কবিতা—পাঁচকুড়িতে হাজার||
কবি—মো. মামুনুর রশিদ নূরী
খবর! খবর! গরম খবর!
বোমার মত তাজা
ভোটের আগে ভোট হয়েছে
গোপাল হল রাজা!
পাঁচকুড়িতে ভোট হয়েছে
যোগ মিলালে কত?
খুব সহজে বলতে পারো
কঠিন কী আর অত!
ঠিক ধরেছ ঠিক বুঝেছ
এক্কেবারে খাঁটি
আসল কথা জানলে পরে
হিসাব হবে মাটি!
বিস্তারিত বললে ও ভাই
লম্বা হবে ছড়া
অল্প কথায় স্বল্প বলি
সহজ হবে পড়া।
আগের যুগের হিসাব-নিকাশ
ঠিক চলে কী আজ আর
ভোট গুনেছে এবার ইসি
পাঁচকুড়িতে হাজার!
রচনা–১৫/১২/১৮ ইং
কবিতা————–মাতাল রাজা
কবি—মোঃ মামুনুর রশিদ নূরী
অই সে আসে মাতাল রাজা
কালকে দেখি খাইয়া গাঁজা
ডিবির চূড়ায় জুড়ে আসন
ধরলো তাতে মস্তভাষণ!
ভাষণ তো নয় সেই কী ছেঁচা
ভেংচিয়ে মুখ যেমন পেঁচা।
পাশেই ছিলো গরুরবাজার
লোকসমাগম হাজার হাজার,
সবাই দেখে বাজার ছেড়ে
হত্চকিয়ে আসলো তেড়ে
সমান তালে ভাষণ চলে
লোকটা হঠাৎ শাসিয়ে বলে –
“শুনুন দেশের সকল প্রজা
বলছি কথা দারুণ মজা …”
রাজ্যে আমার বারোমাস-ই
করতে হবে গাঁজার চাষ-ই
শান্তি-সুখে থাকতে সবল
গাঞ্জা খাবে ভাতের বদল!
তিনবেলাতে গাঞ্জা খেলে
শক্তি-সাহস, বুদ্ধি মেলে!”
উন্নয়নের ফসল পেতে
গাঞ্জা ফলান সবার ক্ষেতে!
শুনে সবার বিগড়ে মাথা
দিচ্ছে গালি সবাই যা তা!
কেউ কুড়িয়ে ছুঁড়লো ঢেলা
কেউ বা শুরু আসল খেলা।
সবাই ধরে সেই কী ধোলাই
গাজার জোরে আর কী কুলায় …
ধুমধাড়াক্কা খাইয়া সে লোড
লুঙ্গী থুইয়া দিল্ রে ভোঁ-দৌঁড়!
২৩-০১-১৮
(বিঃদ্রঃ ছন্দ শেখার আগের লেখা)
আংশিক সংশোধিত।