসকোর ওয়েব সাইট এ not paid দেখাচ্ছে ৷ বিল পরিশোধের 2 দিন পরে ও ৷

  13. আজকে বিকাশ অ্যাপ থেকে পল্লিবিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না কেন।আর দিনে কয়টা বিদ্যুৎ বিল দেওয়া যায়

    1. করোনা ভাইরাসের কারণে বর্তমানে prepaid গ্রাহকগণের বিল দেওয়া বন্ধ রয়েছে। তাই এখন দিতে পারবেন না।

      আশা করি, খুব দ্রুতই আবার চালু হবে।

  14. জামালপুরের পল্লী বিদ্যুৎ বিল দিতে পারছি না কেন?আর কিভাবে দেবো জানাবেন প্লিজ,,,

  15. বিকাশে পল্লীবিদ্যুৎ বিল দেওয়ার পরে বিলের কাগজের অফিস কপি কি জমা দিতে হবে?

    1. কোথায় জমা দিবেন? জমা দেওয়ার কোনো দরকার নাই। বিকাশে বিল দিলে একটা অনলাইন রশিদ পাবেন। ঐটা সংরক্ষণ করবেন। ঝামেলা হলে দরকার হবে। এছাড়া আর কোনো প্রয়োজন হয়না।

  16. মোঃ খাইরুল ইসলামরাজশাহী

    আস্ সালামুআলাইকুম।
    নেসকো বিদ্যুৎ বিল কিভাবে পেমেন্ট করবে?
    জানাবেন প্লিজ।

    1. আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতে নেসকোর বিল দেওয়ার নিয়ম কানুনগুলো জানিয়ে একটি পোস্ট লিখার চেষ্টা করবো।

  17. ‍শেখ শাহাদাৎ

    নতুন মিটার, আগে কখনও বিল পরিশোধ করা হয়নি। সেক্ষেত্রে বিল একাউন্ট নাম্বার ও এস.এম.এস একাউন্ট নাম্বার কোথা থেকে পাবো ।

  18. Md. Saddam Hossain

    একটা এপ দিয়ে কতগুলো বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে????

    1. বিষয়টা অ্যাপের মধ্যে না। বিষয়টা বিকাশ একাউন্টে। একটা একাউন্টে মাসে সর্বোচ্চ ২ টা বিল দেওয়া যায়। ভবিষ্যতে এটা পরিবর্তনও হতে পারে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top