কবিতা- দুঃখ মালা
আহমাদ সাগর আলী
আমার আপন দুঃখ মালা, অসীম সেই গল্প,
প্রতিক্ষণেই হচ্ছে যুক্ত, অধিক বা অল্প।
জটিল সেই সমীকরণ, গেথে হৃদয় মাঝে,
কাটছে তো বেশ দ্বিধাভরে সকাল থেকে সাঝেঁ।
কিছু কথা এমন থাকে, প্রকাশিত আর হয় না,
দেখেছো কি এমন কভূ? কেউ দূঃখের দেয় বায়না?
লবনাক্ত সে অশ্রুজলে পবিত্র দূই আঁখি,
খুব গোপনে দিয়ে চলেছি নিজেকে নিজেই ফাঁকি।
দিনের শেষের অন্ত আলো, কোমল দু হাত দিয়ে,
স্পর্শ করে লুকোচুরি খেলে সঙ্গে আমায় নিয়ে।
গভীর রজনীর আঁধার বোধহয় কানে কানে কিছু বলে,
ঝাঁকে ঝাঁকে সব জোনাকিরা মিলে মুক্ত ছড়ায় দলে।
কিছু দূঃখ করছি জমা, নেশাগ্রস্হ হয়ে,
লোহা হয় খাঁটি কতখানি জানো? অগ্নিদহন সয়ে?
সাদা পৃষ্ঠার কলঙ্কগুলো মুছে দিতে কেউ পারে?
কি বা যায়-আসে? যদিও সে মৃত্যু খেলায় হারে?
বাংলা কবিতা দুঃখ মালা এর বিস্তারিত
কবি আহমাদ সাগর আলী দুঃখ মালা কবিতাটি লিখেছেন। তিনি এই কবিতাটি প্রকাশ করার জন্য ট্রিক ব্লগ বিডির অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাসেজ করেছেন।
আমরা তার কবিতাটি সিলেক্ট করে প্রকাশ করলাম। ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন। আপনারাও চাইলে লেখা পাঠাতে পারেন। আপনার লেখা ভালো হলে পোস্ট করা হবে।