একেই বলে ভালোবাসা
মোঃ আরিফ হোসেন
শেষ হয়েও হলো না শেষ
নতুন কিছু পাওয়ার আশা
একেই বলে ভালোবাসা।
বাবার বুকে নুইয়ে থাকা
পেটের পটে ছবি আঁকা
লাল হয়ে যায় ওই দুটো গাল
আদরে তার সোহাগ মাখা
হোক না বাবা গরীব চাষা
একেই বলে ভালোবাসা।
মায়ের কথায় কথা বলা
নতুন পথে উদম চলা
মুখে আমার মায়ের ভাষা
একেই বলে ভালোবাসা।
ভাইয়ের মাঝে বোনের হাসি
এটাই সবাই ভালোবাসি
খুনসুটি আর আহ্লাদে তার
জীবন আমার হচ্ছে ঠাসা
একেই বলে ভালোবাসা।
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
কবিতাঃ একেই বলে ভালোবাসা
“একেই বলে ভালোবাসা” নামক কবিতাটিতে পারিবারিক ভালোবাসার কথা ফুটিয়ে তোলা হয়েছে। কবি মোঃ আরিফ হোসেন কবিতাটিতে মা-বাবা ও ভাই-বোনের ভালোবাসার কথা তুলে ধরেছেন। যা অমূল্য। কোটি টাকার থেকেও মূল্যবান।