মেয়ে পটানো কবিতা ( প্রেম নিবন্ধন )
মেয়ে পটানোর কবিতা “প্রেম নিবন্ধন ” লিখেছেন সোলায়মান মাহমুদ। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মেয়ে পটানো কবিতাটি পড়ুন।
কবিতা———- প্রেম নিবন্ধন
কবি—–সোলায়মান মাহমুদ
————————————-
অনুরোধ
———-এই বালিকা
একটু দাড়া
———-আমার দিকে
হাতটি বাড়া।
আশ্বাস
————হাতটি যদি
বাড়াও আজ
——–পরাবো তোমায়
রাণীর তাজ।
বিশ্বাস
————একটি পাখির
দুটি ডানা
———-এক ডানায় তার
উড়তে মানা।
শপথ
————-আমরা তেমন
একটি পাখি
————-উড়বো না কেউ
কাউকে রাখি।
আরো পড়তে পারেন……
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
- ডিজিটাল স্মার্টবোর্ড দিয়ে শিক্ষার নতুন দিগন্তের সূচনা!
- আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
- কেন গিগাবিট রাউটার ছাড়া অন্য রাউটার কেনা উচিত নয়?
মেয়ে পটানোর কবিতা ও ছন্দ
এটি একটি মেয়ে পটানোর কবিতা। এটিকে মেয়ে পটানোর ছন্দ ও বলা যেতে পারে। এই কবিতা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন।
মেয়ে পটানো রোমান্টিক কবিতা ও ছন্দ পেতে নিয়মিত আমাদের ব্লগে ভিজিট করুন।
কসম কইরা বললাম,
এই কবিতার লেখক জীবনেও একটা মাইয়া পটানো নয়। তো হেতের লেখা দেখে মাইনষে কেমনে পটাইবো?
super
vary vary nices
Very vey nice and hit post.
অনেক সুন্দর কবিতা