বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও চার্জ | সেন্ড মানি খরচ

বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানার জন্য আর কোথাও ঘুরতে হবেনা। আজকে এই পোস্টের মাধ্যমেই আপনি সম্পূর্ণ জানতে পারবেন যে কিভাবে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে টাকা পাঠানো যায়। বিকাশ চার্জ বা খরচ কত? বিকাশ অ্যাপস এর খরচ ইত্যাদি।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ কি?

ব্র‍্যাক ব্যাংকের বিকাশ (bKash) বাংলাদেশে মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। মোবাইল ফোনে বিকাশ একাউন্ট খুলে একজন গ্রাহক বাংলাদেশের যেকোনো স্থান থেকে তার মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং নিজের মোবাইল থেকেই বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর করতে পারেন।

একটি বিকাশ একাউন্ট থাকলে *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপস এর মাধ্যমে যেকোন স্থানে টাকা পাঠাতে পারবেন। একই সাথে টাকা বিকাশ এজেন্ট থেকে তুলতেও পারবেন।

বিকাশ সম্পর্কে বিস্তারিত জানতে উইকিপিডিয়ার এই আর্টিকেল দেখুন…..

বিকাশে টাকা পাঠানোর চার্জ বা খরচ

অনেকেই জানেন না যে বিকাশে টাকা পাঠানোর চার্জ বা খরচ কত। সবসময়ই মনে রাখবেন বিকাশে ক্যাশ ইন করলে কোন খরচ নেই। অর্থাৎ আপনি যদি এজেন্টদের থেকে টাকা ঢুকান তাহলে বাড়তি কোন চার্জ বা খরচ লাগবেনা।

বিকাশ সেন্ড মানি (bKash send money) | সেন্ড মানি খরচ
বিকাশ সেন্ড মানি খরচ

কিন্তু আপনি যদি পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে কোন পার্সোনাল বিকাশ একাউন্টে টাকা পাঠান তাহলে খরচের একটি লিমিট আছে। আর সেটি হচ্ছে, ৫০০ টাকা পর্যন্ত টাকা সেন্ড মানি ফ্রি। কিন্তু এর বেশি টাকা পাঠালে ৫ টাকা চার্জ কাটবে। অ্যাপ এবং USSD code *247# উভয়ের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য।

তবে বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি একদম ফ্রি ছিল। তবে বর্তমান ইউএসএসডি কোড ও অ্যাপের একই খরচ। তাই আপনার কাছে যেটি সুবিধা হয় সেটি ব্যবহার করুন। আমার কাছে অ্যাপই সুবিধাজনক মনে হয়। এখানে নম্বর ভুল হওয়ার সম্ভাবনা কম ও খরচের পরিমাণের ট্রান্সেকশনের আগেই দেখায়।

বিকাশ সম্পর্কে সকল পোস্ট দেখুন এখানে

বিকাশে সেন্ড মানি করে টাকা পাঠানোর নিয়ম

আপনি কি বিকাশে টাকা পাঠাতে পারেন না? ভয় হয়? জানি টাকা কোথায় চলে যায়! কোন ভয় নেই। আজ আমি হাজির হয়ে হয়ে গেছি আপনাদের জানাতে যে, কিভাবে সেন্ড মানি করে টাকা পাঠাতে হয়।

এই পোস্টগুলো হয়তো আপনি পছন্দ করবেন….

*247# ডায়াল করে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশের ইউএসএসডি কোড *247# ডায়াল করে খুব সহজেই টাকা এক একাউন্ট থেকে অন্য একাউন্টে পাঠানো যায়। তার জন্য নিচের স্টেপ অনুসরণ করুন।

  • প্রথমে ডায়াল করুন *247#
  • ১ নম্বর অপশন থেকে সেন্ড মানি (Send money) সিলেক্ট করুন।
  • যেই একাউন্টে টাকা পাঠাবেন সেই বিকাশ নম্বরটি লিখুন।
  • যত টাকা পাঠাতে চান তা লিখুন।
  • লেনদেনের একটি রেফারেন্স/তথ্যসূত্র দিন (একটি শব্দের বেশি ব্যবহার করবেন না, স্পেস এবং বিশেষ অক্ষর এর ব্যবহার এড়িয়ে চলুন), আপনার নাম দিতে পারেন।
  • আপনার বিকাশের পিন নম্বর দিয়ে সেন্ড মানি সম্পন্ন করুন।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার নিয়মকানুন গুলো পড়ে নিন

বিকাশ অ্যাপস এর মাধ্যমে সেন্ড মানি করে টাকা পাঠানোর নিয়ম

যেহেতু বিকাশ অ্যাপস এর মাধ্যমে সেন্ড মানি করা ফ্রি তাই এই নিয়মটিও জেনে রাখা দরকার। নিচের স্টেপগুলো ফলো করে আপনি বিকাশ অ্যাপস এর মাধ্যমে কারো ব্যক্তিগত বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

  • প্রথমে bKash app এ পিন দিয়ে লগিন করুন।
  • সেন্ড মানি (Send money) সিলেক্ট করুন।
  • যেই নম্বরে টাকা পাঠাবেন সেই বিকাশ নম্বরটি দিন।
  • যত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ লিখুন।
  • রেফারেন্স লিখুন (হতে পারে আপনার নাম, হতে পারে 1। তবে এক শব্দ হতে হবে)
  • পিন (PIN) দিয়ে সামনে এগিয়ে যান।
  • এবার আপনার দেওয়া তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নিন ও খরচের পরিমাণ দেখে নিশ্চিত হয়ে নিন।
  • ট্যাপ করে বা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। শেষ! সেন্ড মানি হয়ে গেলো।

ট্রিক ব্লগ বিডির সর্বশেষ পোস্টগুলো পড়তে পারেন….

বিকাশে হাজারে কত টাকা

বিকাশে সেন্ড মানিতে হাজারের কোনো হিসাব নেই। ইতিমধ্যেই জেনেছেন অ্যাপ আর ইউএসএসডি ডায়াল করলে নির্দিষ্ট পরিমাণ ফি আছে।

আরো দেখুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম

তবে বিকাশে ক্যাশ আউট করলে বিকাশে হাজারে ১৮.৫ টাকা ও অ্যাপ দিয়ে ১৭.৫ টাকা খরচ হয়। এটি প্রতি মূহুর্তে বিকাশের পলিসি অনুযায়ী পরিবর্তন হয়। কোনো পরিবর্তন লক্ষ্য করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্টে হাজার হাজার মানুষ সঠিক তথ্যটি জানতে পারবে।

বিকাশ হেল্পলাইন

বিকাশে কোন প্রকার কোন সমস্যা হলে তাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। তাদের সাথে সরাসরি কথার বলার জন্য হেল্পলাইন হচ্ছে 16247।

সেন্ড মানি সংক্রান্ত বিকাশের সর্বশেষ অফিশিয়াল আপডেট- https://bit.ly/2xSiL3r

10 thoughts on “বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও চার্জ | সেন্ড মানি খরচ”

  1. ভাই,
    অনেক সময় 1/2 বিকাশ করে একে অপরকে এটা কি ভাবে করে? নিয়ম টা জানা থাকলে দয়া করে পরামর্শ দিবেন কি?

    1. MD Habibur Rahman (Admin)

      এই বিষয়ে আমাদের জানা নেই। আমরা জানতে পারলে পোস্ট করার চেষ্টা করবো।

  2. সেন্ড মানিতে টাকা উঠাবেন কেন? ক্যাশ আউটে টাকা উঠাতে হয়। আর সেন্ড মানি মূলত এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

    সেন্ড মানি করা টাকাটা ক্যাশ আউট করে উঠাতে চার্জ কাটবে।

  3. bikash er send money dia taka pathaleo ki taka tular somoy khoroc dite hobe?moneysend korar somoy e toh charge kete rakhe.

  4. আপনারা বলেন যে কোন ব্যাংকের ভিসা কার্ড থেকে নিকাশে টাকা আনা যায়,কিন্তুু আমি বার বার চেষ্টা করার পরেও হচ্ছে না। আমি এ্যাড মানিতে গিয়ে কার্ড টু বিকাশ, তার পর visa ছিলেক্ট করলে সরাসরি bKash apps থেকে বের হয়ে যাচ্ছে।
    আমার ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়ার ২ টা কার্ড আছে, তবে বিকাশে এগুলা ব্যবহার করতে পারছি না।
    আশ করি আপনারা যথাযত ব্যবস্থা নিবেন

    1. দুঃক্ষিত ভাই, আমরা যথাযথ কর্তৃপক্ষ নই। আমাদের সাথে বিকাশ, ভিসা কার্ড বা অন্য কোনো ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তাই এ ব্যাপারে আমাদের করণীয় কিছুই নেই।

      আমরা শুধুমাত্র বিভিন্ন প্রয়োজনীয় বিষয় মানুষের উপকারের স্বার্থে শেয়ার করি। আমাদের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না, সেই অধিকারও আমাদের নেই।

      আমাদের পোস্টে কোনো ভুল থাকলে বা কোনো বিষয় কাজ না করলে জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা আমাদের পোস্টটি সংশোধন করতে পারি।

      আপনার এমন সমস্যার জন্য বিকাশ অথবা আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। তারাই বলতে পারবে কি সমস্যা। একই সাথে আপনার সমস্যার সমাধানও দিতে পারবে।

      আরেকটা কাজ করতে পারেন। সম্ভবত আপনার বিকাশ অ্যাপে সমস্যা থাকতে পারে। অ্যাপটি ডিলিট করে দিয়ে নতুন করে Play store থেকে ডাউনলোড করে দেখতে পারেন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  5. আবুল খায়ের

    ভাই আমার বিকাশ এপের মাধ্যমে টাকা পাঠালে 5 টাকা চার্জ কাটে আপনি বলেছেন এপের মাধ্যমে টাকা বিকাশ করলে কোন চার্জ কাটেনা

    1. ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করে আমাদের ভূলটি ধরিয়ে দেওয়ার জন্য। আসলে বিকাশের সিস্টেম ও পলিসি সবসময়ই আপডেট হচ্ছে। আমরা যে সময় এই পোস্টটি করেছিলাম তখন সেন্ড মানি ফ্রি ছিল।

      তবে বর্তমানে এই সিস্টেমটি আপডেট করা হয়েছে। তবে আমরা দুঃক্ষ প্রকাশ করছি। এই বিষয়টি আমাদের নজরে না আসায় এটি আপডেট করা হয়নি।

      আপনার মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। আশা করি, কিছুক্ষনের মধ্যেই এই পোস্টটি বর্তমান সিস্টেম অনুযায়ী আপডেট করা হবে।

      অসংখ্য ধন্যবাদ।

    1. ভাই, আমি জানি। বিকাশ এপের নতুন ভার্সনটা কিছুটা সমস্যা করছে। অনেকেরই সমস্যা হচ্ছে। বিকাশ কর্তৃপক্ষ বলেছে তারা শীগ্রই সমস্যা সমাধান করে নতুন আপডেট দিবে।

      তাই চিন্তা করার কিছু নেই। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করি আপনিও এপ দিয়ে একাউন্ট খুলতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top