মুখের ব্রণ দূর করার ঔষধের নাম

ব্রণ মানুষের একটি সাধারণ সমস্যার মধ্যে একটি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি নিজে থেকেই ভালো হয়ে যায়। কিন্তু কারো কারো জন্য ব্রণ সমস্যা হয়ে পড়ে একটি জটিল ও বিরক্তিকর সমস্যা। তাই আজকে আমরা মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর করার ঔষধের নাম নিয়ে আলোচনা করব।

শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এই যে, এই ব্রণের সমস্যার কারণে অনেক মেয়ের বিয়েও ভেঙ্গে যায় বা ব্রণের দাগের কারণে পাত্র পক্ষ পছন্দ করেনা। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই। তাই এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা উচিত।

আর তাই অনেকেই ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম আবার কেউবা মেয়েদের ব্রণের ও ব্রণ দাগ দূর করার ঔষদের নাম জানতে চান। তাদের জন্যই আজকের এই লেখা।

মুখের ব্রণ

প্রথমেই বলে রাখি, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন প্রকার ঔষধ নিজে থেকে ব্যবহার করবেন না। এতে করে হিতে বিপরীত হতে পারে। তাই ব্রণের জন্য যেকোন ঔষধ ব্যববহারে আগে একজন ত্বক বা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিবেন

ব্রণ দাগ দূর করার ঔষধের নাম

ব্রণ দূর করার জন্য ঔষধ হিসেবে সাবান, জেল, ক্রিম, লোশন ইত্যাদি প্রয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে এই ঔষধগুলো ত্বকের ধরণ অনুযায়ী প্রয়োগ করতে হয়।

যাদের ত্বক স্পর্শকাতর তাদের ক্ষেত্রে ক্রিম ও লোশন উপযোগী। আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালকোহল সমৃদ্ধ জেল ব্যবহৃত হয়।

ব্রণের জন্য যে যে ঔষধগুলো সচরাচর ব্যবহৃত হয়ে থাকে সেগুলো হলোঃ

  • Clindacin Lotion 1% (Clindamycin 1%)
  • Clindax Lotion 1% (Clindamycin 1%)
  • Clinex 1% w/v (Clindamycin 1%)
  • Acnegel (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)
  • Adaben Duo Gel (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)
  • Fona Plus (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)
  • Nomark (Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%)

উপরে দেওয়া ব্রণের ঔষধগুলো সচরাচর বাংলাদেশে ব্যবহৃত হয়ে থাকে। নিচে ঔষধগুলোর সাধারণ ব্যবহারবিধি ও ডোজ উল্লেখ করা হলো।

আরো পড়ুনঃ মাত্র ৭ দিনে ব্রণ দূর করার সহজ পদ্ধতি

Clindamycin 1%

Clindamycin 1% জেনারিকের ঔষধটি সাধারণত ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এই ঔষধটি শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য। ঔষধটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করা যায়।

যারা Clindamycin 1% ঔষধটি ব্যবহার করতে পারবেন না

যাদের Clindamycin এ থাকা যেকোন উপাদানে সংবেদনশীলতা আছে তারা এই ঔষধটি সাধারণত ব্যবহার করতে পারেননা। এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবেন।

Clindamycin 1% এর পার্শ্ব প্রতিক্রিয়া

সবার ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে। তবে কারো কারো মধ্যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সেগুলো হলোঃ

  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া
  • ইরাইথেমা
  • চুলকানি
  • কাশি
  • ডায়রিয়া
  • সাইনোসাইটিস ইত্যাদি
Clindacin Lotion
Clindacin Lotion

Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5%

১২ বছর বা তার বেশি বয়সের মানুষের ব্রণের চিকিৎসার জন্য এই জেনেরিকের ঔষধটি নির্দেশিত। এটি শুধুমাত্র বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করা যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়।

যারা Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5% ঔষধটি ব্যবহার করতে পারবেন না

ঔষধের যেকোন উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে এই ঔষধটি ব্যবহার করা হয়না।

Adapalene 0.1%+ Benzoyl Peroxide 2.5% এর পার্শ্বপ্রতিক্রিয়া

  • ইরাইথেমা
  • ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া
  • শুষ্কতা
  • অস্বস্থিকর অনুভূতি হওয়া ইত্যাদি।

তথ্যসূত্রঃ Patient Aid

ব্রণের চিকিৎসায় বিদেশি কিছু ঔষধ

এ পর্যায়ে বিদেশি কিছু ঔষধের নাম তুলে ধরা হলো। এক্ষেত্রে আমরা MensHealth নামক ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছি। সোর্স পেজটি চাইলে দেখে আসতে পারেন।

  • Differin Adapalene Gel 0.1% Acne Treatment
  • The Ordinary Retinol 0.5% in Squalane
  • Kamedis Acne Spot Treatment with Salicylic Acid (2%)
  • Clean & Clear Advantage Acne Spot Treatment
  • Neutrogena On-the-Spot Acne Treatment
  • La Roche-Posay Effaclar Duo Dual Action Acne Spot Treatment
  • Kiehl’s Since 1851 Breakout Control Targeted Acne Spot Treatment
  • Mario Badescu Drying Lotion
  • Eau Thermale Avene Cleanance Expert Lotion Treatment
  • Murad Rapid Relief Acne Spot Treatment
  • Dermalogica Retinol Acne Clearing Oil

উপরে দেওয়া ঔষধগুলো Amazon থেকে সংগ্রহ করতে পারবেন।

পিঠের ব্রণ দূর করার ঔষধের নাম

পিঠের ব্রণ খুবই যন্ত্রনাদায়ক। এই ব্রণ দূর করার ক্ষেত্রে উপরের ঔষধগুলো ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে জানতে একজন চিকিৎসকের পরামর্শ নিন। তিনি আপনাকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করবেন।

ব্রণ দাগ দূর করার ঔষধের নাম

চিকিৎসায় ব্রণ ভালো হয়ে গেলেও সেই ব্রণের দাগের কারণে আমরা অনেক হীনমন্যতায় ভুগী। তাই অনেকেই ব্রণের দাগ দূর করার ঔষধের নাম জানতে চান। এক্ষেত্রেও যেনো তেনো ঔষধ ব্যবহার করা ঠিক হবেনা।

ব্রণের দাগ দূর করার জন্য সাধারণত ব্যবহার হয় এমন কিছু ঔষধের নাম আমরা নিচে প্রদান করছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন।

  • Kamedis Acne Spot Treatment with Salicylic Acid (2%)
  • Salicare (Salicylic Acid 0.5%)
  • La Roche-Posay Effaclar Duo Dual Action Acne Spot Treatment
  • Kiehl’s Since 1851 Breakout Control Targeted Acne Spot Treatment

ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রণ দাগ দূর করার ঔষধ ব্যবহার করতে পারেন। ব্রণের দাগ দূর করার প্রাকৃতিক উপায় জানতে এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

শেষ কথা

আমরা শুধুমাত্র ব্রণ দূর করার ঔষধের নাম শীর্ষক শিরোনামে এ সম্পর্কিত সাধারণ তথ্য প্রদান করলাম। চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন প্রকার ঔষধ খাওয়া বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের ডিসক্লেইমার পেজটি দেখে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top