বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার | ২৪/৭ কল সেন্টার

বাংলালিংক বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। অনেক সময় বিভিন্ন সমস্যা ও সার্ভিসের জন্য গ্রাহকদের বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার দরকার হয়। তাই আজকে সেই বিষয়েই পোস্ট।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার | ২৪/৭ কল সেন্টার
কাস্টমার ম্যানেজার

বাংলালিংক কাস্টমার ম্যানেজারের নাম্বার দিয়ে কি করবেন?

বাংলালিংক কাস্টমার ম্যানেজারের নাম্বার দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। ধরুণ, আপনি বাংলালিংকের কিছু ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চাচ্ছেন। ইন্টারনেটে সে বিষয়ে পাচ্ছেন না। এখন কি করবেন?

এটা খুবই সহজ কাজ। আপনি যদি বাংলালিংক গ্রাহক হন তাহলে বাংলালিংক কাস্টমার কেয়ারের নম্বরে কল করলেই আপনি সমাধান পেয়ে যাবেন।

তারা আপনাকে খুব সহজেই সকল অফার বিস্তারিত জানিয়ে দিবে। আপনার কাজটা খুব সহজ হয়ে গেলো।

আবার মনে করুন আপনার মোবাইলে বিনা কারণে টাকা কেটে নিচ্ছে। হয়তো কোন সার্ভিস চালু হয়ে গেছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না। কি করবেন?

এটাও খুব সোজা। বাংলালিংক কাস্টমার হেল্পলাইনে কল করলে তারা চেক করে বলে দিবে কোন সার্ভিস চালু আছে।

বাংলালিংক কাস্টমার ক্যায়ার নাম্বার চাই
বাংলালিংক কাস্টমার ক্যায়ার নাম্বার চাই

যদি আপনি সার্ভিসটি ব্যবহার করতে না চান তাহলে তাদেরকে বলুন। তারা সেখান থেকেই সার্ভিসটি বন্ধ করে দিবে। আর যদি কাস্টমার কেয়ার অফিস থেকে বন্ধ করা না যায় তাহলে তারা আপনাকে নিয়মকানুন জানিয়ে দিবে।

আরো পড়ুন…..

ইন্টারনেট প্যাক নিয়ে কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল

আপনার ইন্টারনেট নিয়ে কোন সমস্যা হলে বা সার্জ সম্পর্কিত সমস্যা হলে কাস্টমার কেয়ার নম্বরে কল করুন। তারা খুব দ্রুত আপনাকে সমাধান দিয়ে দিবে।

ইন্টারনেট প্যাক কিনতে না পারলেও তাদের থেকে সাহায্য নিতে পারবেন। এক কথায় বাংলালিংকের সব ধরণের সহযোগিতা পেতে অবশ্যই বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারে কল করুন।

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার চাই

এয়ারটেল ও রবি একীভূত হওয়ার আগ পর্যন্ত বাংলালিংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর ছিল। কিন্তু বর্তমানে এটি বাংলাদেশের তৃতীয় মোবাইল অপারেটর। নিছে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া হলো।

যেকোনো বাংলালিংক নম্বর থেকেঃ 121
যেকোনো অপারেটর থেকেঃ +8801911304121
বাংলালিংক থেকে টোল ফ্রীঃ 158
ইমেইলঃ info@banglalink.net
ওয়েবসাইটঃ banglalink.net
ফেসবুকঃ Facebook.com/Banglalinkdigital

আরো পড়ুন…..

বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায়?

বাংলালিংক কাস্টমার কেয়ার বা কল সেন্টার কোথায়? এই প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবেন এখনই। নিচে দেখুন।

বাংলালিংক গ্রাহকরা বিনামূল্যে 2273 নাম্বারে SMS করে খুব সহজেই নিকটস্থ বাংলালিংক সেন্টারের ঠিকানা জানতে পারবেন।

বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায়?
বাংলালিংক কাস্টমার কেয়ার কোথায়?

যেকোন প্রয়োজনে ‘bl’ লিখে 2273 নাম্বারে SMS করলেই ফিরতি SMS এ নিকটস্থ বাংলালিংক সেন্টারের ঠিকানা জানিয়ে দেওয়া হবে। আশেপাশে যদি একাধিক কাস্টমার সেন্টার থাকলে SMS এ উল্লেখ থাকবে ‘for another location please reply with: n’। n লিখে রিপ্লাই দিলেই পরবর্তী লোকেশনও পেয়ে যাবেন।

সকল সিমের কাস্টমার কেয়ার নম্বর জানতে এখানে ক্লিক করুন

অনলাইন সেবা

অনলাইনের মাধ্যমেও কাস্টমার সাপোর্ট নিতে পারবেন। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই নিজের একাউন্ট মেইনটেইন করতে পারবেন।ব্যালেন্স দেখা সহ বিভিন্ন প্যাকেজ ও আমার অফার দেখতে পাবেন।

রিচার্জ হিস্টোরি, দারুণ সব ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। বিভিন্ন বান্ডেল অফারতো থাকছেই। এজন্য নিচে দেওয়া নিয়মটি ফলো করুন।

  • eselfcare.banglalink.net এ ভিজিট করুন।
  • আপনার বাংলালিংক নম্বরটি লিখুন।
  • sms এ পাওয়া otp টই লিখে next এ ক্লিক করুন।
  • এবার আপনি আপনার একাউন্টের সকল এক্সেস পেয়ে যাবেন।

কাস্টমার কেয়ার ঠিকানা

উপরে দেওয়া সিস্টেম অনুযায়ী নিকটবর্তী কাস্টমার কেয়ারের ঠিকানা জানা যাবে। কিন্তু আমরা শর্ট কাট হিসেবে কিছু গুরুত্বপূর্ণ জায়গার কাস্টমার কেয়ারগুলোর ঠিকানা দিয়ে দিলাম।

বাংলালিংক কাস্টমার কেয়ার, ঢাকা

গুলশান -১

  • সিসি টাইগার্স ডেন ( CC Tigers Den )
  • বাংলালিংক সেন্টার, প্লট ৪ (সোহ),
  • বীর উত্তম মীর শওকত শারক,
  • গুলশান -১, ঢাকা -1212
  • কাজের সময়:  সকাল 10.00 AM থেকে সন্ধ্যা 6.00 PM পর্যন্ত

গুলশান -২

  • সিসি গুলশান
  • বাংলালিংক সেন্টার, রংস আর্কেড,
  • 153 / এ, গুলশান নর্থ অ্যাভিনিউ,
  • গুলশান -২, ঢাকা -1212
  • ঢাকা ১২০৬ ,বাংলাদেশ

বাংলালিংক কাস্টমার কেয়ার সাভার

শাখার নাম: ইউনাইটেড সুপার মার্কেট
সাভার শাখা: সাভার বাজার বাস স্ট্যান্ড
ঠিকানা: সাভার, Dhaka

চট্টগ্রামে অবস্থিত কাস্টমার কেয়ার

  • বাংলালিংক সেন্টার, ৫5৫ / এ,
  • সিডিএ অ্যাভিনিউ,
  • পূর্ব নাসিরাবাদ, জিইসি মুর (গ্রাউন্ড ফ্লোর), চট্টগ্রাম
  • চিটাগং ৪০০০,
  • বাংলাদেশ

13 thoughts on “বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার | ২৪/৭ কল সেন্টার”

  1. ভাইয়া আমি বিদেশ থাকার কারনে আমার সিম টা আমার ভাইয়ের নামে রেজিষ্ট্রেশন করা ছিল। কিন্তু আমার সিম টা ২০২০ সালের জানুয়ারিতে নষ্ট হয়ে গেছে। এখন আমার ভাইও বিদেশে থাকে সেক্ষেত্রে আমার করনিও কি? সিমের নাম্বার আমি দেশের সকল অফিয়াল কাজে ব্যবহার করছি এজন্য সিম টা খুবই প্র।য়োজন। আশা করি জানাবেন।

    1. সিম উঠাতে বা মালিকানা পরিবর্তন করতে অবশ্যই মূল মালিককে লাগবে। এক্ষেত্রে যেহেতু আপনার ভাই সিমের প্রকৃত মালিক সেহেতু তাকে ছাড়া কিছু করা সম্ভব নয়।

      তবে আপনি চাইলে এব্যাপারে সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। আর্টিকেলে যোগাযোগের সকল তথ্য দেওয়া আছে।

    1. কাসটমার কেয়ারে কল দিন। অথবা নিকটস্থ কাস্টমার সার্ভিস পয়েন্টে সরাসরি সিমটি নিয়ে যান।

  2. আমার সিমটা হারায় গেছে, এখন আমি সিমটা বন্ধ করবো

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top