মোবাইল রিচার্জ আমাদের নিত্যদিনের কাজ। আর বর্তমানে মোবাইল রিচার্জের জন্য আমরা বিকাশ, নগদ ও রকেটকেই বেছে নেই। কিন্তু এখনো এমন অনেক মানুষ আছেন যারা মোবাইল রিচার্জের নিয়ম জানেন না। তাদের জন্যই আজকে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম কানুন নিয়ে হাজির হলাম।
কথা দিলাম, আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে মোবাইলে টাকা রিচার্জের বিষয়ে আপনার আর অন্য কোথাও খোঁজাখুঁজি করতে হবেনা।
*167# ডায়াল করে রিচার্জ করার নিয়ম
USSD কোড *167# ডায়াল করে খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন। এজন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- প্রথমে *167# ডায়াল করুন
- Mobile recharge অপশনের জন্য 3 লিখে Send করুন
- আপনার অপারেটর সিলেক্ট করার জন্য অপারেটরের বামপাশে থাকা নম্বরটি লিখে Send করুন। উদাহরণস্বরূপ Teletalk এর জন্য 1 লিখে Send করুন।
- আপনার সিমের ধরণ সিলেক্ট করুন। Prepaid হলে 1 আর Postpaid হলে 2 লিখে সেন্ড করুন। Skitto গ্রাহকরা Grameenphone সিলেক্ট করার পর ৩য় অপশন হিসেবে Prepaid, Postpaid এর পরে Skitto অপশন পাবেন।
- যেই নম্বরে রিচার্জ করতে চান সেই নম্বরটি লিখে Send করুন।
- টাকার পরিমাণ লিখে Send করুন।
- সর্বশেষ ধাপে নগদ একাউন্টের PIN লিখে সেন্ড করুন।
এই কয়েকটি স্টেপ অনুসরণ করে খুব সহজেই ইন্টারনেট কানেকশন বা অ্যাপ ছাড়া *১৬৭# ডায়েল করে মোবাইলে রিচার্জ করতে পারবেন।
কোড ডায়ালের পাশাপাশি নগদ অ্যাপ ব্যবহার করেও মোবাইল রিচার্জ করা যায়। এটি খুবই সহজ ও কম ঝামেলার। সমস্যা হচ্ছে এই পদ্ধতিতে রিচার্জ করতে আপনার একটি স্মার্টফোন, নগদ অ্যাপ ও ইন্টারনেট কানেকশন লাগবে।
বর্তমানে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করেন। তারা শুধুমাত্র নগদ অ্যাপ ডাউনলোড করেই অ্যাপের সুবিধাগুলো উপভোগ করতে পারেন।
চলুন, অ্যাপের মাধ্যমে রিচার্জ করার প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক।
নগদ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করার পদ্ধতি
নগদ অ্যাপের মাধ্যমে সবচেয়ে সহজে মোবাইল রিচার্জের সুবিধা পাওয়া যায়। অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে চাইলে নিচের নিয়মটি অনুসরণ করুন।
- প্রথমে নগদ অ্যাপে ফোন নম্বর ও পিন দিয়ে লগিন করুন
- এরপর মোবাইল রিচার্জ (Mobile recharge) অপশনে ক্লিক করুন।
- কোনো পার্মিশন চাইলে Allow করে দিবেন।
- আপনার মোবাইলের সকল কন্টাক্ট নম্বর দেখতে পারবেন।
- সেখান থেকে যে নম্বরে টাকা রিচার্জ করবেন সেটি সিলেক্ট করুন। অথবা কন্টাক্ট লিস্টে নাই এমন নম্বর হলে উপরের খালিঘরে নম্বরটি লিখে enter করুন।
- যেই নম্বরে টাকা রিচার্জ করছেন সেই নম্বরটি কোন অপারেটরের সেটি সিলেক্ট করুন।
- কত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ লিখে Next বা পরবর্তী বাটনে ক্লিক করুন
- আপনার সিমের ধরণ সিলেক্ট করুন। Prepaid অথবা Postpaid । এরপর আপনার নগদ PIN লিখে Next এ ক্লিক করুন।
- পরবর্তী অপশনে রিচার্জের বিস্তারিত দেখে নিন। সব ঠিক থাকলে নিচে থেকে নগদ লোগোতে Tap করে ধরে রাখুন।
- রিচার্জ সম্পন্ন।
এভাবেই খুব সহজে দুইটি পদ্ধতিতে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা যায়।
নগদ রিচার্জ অফার
নগদে বর্তমানে মোবাইল রিচার্জ অফার চলছে। এই অফারে নগদ একাউন্ট খুললেই পাচ্ছেন ‘নগদ’ অ্যাপ থেকে ২০ টাকা রিচার্জে ২০ টাকা রিচার্জ বোনাস (প্ৰতি মাসে ২ বার)।
অর্থাৎ নতুন নগদ একাউন্ট খোলার পর অ্যাপের মাধ্যমে নিজের নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই আপনি ২০ টাকা রিচার্জ পেয়ে যাবেন।
রিচার্জ অফার চলবে ৫ ফেব্রুয়ারি, ২০২১ থেকে ১৫ জুন, ২০২১ তারিখ পর্যন্ত।
২০ টাকা মোবাইল রিচার্জ অফারের শর্ত
- ৫ ফেব্রুয়ারী থেকে ৩১ শে মার্চ পর্যন্ত যেসকল গ্রাহক নগদ একাউন্ট খুলবেন শুধুমাত্র তারাই রিচার্জ বোনাস পাবেন।
- ক্যাম্পেইন চলাকালীন ১ মাসে প্রতি ১৫ দিনে একমাত্র রিচার্জ বোনাস পাওয়া যাবে।
- অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৬ বারে ১২০ টাকা মোবাইল রিচার্জ অফার পাবেন।
- যেকোনো নগদ কর্তৃপক্ষ অফার বাতিল/সংশোধন /পরিবর্তন /পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করে। বিস্তারিত নগদ ওয়েবসাইটে।
আশা করি, সকলেই নগদ রিচার্জ ও ২০ টাকা মোবাইল রিচার্জ বোনাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। কোনোকিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।