হাসি নিয়ে কবিতা | যে হাসি | সোলায়মান

হাসি নিয়ে কবিতা
হাসি

হাসি নিয়ে কবিতা: যে হাসি

কবি…সোলায়মান মাহমুদ

ওহে বিংশ শতাব্দীর নারী
তুমি মানুষ নাকি পরি?

তুমি কোথায় পেলে চির মধুর হাসি
যে আমায় করিলো হায় সর্বনাশী।

যে হাসিতে মুক্তা ঝরে
সে’তো তোমার মুখে উপছে পড়ে!

ওহে বিংশ শতাব্দীর সুন্দরী
তুমি মানুষ নাকি পরি?

তুমি কোথায় পেলে এ হাসি
যে আমায় পাড়ালো হায়! ভালোবাসি!

যে হাসিতে গোলাপ ফোটে
সে’তো দেখি তোমার ঠোটে!

ওহে বিংশ শতাব্দীর প্রেম তরী
তুমি মানুষ নাকি পরি?

হাসি নিয়ে কবিতা (যে হাসি)

“যে হাসি” কবিতাটি কবি সোলায়মান মাহমুদ ৩/২/২০১৭ইং রচনা করেন। এটি একটি হাসি নিয়ে কবিতা । কবি তার সব ছেয়ে কাছের বন্ধু মাহমুদা রহমান এ্যানির হাসিতে মুগ্ধ হয়ে লেখেন।

কবির ভাষায় কোন নারীই এমন হাসতে পারে এ যেন আসমান থেকে আসা কোন পরী।কবি বলে পি্রয়া (এ্যানির) হাসির মুহুর্তে তাকে দেখলে মনে হয় তার মুখ থেকে মণিমুক্তা উপছে পড়তেছে।আর তার(এ্যানির) চেহারা তখন গোলাপের ছেয়ে উজ্জ্বল হয়ে ফোটে উঠে।

কবির ভাষায় এ্যানির ছেয়ে সুন্দর পৃথিবীতে মানুষ হতে পারে না।অবশেষে কবি বলেন–
ওহে বিংশ শতাব্দীর প্রেম তরী
তুমি মানুষ নাকি পরি?

আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top