মোবাইল ইন্টারনেট প্যাকের মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন

মোবাইল ইন্টারনেট প্যাকের মেয়াদ হবে সর্বনিম্ন ৭ দিন। এমনটাই জানিয়েছে বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক।

মোবাইল ইন্টারনেটের মেয়াদ বাড়ছে
মোবাইল ইন্টারনেটের মেয়াদ বাড়ছে

এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান এমন কথা নিশ্চিত করেছেন।

মোবাইল ইন্টারনেট প্যাকের মেয়াদ বাড়বে ২৭ তারিখ থেকে

আগামী ২৭ তারিখ থেকে সকল মোবাইল অপারেটরদের এই নির্দেশনা কার্যকর করতে বলা হবে। এ নিয়ে মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে বসা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান।

মোবাইল অপারেটরদের বিভিন্ন প্যাকেজ নিয়েও তাদের সাথে আলোচনা করা হবে। মোবাইল ইন্টারনেট প্যাকের মেয়াদ ৭ দিন করার সিদ্ধান্ত আগেও হয়েছিল।

তবে তা কার্যকর করা সম্ভব হয়নি। চেয়ারম্যান বলেন, সেসময় অপারেটরগুলোর ৭ দিনের কম মেয়াদের অনেক প্যাক ছিল। যা তাৎক্ষণিক বন্ধ করা সম্ভব হয়নি।

তবে এখন আর সেই বিষয়ে আর কোন বাধা নেই। তাই এই মাসেই উদ্যোগটি কার্যকর করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, এখন অন্বক কল ড্রপ হচ্ছে। যা গ্রাহকদের জন্য ভোগান্তির কারণ।

অপারেটরদের সেবার মান উন্নত করার তাগিদ দেওয়া হবে। সেবার মান উন্নত না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল ইন্টারনেট প্যাকের মেয়াদ বৃদ্ধি নিয়ে গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। কেউ কেউ বলছেন এটা তাদের জন্য খুব উপকার হবে।

কিন্তু যারা কম টাকায় কম মেয়াদের ইন্টারনেট ব্যবহার করতেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এক্ষেত্রে সর্বনিম্ন মেয়াদ ৭ দিন হলে সেই হিসেবে মূল্য বাড়বে।

তবে বিটিআরসি বলছে ইন্টারনেট প্যাকের দাম বাড়বে না। অপরিবর্তিত থাকবে।

আরো পড়ুন…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top