এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে? ফলাফল প্রকাশের তারিখ

যারা এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছেন তারা অধীর আগ্রহে তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অনেক পরীক্ষার্থী ও অভিবাবক এখনো জানেন না যে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে? এই আর্টিকেলে আমরা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে?

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৮ মে, ২০২৩ তারিখ, রোজ শুক্রবার প্রকাশিত হবে।

এই দিনে দুপুর ১২ টার পর প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পরই ফলাফল অনলাইন ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা যাবে।

আরো পড়ুনঃ নম্বর সহ যেকোন পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট চেক খুবই সহজ। এক্ষেত্রে আপনি ২ টি পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারেন।

  1. নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে
  2. অনলাইনের মাধ্যমে

এখানে আমরা অনলাইন থেকে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন সেটি দেখাবো।

ধাপ-১ঃ প্রথমে রেজাল্ট দেখার ওয়েবসাইট ওয়েবসাইট লিংকঃ http://www.educationboardresults.gov.bd
অথবা, https://eboardresults.com/v2/home এ যেতে হবে।

SSC Result website form | এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে
Eucationboardresults.gov.bd ওয়েবসাইটের ফরম

ধাপ-২.১ঃ ১ম ওয়েবসাইটে গেলে এরকম একটি ফরম পাবেন। এখানে সবগুলো ঘর ঠিকভাবে পূরন করুন। শেষ ঘরে একটি অংক সমাধান করতে হবে। উপরের চিত্রে 3+3 দেওয়া আছে। এক্ষেত্রে এর উত্তর 6 পাশের ঘরে বসাতে হবে। সব শেষে Submit বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখতে পারবেন।

ধাপ-২.২ঃ ২য় ওয়েবসাইটে গেলে নিচের মতো একটি ফরম দেখতে পারবেন। সেখানে প্রথমে ৪ টি ঘর থাকবে। ১ম টি ঘরে আপনার পরীক্ষা SSC, বছর ও বোর্ড সিলেক্ট করবেন। ৪র্থ ঘরে Individual Result সিলেক্ট করলে নিচে আরো ৩ টি ঘর আসবে। ১ম ২ টি ঘরে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিবেন। শেষ ঘরে পাশের ছবিতে দেওয়া সংখ্যাটি লিখবেন। সংখ্যাটি বুঝতে না পারলে Reload বাটনে ক্লিক করবেন। নতুন একটি ছবি আসবে। সেটি যেই নম্বর আসবে সেই নম্বরটি লিখে দিবেন। সব শেষে Submit বাটনে ক্লিক করে আপনার রেজাল্টটি দেখে নিতে পারবেন।

Eboardresult website form
Eboardresult website form

sms এর মাধ্যমে এসএসসি রেজাল্ট (SSC Result) দেখার নিয়ম

SSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ SSC DHA 125436 2023

sms এর মাধ্যমে দাখিল রেজাল্ট (Dakhil Result) দেখার নিয়ম

DAKHIL<space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ DAKHIL MAD 125436 2023

শেষ কথা

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে সেই উত্তরটি নিশ্চয়ই পেয়েছেন। একই সাথে কিভাবে রেজাল্ট দেখবেন সেই বিষয়টিও দেখানো হলো। আপনার কলেজ জীবনের জন্য শুভ কামনা রইলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top