উপায় একাউন্ট খোলার নিয়ম ও ৫০ টাকা বোনাস অফার

UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা উপায়। উপায় মোবাইল ব্যাংকিং এ আপনি পাচ্ছেন নানাবিধ সুবিধা। তাই আজকে উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন, উপায় মোবাইল ব্যাংকিং কোড, উপায় apps ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে।

উপায় একাউন্ট খোলার নিয়ম

Upay বা উপায় কি?

ইতিমধ্যেই জেনেছেন, উপায় হচ্ছে UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা। সহজ ভাষায় বলতে গেলে বিকাশ, নগদ ও রকেটের মতো সেবা।

বিকাশ, নগদ ও রকেটের মতো উপায় একাউন্টেও নানাবিধ সুবিধা আছে। ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা চালু হবে আশা করা যায়।

উপায় মোবাইল ব্যাংকিং কোড

UCB Upay ussd code হচ্ছে *268# । এই কোডটি ডায়াল করে উপায় একাউন্টের সুবিধা নেওয়া যাবে। একইসাথে উপায় অ্যাপসও ব্যবহার করতে পারেন।

উপায় অ্যাপ ডাউনলোড

প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করতে পারেন।

Upay apps download

উপায় একাউন্ট খোলার পদ্ধতি

ভিডিও

উপায় একাউন্ট খোলা খুবই সহজ। ঘরে বসেই একটি উপায় একাউন্ট খোলা যায়। এজন্য আপনাকে উপায় অ্যাপস টি ইন্সটল করতে হবে (ডাউনলোড লিংক উপরে দেওয়া আছে)।

অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে নিচের স্টেপগুলো ফলো করুন।

১. রেজিষ্ট্রেশনঃ অ্যাপ ওপেন করার পর Registration লেখায় ক্লিক করুন।

Registration on Upay

২. ফোন নম্বর ও অপারেটরঃ যেই নম্বরে উপায় একাউন্ট খুলতে চান সেই নম্বরটি লিখুন। নিচের থেকে আপনার নম্বরটি কোন অপারেটরের অধীনে সেটি সিলেক্ট করুন। Verify Number এ ক্লিক করুন।

মোবাইল নম্বর ও অপারেটর সিলেক্ট করুন | উপায় একাউন্ট খোলার পদ্ধতি

৩. OTP: Verify number এ ক্লিক করার পর আপনার মোবাইলে একটি OTP code আসবে। অ্যাপটি অটোমেটিকভাবে সেটি নিয়ে নিবে। যদি কোনো পার্মিশন চায় সেটি দিয়ে দিবেন।

৪. আইডি কার্ডের ছবি তুলুনঃ ৪র্থ ধাপে আপনার NID কার্ডের উপরের ও নিচের অংশের ছবি তুলুন। এরপর Done এ ক্লিক করুন। তাহলে Upay smart app আপনার আইডি সকল তথ্য স্ক্যান করে নিবে।

NID কার্ডের সামনের ও পিছনের অংশের ছবি তুলুন | উপায়

৫. আপনার নিজের ছবি তুলুনঃ এরপর আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য ছবি তুলতে হবে। সেলফি স্টাইলে আপনার ছবি তুলুন।

নিজের ছবি তুলুন | উপায়

ছবি তোলার পর আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো ভেরিফাই করা হবে।

৬. পেশা ও লিঙ্গঃ পরবর্তী ধাপে আপনার পেশা ও লিঙ্গ সিলেক্ট করুন। আপনার ইমেইল এড্রেস থাকলে দিতে পারেন। না দিলেও চলবে।

আরো পড়ুনঃ সম্পূর্ণ ফ্রীতে ইমেইল আইডি খোলার সহজ নিয়ম

আপনার পেশা ও লিঙ্গ সিলেক্ট করুন | উপায় একাউন্ট

৭. আইডি কার্ডের তথ্য যাচাইঃ এই পর্যায়ে আপনি স্ক্রিনে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন। সেগুলো মিলিয়ে নিন। কোনো কিছু ভুল থাকলে এডিট করে ঠিক করে নিন।

তথ্য পুনরায় যাচাই করে I agree লেখায় টিক দিয়ে Confirm করুন | উপায় একাউন্ট

আপনার বর্তমান এড্রেসটি দিন। একইসাথে Terms & conditions এ টিক দিয়ে confirm করুন।

৮. পিন নম্বর সেট করুনঃ আপনার নতুন উপায় অ্যাপের জন্য ৪ ডিজিটের strong পিন কোড সেট করুন। ২য় বক্সেও একই পিন লিখে কনফার্ম করুন।

নতুন পিন সেট করুন | উপায় একাউন্ট খোলার নিয়ম

৯. একাউন্ট খোলার কনফার্মেশন sms: পিন সেট করার পর আপনি সফলভাবে উপায় একাউন্ট খোলার জন্য একটি কনফার্মেশন এসএমএস পাবেন। সেখানে নিচে থাকা get started লেখায় ক্লিক করুন।

উপায় (Upay) একাউন্ট সফলভাবে খোলা হলে কনফার্মের sms পাবেন

এই গেলো উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন। রবার একাউন্টে লগিন করার পালা।

১০. উপায় একাউন্ট লগিনঃ আপনার ফোন নম্বর ও উপায় এর পিন কোড দিয়ে লগিন করুন। আর উপভোগ করুন উপায় মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা।

উপায় একাউন্ট লগিন

উপায় একাউন্টে ৫০ টাকা বোনাস অফার

নিজে নিজে একাউন্ট তো খোলা শেষ। এবার উপায় অ্যাপে লগিন করলেই পাবেন ২৫ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক

অ্যাপে লগিন করার ৭ দিনের মধ্যে উপায় অ্যাপের মাধ্যমে যেকোনো নম্বরে ৫০ টাকা বা তার বেশি পরিমাণ রিচার্জ করলেই পাবেন আরো ২৫ টাকা বোনাস। সব মিলিয়ে সর্বমোট ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

উপায় একাউন্ট এর সুবিধা

উপায় একাউন্ট এর কিছু সুবিধা রয়েছে। সংক্ষিপ্ত আকারে উপায়ের সুবিধাগুলো জেনে নেওয়া যাক।

হাজারে ৮ টাকা ক্যাশ আউট

উপায় দিচ্ছে এটিএম বুথ থেকে হাজারে ৮ টাকা ক্যাশ আউট সুবিধা। দেশের ৫০০ এর অধিক UCB ATM booth থেকে হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাবে।

মোবাইল রিচার্জ

উপায় অ্যাপ বা *২৬৮# ডায়াল করে খুব সহজেই যেকনো অপারেটরের মোবাইল নম্বরে যেকোনো সময় রিচার্জ করতে পারবেন।

বিল পেমেন্ট

বিভিন্ন প্রতিষ্ঠানের বিল প্রদানের ক্ষেত্রে উপায় ব্যবহার করতে পারেন। তবে পেমেন্ট সার্ভিসটি এখনো সম্পূর্ণরূপে চালু হয়নি। শীঘ্রই এই সেবাটি বিস্তৃত করা হবে ইনশাআল্লাহ।

Add money

UCB ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে Upay একাউন্টে add money করে টাকা আনা যাবে। এই সার্ভিসটি বিকাশ ও নগদেও পাওয়া যায়।

উপায় মোবাইল ব্যাংকিং ওয়েবসাইট

উপায় মোবাইল ব্যাংকিং এর অফিশিয়াল ওয়েব লিংক হচ্ছে Upaybd.com.

উপায় অ্যাপ থেকে একাউন্ট খোলার নিয়ম তো জানা হলো। এখনই উপায় একাউন্ট খুলুন। আর উপায় অফার গ্রহণ করুন।

ছবিঃ Nonstop Tech ইউটিউব চ্যানেল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top