বাংলা কবিতা বিদঘুটে নিয়ম-মোঃ আরিফ

কবিতাঃ বিদঘুটে নিয়ম
কবিঃ মোঃ আরিফ

কবিতা বিদঘুটে নিয়ম, কবি- মোঃ আরিফ
কবিতা বিদঘুটে নিয়ম

চোখের পাতায় একটু হাতায়
দাঁতে মারেন টোকা
নাকের ভিতর আছে কি তোর
ইয়া মোটা পোকা?

কানটা টেনে আবার বলেন
ময়লা দিয়ে ভরা
ওরে জগা; রোগটা খারাপ
এবার খাবি ধরা।

হা- হুতাশে কাঁদেন জগা
বাঁচান আমায় ডাক্তার
থার্মোমিটার হাতে নাড়েন
টেনে দেখেন নাক তার।

খস খসিয়ে লিখেন চিঠি
ওষুধ দিলেন ভারি
হাতটা ধরে চাপেন জোরে
টিপেন আবার নাড়ি।

সকাল বিকাল শুধু খাবে
ডাল ভাজি আর রুটি
নিয়ম মাফিক খেলে ওষুধ
রোগটা নিবে ছুটি।

সপ্তা-খানেক পরেই জগা
ছুটে গেলেন চেম্বারে
রোগটা আমার কমেনি তো
শুধু শুধু কেন বাড়ে?

খাচ্ছেন কেমন ওষুধ পথ্য?
নিয়ম মাফিক চলেন তো?
রুটি ভাজি ক’বার খেলেন
এবার একটু বলেন তো?

জগা বলেন, নিয়ম ভালো
রুটিন দারুণ পাইছি
সব খাবারের আগেই রুটি
তারপরে ভাত খাইছি।

বিদঘুটে নিয়ম কবিতার বিস্তারিত

বাংলা কবিতা বিদঘুটে নিয়ম। রচনা করেছেন মোঃ আরিফ। তিনি ফেসবুকে আমাকে তার কবিতাটি ব্লগে প্রকাশ করার অনুরোধ করেছিলেন।

কবির অনুমতির দেওয়ার ম্যাসেজ
কবির অনুমতির দেওয়ার ম্যাসেজ

তাই তার অনুমতি নিয়ে আমি “বিদঘুটে নিয়ম” কবিতাটি ট্রিক ব্লগ বিডিতে পাবলিশ করলাম।

আশা করি আপনাদের এই কবিতাটি ভালো লাগবে। ভালো লাগলে এখানে কমেন্ট করে জানাতে পারেন। কবির সাথে ফেসবুকে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন

আরো কবিতা পড়তে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top