মেয়ে পটানোর কবিতা প্রেম নিবন্ধন- সোলায়মান মাহমুদ

মেয়ে পটানো কবিতা ( প্রেম নিবন্ধন )

মেয়ে পটানোর কবিতা “প্রেম নিবন্ধন ” লিখেছেন সোলায়মান মাহমুদ। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মেয়ে পটানো কবিতাটি পড়ুন।

কবিতা———- প্রেম নিবন্ধন
কবি—–সোলায়মান মাহমুদ
————————————-

ওয়ায়! কী সুন্দর মেয়ে পটানোর কবিতা।প্রেমে পড়ে যাবো
ওয়ায়! কী সুন্দর মেয়ে পটানোর কবিতা।প্রেমে পড়ে যাবো


অনুরোধ
———-এই বালিকা
একটু দাড়া
———-আমার দিকে
হাতটি বাড়া।


আশ্বাস
————হাতটি যদি
বাড়াও আজ
——–পরাবো তোমায়
রাণীর তাজ।


বিশ্বাস
————একটি পাখির
দুটি ডানা
———-এক ডানায় তার
উড়তে মানা।


শপথ
————-আমরা তেমন
একটি পাখি
————-উড়বো না কেউ
কাউকে রাখি।

আরো পড়তে পারেন……

মেয়ে পটানোর কবিতা ও ছন্দ

এটি একটি মেয়ে পটানোর কবিতা। এটিকে মেয়ে পটানোর ছন্দ ও বলা যেতে পারে। এই কবিতা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন।

মেয়ে পটানো রোমান্টিক কবিতা ও ছন্দ পেতে নিয়মিত আমাদের ব্লগে ভিজিট করুন।

5 thoughts on “মেয়ে পটানোর কবিতা প্রেম নিবন্ধন- সোলায়মান মাহমুদ”

  1. কসম কইরা বললাম,
    এই কবিতার লেখক জীবনেও একটা মাইয়া পটানো নয়। তো হেতের লেখা দেখে মাইনষে কেমনে পটাইবো?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top