কবিতা- সমাজসেবী
কবি- মোঃ আরিফ হোসেন
বেতের আলীর ছোট ছেলে
কাদের মিয়া নাম
পড়ালেখার পাশাপাশি
করত নিজের কাম।
পাঁচ কেলাসে বৃত্তি পেয়ে
উঠল কেলাস ছ’য়ে
কেমন করে পড়বে পড়া
বাপ থাকে তার ভয়ে।
দিন আনিতে দিন ফুরায় তার
চাল থাকে না ঘরে
ভালো-মন্দ খায়না কাদের
নিজের পেটটি ভরে।
হঠাৎ করেই সমাজসেবীর
আসল কিছু চেলা
বলল তারা, টাকার তরে
ডুবনে না আর বেলা।
খরচ যতো আমরা দিবো
যাদের পড়া ভালো
নি’ভে যেতে দিব না আর
কারো জ্ঞানের আলো।
সেদিন থেকেই কাদের মিয়া
পেলো না আর দুখ
পড়া-লেখা করে কাদের
আনবে বাপের সুখ।
আরো পড়তে পারেন…..
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
সমাজসেবী কবিতার বিস্তারিত
সমাজসেবী কবিতাটি কবি মোঃ আরিফ হোসেনের রচিত একটি বাংলা কবিতা। এই কবিতায় তিনি কাদের মিয়া নামের একটি ছেলের কষ্ট করে পড়ালেখার কথা বলেছেন।
ছেলেটি খুবই মেধাবী ছিল। কিন্তু টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত একদল সমাজসেবীদের সহায়তায় তার পড়ালেখা সে চালিয়ে যেতে পারে। তারা তার মতো মেধাবীদের আর্থিক সহযোগিতা করে সমাজের সেবা করছে।
আমরা যারা সমাজে ধনী আছি তারা এগিয়ে আসলে আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে উঠবে। যারা টাকা দিয়ে সহায্য করতে পারিনা তারা শ্রম দিয়েও সমাজের সেবা করতি পারি। এটাই হোক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।