ইমেইল একাউন্ট বা আইডি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বর্তমান যুগে প্রায় প্রত্যেকেরই একটি ইমেইল আইডি থাকে। যাদের নেই, তাদের জন্যই জানাবো ইমেইল আইডি খোলার নিয়ম কানুন।
ইমেইল আইডি মানে কি?
যেহেতু আমরা ইমেইল একাউন্ট খুলবো, তাই আমাদের জানা দরকার ইমেইল আইডি মানে কি? বেশি কিছু বলবো না। ছোট করে একটা সংজ্ঞা দেই।
ইমেইল (E-mail) ইংরেজি শব্দ। এর পূর্ণরূপ এলেক্ট্রনিক মেইল (Electronic mail)। অর্থাৎ বৈদ্যুতিক চিঠি।
আমরা আগেকার যুগে যেই চিঠি পাঠাতাম, তা ডাক যোগে প্রাপকের হাতে গিয়ে পৌঁছাতো। কিন্তু বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এখন আর ডাকের মাধ্যমে চিঠি পাঠাতে হয়না।
এখন সবাই ইমেইলের মাধ্যমে চিঠি পাঠায়। আর এটি বিদ্যুতের সাহায্যে মূহুর্তেই একটি চিঠিকে প্রাপকের কাছে পৌঁছায়। তবে এক্ষেত্রে হাতে লিখতে হয়না। মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চিঠিটি টাইপ করতে হয়।
আশা করি, ইমেইল সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা দিতে পেরেছি। এবার চলুন জেনে নেই ইমেইল একাউন্ট খোলার নিয়ম কানুন।
কেনো ইমেইল একাউন্ট খুলতে হবে?
ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে আপনার একটি একাউন্ট বা আইডি থাকতে হবে। বিভিন্ন কোম্পানি ইমেইল সার্ভিস দিয়ে থাকে। একটা ইমেইল কোম্পানি মানেই একটা ডাক অফিস।
তাদের থেকে একটা একাউন্ট খুলে নিতে হবে। এক্ষেত্রে আপনাকে এমন কোনো ইমেইল কোম্পানি বেচে নিতে হবে, যারা বিশ্বস্ত। আর আপনার গোপনীয়তা রক্ষা করবে।
এক্ষেত্রে জনপ্রিয় ও বিশ্বস্ত কিছু কোম্পানির নাম দিচ্ছি। যারা খুবই জনপ্রিয় ও বিশ্বব্যাপী প্রসিদ্ধ। আপনি নির্দ্বিধায় সেখানে একাউন্ট খুলতে পারেন।
আরো এমেইল প্রভাইডারদের লিস্ট পেতে এখানে দেখুন
বিশ্বে হাজার হাজার ইমেইল প্রোভাইডার আছে। তবে গুগলের ইমেইল সার্ভিস সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয়। তাই আমি এটি ব্যবহার করার করার পরামর্শ দিচ্ছি।
গুগলের ইমেইল সার্ভিস হচ্ছে জিমেইল। আজ আমরা একটি জিমেইল আইডি খোলার নিয়মকানুন গুলো শিখবো।
আরো পড়ুনঃ নগদ মোবাইল ব্যাংকিং | ২ মিনিটে একাউন্ট খোলার নিয়ম (ভিডিও)
ইমেইল আইডি খোলার নিয়ম
১ম ধাপ
প্রথমে gmail.com এ যান। এরপর Create new account লেখায় ক্লিক করুন। সেখানে দুইটি অপশন দেখতে পাবেন।
- For myself
- To manage my business
ব্যক্তিগত মেইল হলে ১ম অপশন সিলেক্ট করুন। আর ব্যবসায়ীক হলে ২য় অপশন। আমরা ব্যক্তিগত একাউন্ট খোলার নিয়ম দেখবো।
২য় ধাপ
For myself লেখায় ক্লিক করলে নিচের মতো একটি পেজ অপেন হবে।
- এই পাতায় ১ম বক্সে আপনার নামের ১ম অংশ দিন।
- ২য় বক্সে আপনার নামের ২য় অংশ দিন। (আইডি কার্ড অনুযায়ী)
- যেই নামে ইমেইল আইডি চালু করতে চান username এর ঘরে সেটি দিন।
- নতুন একটি পাসওয়ার্ড দিন।
- পরের ঘরেও একই পাসওয়ার্ড দিন।
- Next এ ক্লিক করে পরের ধাপে যান।
আরো পড়ুনঃ নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
ইউজারনেমটি কেউ আগেই নিয়ে নিলে That username is taken. Take another. নামে একটি লেখা দেখতে পাবেন। ইউজারনেমে কিছু বিশেষ সংখ্যা অথবা লেখা যুক্ত করে আবার চেষ্টা করুন।
সংখ্যা বা লেখা যুক্ত করার পর Next এ ক্লিক করুন। সেই নামটি available থাকলে পরবর্তী ধাপের জন্য আপনি প্রস্তুত।
৩য় ধাপ
এই ধাপের কাজটি খুবই সহজ। আপনার দেশ সিলেক্ট করুন। সাধারণত অটোমেটিকভাবেই দেশ সিলেক্ট থাকে। কান্ট্রি কোড ছাড়া আপনার ফোন নম্বরটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
৪র্থ ধাপ
আপনি যেই মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটির ইনবক্স চেক করুন। একটি ভেরিফিকেশ কোড পাবেন। এই ধাপে সেই কোডটি লিখে Verify বাটনে ক্লিক করুন।
৫ম ধাপ
এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি Recovery email address দিন। পরবর্তীতে পাসওয়ার্ড চুলে গেলে বা ইমেইল একাউন্ট হ্যাক হলে আইডি ফিরে পেতে এই ইমেইল এড্রেসটি লাগবে।
এটি আপনার পুরাতন কোনো ইমেইল এড্রেস হতে পারে। অথবা বিশ্বস্ত কারো ইমেইল আইডিও এখানে দিয়ে দিতে পারেন।
এরপর আইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন। Next বাটনে ক্লিক করুন।
এর পর একটি পাতা ওপেন হবে। সেখানে Skip অথবা I’m in লেখায় ক্লিক করুন।
আরো পড়ুনঃ গুগল একাউন্ট খোলার নিয়ম
৬ষ্ঠ ও সর্বশেষ ধাপ
এখানে গুগলের Privacy and Terms গুলো পড়ে নিন। এরপর I agree লেখায় ক্লিক করুন। এর পরবর্তী পেজে Accept লেখায় ক্লিক করুন। আপনার কাজ শেষ।
এভাবেই খুব সহজেই একটি ইমেইল আইডি বা একাউন্ট খুলে পেলতে পারেন। বিভিন্ন সময় গুগল জিমেইল একাউন্ট খোলার ধাপগুলো পরিবর্তন করে।
আমি যখন এই পোস্টটি লিখছি তখন ধাপগুলো এরকম ছিল। পরবর্তীতে এগুলো পরিবর্তন হতে পারে। তাহলে একটু মিলিয়ে নিবেন। তবে সিস্টেম একই থাকে।
আশা করি, সবটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
ইমেইল আইডি খোলার নিয়ম (ভিডিও)
আশা করি, সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। কোনো ভুল হলে ক্ষমা করবেন। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে এখনই কমেন্ট করুন।
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।