খুনিদের ফাঁসি চাই
মোঃ মোস্তাফিজুর রহমান
হতে দেখে খুনোখুনি
চলে শুধু কানাকানি,
হয় কিছু শোনা শুনি
লোক মুখে জানাজানি।
লাশ রক্তে মাখামাখি
কিছু ছবি তুলে রাখি,
চলে গেলে প্রান পাখি
আর কি থাকে বাকি?
এভাবেই কিছু দিন
সব মুখে বিন বিন,
চলে শুধু তোলপাড়
খুনিরাই পায় ছাড়।
এমনটা হতে দেখে
নতুনরা কিছু শেখে,
আমি বলি শোন ভাই
খুনিদের ফাঁসি চাই।
আরো পড়ুন…..
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
- বাচ্চাদের ওয়াশেবল ডায়াপার পরানোর নিয়ম
- 100+ ফেসবুক গ্রুপের সুন্দর নাম [2025]
খুনিদের ফাঁসি চাই ছড়াটির বিস্তারিত
কবি মোঃ মোস্তাফিজুর রহমানের রচিত ছড়া “খুনিদের ফাঁসি চাই”। অপরাধ করে অনেক খুনি ছাড়া পেয়ে যায়। তাই এই ছড়াটিতে সেইসব খুনিদের ফাঁসি দাবি করা হয়েছে।