শিশুতোষ দুটি ছন্দ ১) সে মেয়েটি ২) দুই চারে চব্বিশ কবি….সোলায়মান মাহমুদ

ছন্দ(১)———–সেই মেয়েটি

কবি…সোলায়মান মাহমুদ

সেই মেয়েটি মেষ কালো
জ্ঞান গরিমা বেশ ভালো
রোজ সকালে উঠে
অযু করতে ছুটে
শীত গরম নয় ভয়
নামাজেই হয় জয়
কোরআন নিত্য সঙ্গী
ধরে মিষ্টি ভঙ্গি
কণ্ঠ তার সু-মধুর
শুনা যায় সমুদ্দুর।

উৎসর্গ–ফাতেমা আক্তার রোমা

FB IMG 15505770630214447
শিশুরা বৃষ্টিতে ভিজে

ছন্দ ২——-দুই চারে চব্বিশ

কবি…সোলায়মান মাহমুদ

বর্ষকালে টিনের চালে
বৃষ্টি পড়ে টাপুরটুপুর
ছোট্ট খোকা ভিজতে গেছে
দিন হয়েছে নিঝুম দুপুর।

কই’রে আমার খোকা
ভিজিছ না’রে বোকা
ভিজলে হয় যে সর্দি
ডাক্তারও দেয় ফর্দী
ঔষধ নয় সব বিষ
দুই চারে চব্বিশ।

উৎসর্গ—তানবীর আহমেদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top