নগদ একাউন্ট খোলার পদ্ধতি (ভিডিও)

বর্তমান মোবাইল ব্যাংকিংয়ের বড় জায়গা দখল করে আছে নগদ মোবাইল ব্যাংকিং। নগদ একাউন্ট খোলা এখন খুবই সহজ। মাত্র কয়েক ক্লিকেই খোলা যায় ডাক বিভাগের নগদ একাউন্ট। চলুন, কথা না বাড়িয়ে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ও নিয়ম কানুনগুলো জেনে নেই।

নগদ কি?

ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এটি বাংলাদেশ ডাক বিভাগের পূর্বে চালুকৃত পোস্টাল ক্যাশ কার্ড এবং ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম (ইএমটিএস)-এর নতুন সংস্করণ।

নগদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে উইকিপিডিয়ার এই আর্টিকেলটি দেখতে পারেন।

 নগদ একাউন্ট খোলার নিয়ম | নগদ logo (nagad logo)
নগদ logo

নগদ একাউন্ট খোলার নিয়ম

তিনটি উপায়ে নগদ একাউন্ট খোলা যায়। অনেকটা বিকাশ একাউন্ট খোলার মতোই।

মোট তিনটি পদ্ধতিতে নগদ একাউন্ট খুলতে পারবেন।

  1. *167# ডায়াল করে
  2. নগদ অ্যাপের মাধ্যমে
  3. এজেন্টের মাধ্যমে

আরো পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার সহজ পদ্ধতি

উপরে দেওয়া সকল পদ্ধতির মধ্যে *167# দায়াল করে একাউন্ট খোলা সবচেয়ে সহজ। তাই আমরা শুধুমাত্র সেই নিয়মটিই দিলাম।

*167# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

ইউএসএসডি ( USSD) কোড ব্যবহার করে খুব সহজেই ‘নগদ’ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. *১৬৭# ডায়াল করুন

২. প্রযোজ্য শর্তাবলি পড়ে ও সম্মতি জানিয়ে ৪ ডিজিটের পিন সেট করুন

৩. পুনরায় পিন টাইপ করে কনফার্ম করুন (গোপন পিনটি কাউকে বলবেন না)

৪.  এরপর মুনাফা পেতে চান কিনা বেছে নিন

ব্যস হয়ে গেলো আপনার ‘নগদ’ একাউন্ট।

নগদ একাউন্ট খোলা খুবই সহজ

একাউন্ট খুললেই ২০ টাকা রিচার্জ বোনাস

‘নগদ’ একাউন্ট খুললেই পাচ্ছেন ‘নগদ’ অ্যাপ থেকে ২০ টাকা রিচার্জে ২০ টাকা রিচার্জ বোনাস (প্ৰতি মাসে ২ বার)।  সাথেতো থাকছেই-

  • দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ
  • নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি
  • বিল পে ফ্রি ( গ্যাস, বিদ্যুৎ, পানি )
  • সবচেয়ে বেশি মুনাফা
  • সেরা মোবাইল রিচার্জ অফার
  • ঝামেলাহীন পেমেন্ট অফার

নানাবিধ অফার পেতে আজই চলে আসুন নগদে। আরেকটি কথা, আপনি চাইলে যেকোনো মূহুর্তে নগদ একাউন্ট বন্ধ বা ডিলিট করে দিতে পারেন।

নগদ একাউন্টে কি কি পাবেন

একাউন্ট খোলার সাথে সাথেই নানাবিধ সুবিধা ভোগ করতে পারবেন। সংক্ষেপে কিছু বিষয় জেনে নেওয়া যাক।

৯ টাকা ক্যাশ আউট

নগদে আসলেই আপনি পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র ৯ টাকায় (সাথে ভ্যাট প্রযোজ্য) ক্যাশ আউট করা যাবে।

মোবাইল রিচার্জ

খুব সহজেই অ্যাপ ও কোড ডায়াল করে যেকোন অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারবেন।

রিচার্জ অফারটি নেওয়া যাবে দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন। এছাটা বিভিন্ন সময় রিচার্জের ক্ষেত্রে অফারও পাওয়া যায়।

বিল পে সুবিধা

গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির বিল নগদের মাধ্যমেই পরিশোধ করা যাবে। এছাড়াও বিভিন্ন শো রুম ও অনলাইন শপেও বর্তমান নগদ পেমেন্ট সাপোর্ট করে।

কিছু কিছু অনলাইন শপে নির্দিষ্ট পরিমাণ নগদ পেমেন্টে পেয়ে যাবেন স্পেশাল ক্যাশব্যাক অফার

অ্যাড মানি

নগদ ওয়ালেটে টাকা শেষ হয়ে গেলে নো টেনশন। আপনার ব্যাংক একাউন্ট থেকে মূহুর্তেই নগদে অ্যাড মানি নিতে পারবেন। এছড়াও আরো বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা তো আছেই।

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।

26 thoughts on “নগদ একাউন্ট খোলার পদ্ধতি (ভিডিও)”

  1. ভাই আমি কিভাবে ঘরে বসে নগদ কাস্টমার অফিসে না যেয়ে নগদ একাউন্ট কিভাবে বন্ধ করব?

    1. MD Habibur Rahman (Admin)

      ঘরে বসে একাউন্ট বন্ধ করার কোন উপায় নেই, ভাই।

  2. ধন্যবাদ। খুবই বিস্তারিত পোস্ট। নগদ হেল্পলাইন এর মত সব বলে দিলেন।

  3. Md.Khurshad Alam

    আমি আমার নগদ একাউন্টের পিন ভুলে গাছি, নতুন পিন কিভাবে পাবে, হেল্প করেন।

  4. আমার OTP ম্যাসেজ আসেনি। পিন নাম্বার চেন্জ করতে বর্তমান পিন চাচ্ছে। ব্যালেন্স চেক করতে পিন চাচ্ছে৷ এখন কীভাবে তা করব।

    1. দয়া করে নগদ হেল্পলাইনে যোগাযোগ করুন। তারা আপনাকে কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারবে। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  5. Miraz Mohammad emon

    নগদ একাউন্টে অন্য সিমে ট্রান্সফার করতে চাই, এটা কি করা যাবে। একটি আইডি কার্ড দিয়ে একটি একাউন্ট খোলা যায় তাই নগদ অ্যাকাউন্ট বন্ধ করে নতুন সিমে অন করতে চাচ্ছি।

  6. Bhai amr acount khola deair por 25 taka dia nai ,,21 taka debar por abar back niace ,,Bole eta acount cheaq kora jonno,,onar name Masud Rana ,,Bogura ami thake ,,je number taka back nise sheta hoiloo 01637846400,,,Ami 01911539459 ei number e acount open korachi ,,Bhai cheating korche ,,Apnader sonam noshtoo korche,,Bhai complain janion jonoo emai uthoba address dan pls

    1. ভাই, আপনার কথা পুরোপুরি বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পেরেছি, আপনি বলতে চাচ্ছেন, কেউ আপনার সাথে প্রতারণা করেছে।

      এ ব্যাপারে আমাদের কিছু করার নাই। কারণ, এটা আমাদের কোনো বিষয় নয়।

      আপনি নগদের সাথে যোগাযোগ করুন। দরকার হলে আইনগত ব্যবস্থা নিন।

    1. ভাই, দুইটাই ভালো। সম্ভবত নগদে খরচ কম। তবে বিকাশে সার্ভিস বেশি, যেটা নগদে এখনো আসেনি।

      নগদ নতুন। তাই তাদের সার্ভিসের পরিমাণ বেশি। তবে অদূর ভবিষ্যতে তাদের সার্ভিসের সংখ্যাও বাড়বে। কিন্তু বর্তমানে বিকাশই সেরা বলে আমি মনে করি।

  7. আমার নগদ একাউন্ট ব্যাপারে আমার ফোনে এই messages টি এসেছে As Nagad A/C Wasn”t registered within time frame send money is reversed to 01623729134 Amoount Tk 20 TsnID 70JWXF&Y এর মানে কি

    1. I am an entrepreneur of Ratnapur Union Digital Center of Ratnapur Union of Agailjhara Upazila of Barisal district. I am eager to know the answer to my question.

    2. আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এ ব্যাপারে নগদ হেল্পলাইনে কথা বললে সবচেয়ে ভালো পরামর্শ ও সহযোগীতা পাবেন। তাই তাদের সাথে যোগাযোগ করাটাই ভালো হবে।

      ভালো থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top