কবিতা- বরষা
কবি- মোঃ আরিফ হোসেন
বরষা এলো ধানের ক্ষেতে
বরষা এলো পুকুরে
বরষা এলেই খোকন বলে
কানে কানে খুকুরে।
চল সখি চল ভিজব দুজন
নতুন বর্ষার ওই জলে
হৈ-হুল্লোড়ে মাতব মোরা
নানা রকম কৌশলে।
বরষা এলো ভিজব বলে
বরষা এলো গাঙ্গে
বরষা এলেই নদীর দুপাড়
ঢেউয়ের তালে ভাঙ্গে।
বরষা এলো মেঘ রাঙ্গাতে
সাদা কালো লালে
রাম-ধনুটা বসায় ধনুক
দীঘি ঝিল আর খালে।
বরষা এলে ব্যাঙের খেলা
ডাঁরকি মাছের সাথে
ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শোনা যায়
দিনে কিবা রাতে।
আরো পড়ুন…..
- ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম, উপকারিতা ও অপকারিতা
- লিভার সিরোসিসের লক্ষণ- বিস্তারিত জানুন এবং সতর্ক থাকুন
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
বরষা কবিতার বিস্তারিত
“বরষা” শীর্ষক কবিতাটি কবি মোঃ আরিফ হোসেন রচিত। এই কবিতায় বাংলা দ্বিতীয় ঋতু বর্ষার অপরূপ সৌন্দর্য্যের কথা বর্ণনা করা হয়েছে।
কবির মতে, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ্ শব্দ মানেই বর্ষাকাল শুরু। এই সময় শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ মুহূর্ত উপস্থিত হয়। একে অপরকে বৃষ্টিতে ভেজার জন্য বিভিন্ন আহ্লাদ করে।
কখন-সখনো বর্ষাকাল প্রবল রূপ ধারণ করে। এ সময় নদী কিংবা পুকুর কানায় কানায় জলে পরিপূর্ণ হয়। নদীর পাড় ভাঙে। কিন্তু শিশু-কিশোরদের সাঁতারের উল্লাস থেমে থাকে না। মূলত গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে এই ছড়াটিতে।