ভাবছেন একটি মোবাইল কিনবেন? কোন মোবাইলটি ভালো সেটাও বুঝতে পারছেন না? আপনি সঠিক স্থানেই আছেন। এই পোস্টটি আপনার জন্য। আজকের বিষয় “শাওমি রেডমি নোট সিরিজ”।
এই পোস্টে আমরা শাওমি রেডমি নোট ৬ প্রো (redmi note 6 pro), নোট ৭ প্রো এবং নোট ৮ প্রো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।
শাওমির রেডমি নোট সিরিজের মোবাইলগুলো আপনার জন্য বেস্ট হতে পারে। মোবাইল গুলো আছে বিভিন্ন প্রকার ফিচার ও সুযোগ -সুবিধা। আপনার প্রয়োজন অনুসারে যেকোনো একটি বেছে নিন।
তাছাড়া শাওমি একটি নামি দামি ব্র্যান্ড হওয়ায় ফোনের কোয়ালিটি নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। চলুন একে একে রেডমি সিরিজের কয়েকটি ফোন সম্পর্কে জেনে নেই।
শাওমি রেডমি নোট ৬ প্রো
রেডমি নোট ৬ প্রো এর ফিচারগুলো নিচে দেওয়া হলো। আপনার চাহিদার সাথে মিলিয়ে নিন।
- রিলিজঃ অক্টোবর, ২০১৮
- হাইব্রিড ডুয়েল সিম
- ৪ জিবি র্যাম
- ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ বা সেট মেমরি
- ৬.২৬ ইঞ্চি স্ক্রিন, ১০৮০ x ২২৮০ রেজুলেশন
- ১২ মেগা পিক্সেল+৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা
- ২০ মেগা পিক্সেল+২ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা
- নেটওয়ার্ক 4G/LTE
- ব্যাটারি ক্যাপাসিটি ৪০০০ মিলি অ্যাম্পিয়ার
- অফিশিয়াল নামঃ Redmi Note 6 Pro
রেডমি নোট ৬ প্রো এর মূল্য
- মূল্যঃ ১৬,৯৯০ টাকা
- সকল শাওমি ফোন কিনতে এখানে দেখুন
অফিশিয়াল ওয়েবসাইটে সকল তথ্য দেখুন…..
শাওমি রেডমি নোট ৭ প্রো
রেডমি নোট ৬ প্রো এর পর এবার নোট ৭ প্রো সম্পর্কে জানার চেষ্টা করবো। নিচে থেকে রেডমি নোট ৭ প্রো সম্পর্কে বিস্তারিত দেখুন।
- রিলিজঃ মার্চ, ২০১৯
- ডুয়েল সিম
- ৬.৩ ইঞ্চি স্ক্রিন, ১০৮০ x ২৩৪০ রেজুলেশন
- ৪ জিবি র্যাম
- ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ বা সেট মেমরি
- ৪৮ মেগা পিক্সেল+৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা
- ১৩ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা
- নেটওয়ার্ক 4G/LTE
- ব্যাটারি ক্যাপাসিটি ৪০০০ মিলি অ্যাম্পিয়ার
- অফিশিয়াল নামঃ Redmi Note 7 Pro
আরো পড়তে পারেনঃ Mobile phone prices
রেডমি নোট ৭ প্রো এর মূল্য
- মূল্যঃ ১৮,৫০০ টাকা
- রেডমি নোট ৭ প্রো কিনতে এখানে ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটে রেডমি নোট ৭ প্রো সম্পর্কে বিস্তারিত জানুন।
শাওমি রেডমি নোট ৮ প্রো
রেডমি নোট সিরিজে নতুন ভার্সন হচ্ছে নোট ৮ প্রো। চলুন রেডমি নোট ৮ প্রো সম্পর্কে জেনে নেই।
- রিলিজঃ ২৯ আগস্ট, ২০১৯
- হাইব্রিড ডুয়েল সিম
- ৬.৫৩ ইঞ্চি স্ক্রিন, (১০৮০ x ২৩৪০) রেজুলেশন
- ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ বা সেট মেমরি
- ৬ জিবি র্যাম
- 63 MP + 8 MP + 2 MP + 2 MP রিয়ার ক্যামেরা
- সেলফি ক্যামেরা 20 MP
- নেটওয়ার্ক 4G/LTE
- ব্যাটারি ক্যাপাসিটি ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার
- অফিশিয়াল নামঃ Redmi note 8 pro
রেডমি নোট ৮ প্রো এর মূল্য
- মূল্যঃ ২২,৯৯০ টাকা
- রেডমি নোট ৮ প্রো কিনতে এখানে ক্লিক করুন
কোন মোবাইলটি কিনবেন?
উপরের তথ্যগুলো দেখলে আপনি বুঝে যাবেন আপনার কোন মোবাইলটি লাগবে। আপনার বাজেটের মধ্যে সেরা মোবাইলটি বেছে নিতে পারবেন।
ক্যামেরা
আপনি ক্যামেরা প্রিয় মানুষ হলে বেশি ছবি তুললে রেডমি নোট ৮ প্রো আপিনার জন্য সেরা হবে। কারণ এখানে ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি। ছবিগুলো High HD কোয়ালিটি হবে।
র্যাম
মোবাইলে মোটামুটি র্যাম ৩ জিবি হলেই পর্যাপ্ত। যদি এর থেকে বেশি হয় তাহলে আরো ভালো। শাওমির রেডমি নোট সিরিজের যত উপরের দিকে যাবেন র্যামের পরিমাণ তত বাড়বে।
তাই র্যামের কথা বিচার করলে উপরে উল্লেখ করা যেকোন ফোনটি কিনতে পারেন। কারণ, এগুলাতে র্যামের পরিমাণ যথেষ্ট।
ইন্টার্নাল মেমোরি
অনেকেই এসডি কার্ড বা এক্সটার্নাল মেমোরির ঝামেলায় যেতে চান না। তাই তারা একটু বেশি ইন্টার্নাল মেমোরি সমৃদ্ধ মোবাইল খোঁজেন।
শাওমি রেডমি নোট ৬ প্রো আর ৭ প্রো তে ইন্টার্নাল মেমোরি ৬৪ জিবি। আশা করি এতেই আপনার হবে। যদি আরেকটি বেশি মেমোরির দরকার হয় তাহলে রেডমি নোট ৮ প্রো নিতে পারেন। এতে রয়েছে ১২৮ জিবি ইন্টার্নাল মেমোরি।
আপনার পছন্দ ও বাজেটের সাথে মিল রেখে উপরের থেকে যেকোন একটি মোবাইল বেছে নিতে পারেন।
ধন্যববাদ। উপকারী পোস্ট।
প্রেমের কবিতা।।ভালোবাসার কবিতা।।