সকল বাংলা ব্লগ সাইটগুলো | বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকেই সকল বাংলা ব্লগ সাইটগুলো বা বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট এর তালিকা চেয়েছেন। তাই তাদের জন্য আজকেই এই পোস্ট।

সকল বাংলা ব্লগ সাইটগুলো | বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট
বাংলাদেশের জনপ্রিয় সকল ব্লগ সাইট

আগেই বলে রাখি একই পোস্টে সকল বাংলা ব্লগ সাইটকে একত্র করা সম্ভব নয়। আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে এই তালিকা তৈরি করেছি।

এই তালিকায় হয়তো কিছু বাংলা জনপ্রিয় ওয়েবসাইট বাদ পড়তে পারে। হয়তো আপনার ওয়েবসাইট বা ব্লগের নাম এখানে নেই। এরকম হয়ে থাকলে এই পোস্টের নিচে আপনার সাইটের নাম লিখে কমেন্ট করুন।

আমি অবশ্যই আপনার সাইট দেখবো। আর যদি সেটি আসলেই জনপ্রিয় হয়ে থাকে তাহলে এই তালিকায় সেই ব্লগটিকেও সংযুক্ত করে দিব।

ব্লগ কি?

ব্লগ কি? এটা নিয়ে আমি আগেও পোস্ট করেছি। সেই পোস্টটি পড়ে নিতে পারেন। তারপরও আমি এখানে ছোট করে কিছু লিখছি।

ব্লগ এক ধরণের ওয়েবসাইট। ইন্টারনেটে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখি। এই ওয়েবসাইটগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে ও বিভিন্ন তথ্য জানতে ভিজিট করি।

এই ওয়েবসাইট গুলোর কিছু কিছু ওয়েবসাইটকে ব্লগ বলে। ব্লগ হচ্ছে এক ধরণের ডায়েরি বা দিনলিপি। একজন মানুষ যেভাবে ডায়েরিতে বিভিন্ন জিনিস লিখে ব্লগেও সেভাবে বিভিন্ন জিনিস লেখা হয়।

একটি ডায়েরি বেশি মানুষে পড়েনা। তাই অনেকেই ইন্টারনেটে ডায়েরি বানায় বা ব্লগ বানায়। সেই ব্যক্তি যদি ব্লগে এসইও ফ্রেন্ডলিভাবে কিছু লিখে তাহলে হাজার হাজার মানুষ তা পড়ে। তাছাড়া ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় জানা থাকলে কয়েক গুন বেশি ভিজিটর আসে।

ব্লগে লেখালেখি করে আয়ও করা যায়। বিশ্বাস হচ্ছেনা? তাহলে ব্লগ থেকে কিভাবে আয় করা যায় সেটি জেনে নিতে পারেন।

ব্লগে থেকে আয় করার কথা শুনে আপনিও হয়তো একটি ব্লগ তৈরি করার কথা ভাবছেন। চিন্তা নেই। কিভাবে একটি ব্লগ তৈরি করতে হয়? এই পোস্টটি দেখে নিন।

বাংলাদেশের জনপ্রিয় সকল বাংলা ব্লগ সাইটগুলো

সাধারণ বাংলা ব্লগ

  1. TrickBlogBD.com – Tips and Tricks Bangla
  2. নামের অর্থ- নামের অর্থের অভিধান
  3. অনলাইন ইনকাম বিডি | অনলাইন ইনকামের সমাধান
  4. বাংলা ব্লগার
  5. TunerPage – সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ
  6. সমকাল ব্লগ
  7. Trickbd.com – Know for sharing
  8. হৈচৈ বাংলা
  9. নতুন ব্লগ
  10. ঝিনাইগতি আইটি- শিক্ষা ও চাকরির খবর
  11. Rashtrakutas.com- ইতিহাস জানুন ঘরে বসেই
  12. Name Bangla
  13. Digital Tuch
  14. GovtService.net – All government service information
  15. প্রিয়তা- অনলাইন বাংলা লাইফস্টাইল ম্যাগাজিন
  16. অনুপ্রেরণা – মোটিভেশনাল বাংলা ব্লগ
  17. নিয়তি – শূন্য থেকে শুরু
  18. Tunes71.com

প্রযুক্তি বিষয়ক ব্লগ

  1. Techtunes
  2. টেক শহর- সহজ জীবনের ঠিকানা
  3. BanglaTech.info- বাংলাতে টেকনোলজি জ্ঞান
  4. টেক বাজ – বাংলা প্রযুক্তি ব্লগ
  5. It Nirman ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আদ্যোপান্ত)
  6. প্লানেট বাংলা
  7. ITbari.com- best ever bangla video tutorial (আইটি বাড়ী)
  8. ঘাট আইটি
  9. TechJano.com- latest bangla technology news
  10. Banglatech24.com – বিজ্ঞান ও প্রযুক্তির সবকিছু বাংলায়
  11. AnytechTune | Bangla Technology Blog Site | Tech News | অ্যানিটেক টিউন
  12. প্রযুক্তি গিক
  13. Fbhelpbd: Be Your Own Boss
  14. টেকমাস্টার ব্লগ
  15. রেডি টু রিডিং ডট কম
  16. WiREBD- Make life wired

শিক্ষা মূলক ব্লগ

  1. টেন মিনিট স্কুল- শ্রেণি ও বিষয় ভিত্তিক পাঠদান
  2. পড়ার টেবিল থেকে
  3. শিক্ষক বাতায়ন
  4. কিশোর বাতায়ন
  5. এডু আইকন
  6. দ্যা ডেইলি ক্যাম্পাস

ব্যাংকিং বিষয়ক বাংলা ব্লগ

  1. Banking Helper- learn banking easily
  2. Banks BD
  3. Banking News BD
  4. আজকের টাকার রেট

টেলি কমিউনিকেশন বিষয়ক বাংলা ব্লগ

  1. গ্রামীণফোন
  2. রবি
  3. বাংলালিংক
  4. এয়ারটেল
  5. স্কিটো
  6. টেলি কথন বিডি- টেলিকম বিষয়ক ব্লগ

সাহিত্য

  1. ছত্রাক- রাজকুমার মাহাতো

রূপচর্চা বিষয়ক বাংলা ব্লগ

  1. সাজগোজ
  2. ফেমিনা- মহিলাদের ফ্যাশন

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট

  1. মায়া- Digital wellbeing assistant
  2. মাই টনিক- আপনার ভালো থাকার মাস্টারপ্ল্যান

প্রশ্নোত্তর সাইট

বাংলা ফোরাম

  1. প্রজন্ম ফোরাম

অন্যান্য

আপনার ওয়েবসাইটি জনপ্রিয় বাংলা ব্লগ তালিকায় যুক্ত করুন

আপনার ব্লগ যদি ভালো কন্টেন্ট প্রকাশ করে ও ভালো ভিজিটর থাকে তাহলে আপনার বাংলা ব্লগটিও এখানে যুক্ত করতে পারেন। এজন্য সাইটের নামসহ নিচে কমেন্ট করতে পারেন। আমরা আপনার সাইটটি অ্যানালাইসিস করবো। এই তালিকায় স্থান পাওয়ার যোগ্য হলে অবশ্যই সেটি তালিকায় যুক্ত করা হবে।

এক্ষেত্রে আপনার সাইট না থাকলে জনপ্রিয় যেকোনো সাইট যুক্ত করার পরামর্শও দিতে পারেন। আপনাদের পরামর্শ কাজে লাগিয়ে আমরা এই তালিকাটাকে আরো গ্রহণযোগ্য ও উপকারী করে গড়ে তুলতে পারবো।

তালিকায় থাকা সাইটের বিরুদ্ধে অভিযোগ দিন

এই তালিকায় কিছু জনপ্রিয় ও ভালো কন্টেন্ট সরবরাহ করে এমন কিছু বাংলা ব্লগ সাইটকে যুক্ত করা হয়েছে। মনে রাখবেন, অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট ছাড়া অন্য কোনো বাংলা ব্লগ সাইট যুক্ত হলে তা সরানো হবে।

এখানে থাকা যেকোনো সাইটের বিরুদ্ধে আপনি কমেন্ট করে অভিযোগ জানাতে পারেন। যে যে বিষয়ে অভিযোগ জানাতে পারেনঃ

  • লিংক কাজ না করলে অর্থাৎ সাইটে ঢুকতে সমস্যা হলে
  • সাইটের কন্টেন্ট ভালো না হলে
  • ভিজিটর কম হলে
  • সাইটে নতুন পোস্ট না আসলে। যেমনঃ কোনো সাইটে সর্বশেষ ৬ মাস আগে পোস্ট দেওয়া হয়েছে এখন আর দেওয়া হচ্ছেনা এমন সাইট।
  • সাইটে সেক্সুয়াল/১৮+ কন্টেন্ট থাকলে। (এক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক সাইটগুলো ছাড় পেতে পারে)
  • সাইটের ক্যাটাগরি না মিললে
  • সাইটের নাম ভুল থাকলে
  • সাইটের URL পরিবর্তীত হলে
  • সাইটটি বাংলা ভাষায় না হলে
  • সাইটটি ব্রাউজ করতে বেশি সময় লাগলে অর্থাৎ সাইটের স্পীড খুব কম থাকলে
  • অন্যান্য কারণে

এরকম আরো ইন্টারেস্টিং বিষয় জানতে চাইলে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি

208 thoughts on “সকল বাংলা ব্লগ সাইটগুলো | বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট”

  1. MD Mahabul Islam

    অনেক সুন্দর ভাই। আমি নুতুন অয়েবসাইট এড করছি এবং আপ টূ ডেট সিমের অফার এবং টেকনলোজি রিলেটেড পোষ্ট পাব্লিশ করি আমারটাও এ্যাড করতে পারেন।
    techdream.com

    1. MD Habibur Rahman (Admin)

      কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই বিষয়টি সংশোধন করে দিয়েছি।

  2. Mustafa Mustafa

    ভালো একটা লিস্ট তৈরি করেছেন। নিজের চাহিদা অনুযায়ী ব্লগ খুঁজে পেতে সাহায্য করবে। আমাদের একটি প্রশ্নোত্তর সাইট রয়েছে, এটি এড করতে পারেন।
    https://byture.com/

    1. MD Habibur Rahman (Admin)

      কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সাইট রিভিউ করে দেখবো।

  3. ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
    আমাদের সাইটটিতে ঘুরে আসার দাওয়াত রইল, আশা করিভালো লাগবে, আপনার জন্য শুভ কামনা।
    https://mainitbd.com

  4. আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো। আর ওয়েবসাইট টি অনেক গুছানো।
    আপনি যদি সাধারণ বাংলা ব্লগ ক্যাটাগরিতে আমার ওয়েবসাইট টি যুক্ত করতেন অনেক উপকৃত হবো ।
    সাইট টাইটেলঃ বাংলা হাসির গল্প
    ওয়েবসাইট ইউআরএলঃ https://hasirgolpo.com

    1. MD Habibur Rahman (Admin)

      কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সাইটটি চেক করে দেখবো ইনশাআল্লাহ।

  5. অনেক সুন্দর পোস্ট করেছেন ।
    আমাদের সাইট টি দেখতে পারেন, ভালো মনে হলে অ্যাড করতে পারেন আপনাদের লিস্টে ।
    ধন্যবাদ

    https://wikibongo.com/

  6. আমি আপনার ব্লগের একজন নিয়মিত পাঠক। আমিও একজন লেখক। আমি চাই আমাদের ব্লগটি ঘুরে দেখুন। এছাড়া আমাদের সাথে কন্ট্রিবিউট করুন। এতে করে আমাদের মধ্যে ইউনিটি তৈরি হবে। আমাদের ব্লগ গুলি আপনি দেখতে পারেন এখান থেকে। সহবাংলা আইটি( Sohobangla IT) তে আপনাকে আমন্ত্রন রইলো।

    1. MD Habibur Rahman (Admin)

      জ্বী, আমি চেষ্টা করব আপনার ব্লগ দেখতে।

  7. খুব দরকারী পোস্ট, এই প্রথম আমি এখানে এসেছি।
    https://deartech.in/ এই সাইটটি যুক্ত করতে পারেন।

  8. টিপস শেয়ার বিডি

    বাংলা ব্লগ লিস্ট নিয়ে এত সুন্দর আর্টিকেল লেখার জন্য আপনাকে ‌অসংখ্য ধন্যবাদ। এই পোস্ট দেখে আরও অনেক সাইট এর সাথে পরিচিত হলাম। সবথেকে বেশী ভালো লাগছে সব সাইট আলাদা আলদা ভাবে সাজানো।

    1. MD Habibur Rahman (Admin)

      সুন্দর ও মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

  9. অনেক সুন্দর পোস্ট করেছেন ।
    আমাদের সাইট টি দেখতে পারেন, ভালো মনে হলে অ্যাড করতে পারেন আপনাদের লিস্টে ।
    ধন্যবাদ
    https://blogerbd360.blogspot.com/

    1. MD Habibur Rahman (Admin)

      কমেন্ট করার জন্য ধন্যবাদ। তবে দুঃক্ষের সাথে জানাচ্ছি যে আমরা কেবলমাত্র টপ লেভেল ডোমেইন সাপোর্ট করি। সাব ডোমেইন আমাদের লিস্টে এলাউ করা হয়না। তাই আপনার সাইটটি গ্রহণ করা যাচ্ছে না।

  10. আসসালামু আলাইকুম। আমাদের একটি বাংলা ফোরাম/ব্লগ আছে। যেখানে ইতিবাচক, অনুপ্রেরণাদায়ী নানা লেখা ছাপা হয়। যদি মনে করেন তাহলে যুক্ত করতে পারেন।

    https://qorum.quantummethod.org.bd/

    1. MD Habibur Rahman (Admin)

      আমরা আপনার দেওয়া সাইটটি রিভিউ করে দেখব ইনশাআল্লাহ।

  11. সিম কার্ড সংক্রান্ত সকল আপডেট নিয়ে এই সাইটি কাজ করে থাকে https://allsiminfo.com/ সাইটি যুক্ত করা যায় কিনা দেখবেন |

  12. অনুগ্রহ করে Tunes71.com সাইটটি যুক্ত করা যায় কিনা দেখবেন।

    1. MD Habibur Rahman (Admin)

      আমরা আপনার সাইটটি রিভিউ করে দেখব।

    1. MD Habibur Rahman (Admin)

      আমরা আপনার সাইটটি রিভিউ করে দেখব।

  13. অনেক ভালো লাগলো । তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

  14. আপনার লেখাটি পরে অনেক কিছু জানতে পারলাম। খুবই ভাল লাগল আপনার ইনফরমেশন গুলো। এরকম আরও পোস্ট আশা করছি। ধন্যবাদ।

  15. আমাদের ওয়েবসাইট হল ইসলামিক প্রাচিন ইতিহাস এবং দারুন সব টপিক নিয়ে করা।
    Website:

    কমেন্ট এ এড করলে চির কৃতজ্ঞ থাকবো।

  16. ধন্যবাদ। এতো সুন্দর একটি তথ্যবহুল আর্টিকেল উপহার দেওয়ার জন্য

  17. ভাই আমার সাইট টি ঘুরে আসতে পারেন আশা করি আপনার তালিকায় সাইটটি যুক্ত হবে

  18. অনেক হেল্পফুল একটি আর্টিকেল। একসাথে সব ক্যাটাগরির ব্লগ এভাবে পাওয়া যায় না। অনেক ধন্যবাদ এই রকম একটি আর্টিকেল পাবলিশ করার জন্য।

    1. আমরা সাইটটি রিভিউ করবো। লিস্টে যুক্ত করার মতো হলে আমরা এটিকে আমাদের লিস্টে যুক্ত করে নিব ইনশাআল্লাহ।

    1. এই সাইটেই আপনি গেস্ট পোস্ট করতে পারেন। তবে সেটি পেইড। গেস্ট পোস্টের বিষয়ে আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করতে Contact us পেজ দেখুন।

    1. এটি একটি ই-কমার্স সাইট, ব্লগ সাইট নয়। আর এই সাইটটি ইংরেজি সাইট। তাই এটি এক্সেপ্ট করা যাচ্ছেনা।

  19. ডিয়ার, আপনার কালেকশন খুব সুন্দর। তবে পাশে আর একটু বিস্তারিত লিখলে ভালো হতো। তারপরও অনেকের উপকারে আসবে। আপনার কালেকশনের জন্য অসংখ্য ধন্যবাদ।

  20. এই তথ্যপূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ।
    স্যার আমার নিউজ, তথ্যপূর্ণ নিবন্ধ এবং ছোট ভিডিও সম্পর্কে একটি ওয়েবসাইট আছে।
    যদি আপনি আমার সাইটকে আপনার তালিকায় যুক্ত করেন তাহলে আমি খুব খুশি হব।
    সাইটের বয়স- 4 বছর, 230+ পোস্ট, 5000+ মাসিক ভিজিটর।
    দয়া করে আমার ওয়েবসাইট চেক করুন।
    http://www.fancim.com

  21. বাংলা অনেকগুলি টেক বিষয়ক ব্লগ রয়েছে। আমার সাইট DIGITALTUCH.COM নামকরণের সময় আমার মাথায় চিন্তা ছিল আমিও একটি বাংলা টেক ব্লগ খুলবো।

    তবে এখনো আমি টেক ব্লগ এর মতই কাজ করছি, তবে আমি ইন্টারনেট ও বাংলা ব্লগিং সম্পর্কে সবাইকে বেশি বেশি ধারণা দেওয়ার চেষ্টা করব এই বিষয়টি এখন আমার চিন্তা ভাবনায় রয়েছে।

    সেইসাথে জনপ্রিয় গুগলে সার্চ করা কনটেন্ট গুলো, যেগুলো থেকে আমি আমার পরিশ্রমের কিছু অর্থ উপার্জন করতে পারবো সেই জন্য অন্যান্য টপিকগুলো যুক্ত করেছি।

    তবে আমার ব্লগের মূল উদ্দেশ্য বাংলায় ব্লগিং সম্পর্কে বাংলা ভাষাভাষীদের পরিষ্কার ধারণা দেওয়া। কিভাবে ব্লগ শুরু করা থেকে ব্লগ রেঙ্ক করানো এসইও করা সকল বিষয়গুলো এখানে পাবেন।

    আমি নিশ্চিত নই আমার ব্লগ টি আপনার ব্লগ লিস্টে স্থান পাবে কিনা তবে চেষ্টা করে যাচ্ছি ভালো এবং মানসম্মত একটি বাংলা ব্লগ উপহার দেওয়ার জন্য সবাইকে।
    আমার ব্লগ লিংকঃ https://digitaltuch.com/

    1. সাইটটি যুক্ত করার বিষয়ে বিস্তারিত ফেসবুকে আপনাকে ম্যাসেজ করা হয়েছে। সেই ম্যাসেজে দয়া করে রিপ্লাই দিন। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।

  22. বাংলা ব্লগ সাইট নিয়ে অনেক সুন্দর একটি আর্টিকেল লিখেছেন ভাই।

    1. সাইটে খুব একটা কন্টেন্ট নেই। তাই এই সাইটটি এই মূহুর্তে আমাদের লিস্টে যুক্ত করা যাচ্ছেনা।

    1. আপনার সাইটের বয়স মাত্র ১ মাসের কিছু বেশি। আমাদের লিস্টে যুক্ত হতে হলে সাইটের বয়স কমপক্ষে ১ বছর হতে হয়।

  23. মাহদি

    kabirdottech.com ব্লগটি আমার নজর কেড়েছে। আপনি এই ব্লগটি দেখতে পারেন। আশা করি এটা ইণ্ডায়ান বাংলার মত কোন ব্লগ হবে না।আমাদের বাংলা ভাষায় বেশ ভালো মানের ব্লগ হবে।।তাদের কন্টেন্ট পড়ে আমি সত্যিই উপকৃত হয়েছি।যেমন আপনার ব্লগ পড়তে আমি ভালোবাসি।।।

    1. এই সাইটের বয়স এখনো ১ বছর পূর্ণ হয়নি। আমাদের বর্তমান নিয়ম অনুযায়ী ১ বছরের কম বয়সের সাইট লিস্টে স্থান পাবেনা।

      1. শব্দদ্বীপ ওয়েব ম্যাগাজিন – https://www.shabdodweep.co.in

        বিশ্বের সকল বাঙালি লেখক এবং শিল্পীদের সৃষ্টিকর্মগুলো প্রকাশ করা হয়। আমাদের এই ওয়েবসাইটটাকে আপনাদের তালিকায় সংযুক্ত করার অনুরোধ রইল।

        1. পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা রিভিউ করে দেখবো। উপযুক্ত হলে আমাদের তালিকায় সাইটটি যুক্ত করা হবে।

  24. Rajkumar Mahato

    পড়ে খুব ভালো লাগলো। আমি পশ্চিমবঙ্গে থাকি। কলকাতায়। আমার সাইটে নানা রকম গল্প, কবিতা, ধারাবাহিক থাকে। আমার সাইটটাও যুক্ত করলে ভালো হয়। অনুরোধ রইল

  25. pratiborton এর নাম না দেখে অবাক হলাম। খুব সুন্দর এবং ভালমানের একটি ব্লগ। আপনার লিস্ট এ যুক্ত করা উচিৎ।

  26. Sabyasachi Dewery

    খুব সুন্দর আর্টিকেল গোছানো এবং ভালো ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে

  27. আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল তবে বর্তমানে এই সাইটটি অনেক পপুলারিটি অর্জন করেছে-onlinekaj.com আপনি চাইলে এখানে লিস্ট এর মধ্যে অ্যাড করতে পারেন..!!

  28. Rahatujjaman Hridoy

    ভাইয়া Tech City 420. COM এটা কি স্থান পেতে পারে? আশা করি বিবেচনা করবেন, ধন্যবাদ ❤

  29. আমি একটি বাংলা টেকনোলজি ব্লগ সাইট তৈরি করেছি আপনারা ভিজিট করে দেখুন কেমন হয়েছে, BD BLOG – বিডি ব্লগ –
    bdblog.top

    1. আপনার ব্লগটি রিভিউ করে দেখা হয়েছে। অত্যন্ত দুঃক্ষের সাথে জানাচ্ছি, এটি এই মূহুর্তে আমাদের লিস্টে যুক্ত করা যাচ্ছে।

  30. Rahatujjaman Hridoy

    ভাইইয়া ভাল্লাগলো তবে বাংলাদেশের আরো একটি ওসাধারণ সাইট wirebd.com উল্লেখ করলে ভালো হতো আর আমার সাইট টেক সিটি ৪২০ এটা কি স্থান পেতে পারে ? আশা করি বিবেচনা করবেন । ধন্যবাদ ❤

  31. আপনার পোষ্ট গুলো আমি প্রতিদিন পড়ি। খুব ভালো লাগে। ধন্যবাদ এরকম পোষ্ট নিয়মিত দেওয়ার জন্য। আপনার এই ছোট ভাইটা একটা ব্লগ বানিয়েছে। আর আজকে একটি পোষ্ট করেছে। আমার পোষ্ট টা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।

  32. খুব ভাল একটি সাইট । আমার সাইটটি আপনাদের সাইটের সাথে যুক্ত করুন bdjobsmela,com

  33. খুব ভালো মানের একটি পোস্ট। এখান থেকে খুব সহজেই ব্লগ সাইগুলো দেখতে পারলাম। আমারও একটি ব্লগ সাইট আছে চাইলে লিস্টে যুক্ত করতে পারেন।

    1. আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সাইটটি রিভিউ করবো। আমাদের চাহিদা পূরণ করলে আপনার সাইটটি যুক্ত করা হবে।

  34. স্যার আমাদের সাইটটা একবার দেখেন এবং আপনার যদি মনে হ​য় আমাদের সাইটটা এই লিস্টে যুক্ত করার উপযুক্ত তাহলে আমাদের সাইটটা এই লিস্টে যুক্ত করে দিবেন। https://bengalisms.com/

    1. জ্বি, অবশ্যই। আরো অনেক মানসম্মত ব্লগ রয়েছে। আপনি চাইলে সেরকম কিছু সাইটের নাম সাজেস্ট করতে পারেন।

      আমাদের লিস্টে যোগ করার মতো হলে আমরা যোগ করে নিব।

  35. ধন্যবাদ এ রকম সময়োপযুগী প্রবন্ধের জন্য। বাংলাদেশে আরও বেশ কিছু প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে যার মধ্যে “সেবাঘর” অন্যতম। সেবাঘর একটি প্রতিষ্ঠান যেটি অ্যাপ ভিত্তিক টেলিমেডিসিন সার্ভিস দিয়ে থাকে।

    শহর কিংবা গ্রামে মানুষ ঘরে বসে ডাক্তারি সেবা নিতে পারবেন সেবাঘর অ্যাপ ব্যবহার করে।
    TrickBlogBD কে অসংখ্য ধন্যবাদ।

      1. সেবাঘর অ্যাপের মাধ্যমে ডাক্তারি পরামর্শ নিতে ন্যূনতম একটি ফি দিতে হয় যা ডাক্তার কর্তৃক নির্ধারিত। এছাড়াও সেবাঘর মাঝে মধ্যে ফ্রি সেবার ব্যবস্থা করে থাকে।

  36. আমি মোবাইল অপারেটর অফার এবং টেক বিষয়ক ব্যাপারে লেখালেখি করি ,আমার সাইটে আমি অপারেটর অফার সম্পর্কে শুরুতে লিখে থাকলেও এখন কিছু পোস্ট টেক এবং অন-লাইনে আয় সম্পর্কে লিখা শুরু করেছি। যদি আমার সাইটটি কি আপনার কোনও লিস্টে অ্যাড করা যায়? আমি আমার এই ব্লগ-সাইটের ব্যাপারে আশাবাদী ভবিষ্যতে এটিকে ভালো জাইগায় নিয়ে যেতে পারব।

    যদি আপনার মনে হয় যুক্ত করতে পারেন। আর না করলে দয়া করে ভুল গুলো বলবেন আমি শুধরানোর চেষ্টা করব যেটা সাইটের জন্য ভালো হবে।

  37. সাধারণ ব্লগের তালিকায় “লেখক ডট মি” কে যুক্ত করতে পারেন। এখানে যেসব সাইটের লিস্ট আছে তার চেয়ে গুণে মাণে কিন্তু খারাপ না। আশা করি বিবেচনা করবেন।

    1. সাইটের কন্টেন্টের কোয়ালিটি সন্তোষজনক। কিন্তু আর্টিকেলের সংখ্যা যথেষ্ট কম। আর্টিকেলের সংখ্যা বাড়ান।

  38. প্রিয়ব্রত কর্মকার

    আমি টেক বিষয়ক ব্যাপারে লেখালেখি করি ,আমার কিছু পোস্ট একটু টেক-এর বাইরে হলেও বেশিরভাগ টেকনোলজি নিয়েই লেখা । যদি আমার সাইটটি টেক-বিষয়ক ব্যাপারে লিস্ট করেন ভালো হয়। আমি আমার সাইট এর ব্যাপারে আশাবাদী ভবিষ্যতে এটিকে ভালো জাইগায় নিয়ে যেতে পারব ।

    যদি আপনার মনে হয় যুক্ত করতে পারেন ।আর না করলে দয়া করে ভুল গুলো বলবেন আমি শুধরানোর চেষ্টা করব যেটা সাইটের জন্য ভালো হবে ।

    ধন্যবাদ
    বাংলাতে ইনফো-

    1. আমরা আপনার সাইটটি রিভিউ করে দেখেছি। এটি এই মূহুর্তে আমাদের লিস্টে যুক্ত করা যাচ্ছেনা। আপনার সাইটের Alexa ranking অনেক কম। তাছাড়া সাইটের অথোরিটি কিছুটা কম।

      আশা করি, ভবিষ্যতে আরো ভালো ভালো কন্টেন্ট লিখবেন এবং পুনরায় কমেন্ট করলে আমরা আবার রিভিউ করব।

  39. আস্সালামু আলাইকুম, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখে পোষ্ট করেছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এরকম গোছানো একটি পোষ্ট খোজছিলাম। আর একসাথে অনেকগুলো ওয়েপসাইটের লিংক দিয়ে আপনি মানুষকে অনেক উপকার করেছেন। ধন্যবাদ ভাই। আমার একটি টেকনোলজি ওয়েপসাইট রয়েছে। আপনি যদি আমার এই সাইটটি রিভিউ করে উপযোক্ত মনে করে আপানার ব্লগ সাইটের সাথে লিংক করে দিন তাহলে খুব উপকৃত হতাম।
    আজকের ফেক্ট.কম

    আসলে আমার সাইট এডসেন্স এড ছিল। কিন্তু কিছু মানুষ অতিরিক্ত ক্লিক করার কারনে একাউন্ট ডিজেভল হয়ে যায়। আপনার যদি মনে হয় এই আপনার সাইটে যোগ করা উপযোগী তাহলে দয়া করে যোগ করে দিবেন।

    1. আপনার সাইটে কোনো SSL certificate নেই। তাই আপনার সাইটটি আমাদের লিস্টে যুক্ত করা সম্ভব নয়।

      আমরা আমাদের ইউজারের তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারে বদ্ধপরিকর। আগে আপনার সাইটে Valid SSL certificate ইনস্টল করে সাইট নিরাপদ করুন।

      তারপর আবার আবেদন করুন।

  40. Dear Sir/Madam,
    We are the only Bengali Newspaper in Australia. We run a website as well & would like to humbly request you to place our web portal on your blog. That would be highly appreciated. Thank you very much. Regards

  41. শাহিন আহমেদ

    হাবিবুর রহমান ভাই, এমন একটা তালিকা তৈরি করার জন্য ধন্যবাদ। আপনার এই তালিকা দেখে সহজেই ভালো ব্লগ সাইট গুলো খুজে পাওয়া যায়।
    তবে আপনাকে স্পেশাল ধন্যবাদ দিব এই জন্য যে, আপনি সেই ২০১৯ সাল থেকে কমেন্টস এর রিপ্লাই দিয়ে আসছেন।

    স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটের তালিকায় যোগ করতে পারেন। ডাক্তার নাঈমের আর্টিকেল আর পেসেন্ট সাপোর্ট আমার কাছে ভালোই লাগে। নতুন সাইট হওয়া সত্ত্বেও ভিটিটর থাকায় এলেক্সা রেঙ্কিং ভালোই ইম্প্রুভ হচ্ছে।

    1. সাইট সাজেস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সাইটটি পর্যালোচনা করে দেখবো। উপযুক্ত হলে আমাদের লিস্টে যুক্ত করা হবে।

    2. আপনার সাইটটি রিভিউ করা হয়েছে। এ বিষয়ে আপনাকে ইমেইল করা হয়েছে। ইমেইলটি ইনবক্সে চেক করুন। না পেলে স্পাম ফোল্ডারে দেখুন। সেই মেইলটির রিপ্লাই দিন।

  42. ভাইয়া আপনার এই উদ্যোগ এবং পোস্টি খুব ভালো লাগল.

    1. আপনার সাইটটি রিভিউ করা হয়েছে। এ বিষয়ে আপনাকে ইমেইল করা হয়েছে। ইমেইলটি ইনবক্সে চেক করুন। না পেলে স্পাম ফোল্ডারে দেখুন। সেই মেইলটির রিপ্লাই দিন।

    1. আপনার সাইটটি রিভিউ করা হয়েছে। এ বিষয়ে আপনাকে ইমেইল করা হয়েছে। ইমেইলটি ইনবক্সে চেক করুন। না পেলে স্পাম ফোল্ডারে দেখুন। সেই মেইলটির রিপ্লাই দিন।

  43. May be you should include the only hardware blog PC Builder Bangladesh in your list. Nice list btw, thanks.

  44. ভাইয়া, আমাদের সাইটটি লিস্টে যুক্ত করার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ভাইয়া, It nirman এর পাশাপাশি এই লেখাটি যুক্ত করে দিলে অনেক ভালো হতো! It nirman | Science & Technology Bangla Social Network | আইটি সল্যুশন

  45. আপনাদের অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটি আর্টিকেল পাবলিশ করার জন্য।

  46. অনেক ধন্যবাদ ভাই একসাথে এতোগুলো সাইটের তালিকা ও বিবরণ একসাথে শেয়ার করার জন্য।

  47. bangla subtitle

    অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

  48. অনুগ্রহ করে আমরা সাইটটি অ্যানালাইসিস করে দেখবেন? যুক্ত করার মত মনে হলে আমার সাইট টা যুক্ত করে দেবেন।
    সাইট লিঙ্ক:
    ধন্যবাদ।

    1. আমরা আপনার সাইট পর্যবেক্ষণ করেছি। সাইটের কন্টেন্ট যথেষ্ঠ ভালো। তবে আপনার সাইটটি বাংলা ভাষায় নয়। তাই এটি যুক্ত করা সম্ভব নয়।

      যোগাযোগ করার জন্য ধন্যবাদ।

  49. ভাই,
    আপনার পোস্টটি খুব সুন্দর।বিশেষ করে আপনার কালেকশনের জন্য ধন্যবাদ। আমার একটি প্রশ্ন গুগুল এডসেন্স একটি কোড কয়টা ব্লগে সেট করা যায়।আশা করি প্রশ্নটির উত্তর দিবেন।

    1. ভাই, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তবে স্পাম করা থেকে বিরত থাকুন।

      একটা সাইটের কোড একটা সাইটেই বসানো যাবে।

    1. সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, ট্রিক ব্লগ বিডির সাথেই থাকবেন।

  50. md MOFIJUL ISLAM

    অসাধারণ লিখেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শিখেছি। আশা করি, আরো ভালো কিছু শিখতে পারবো।

  51. মুহাম্মাদ আবদুল কাদির

    ভাই, একজনে একই ইমেইল দিয়ে কয়টা ব্লগ সাইট খুলতে পারে?

    1. ব্লগ কোথায় খুলতে চাচ্ছেন? ওয়ার্ডপ্রেস নাকি ব্লগারে? আমার মনে হয় আপনি ব্লগারের কথা বলছেন।

      ওয়ার্ডপ্রেসে যত খুশি তত খুলতে পারবেন। তবে ব্লগারে কোনো লিমিট আছে কিনা আমার জানা নেই। তবে হ্যাঁ, আমি ৫ টা পর্যন্ত খুলেছি। যদিও সেগুলা ব্যবহার করিনা।

  52. অনেক ধন্যবাদ ভাইয়া। আউটবাউন্ড লিংক হিসেবে পোস্টটি আমাদের সাইটে যুক্ত করে দিয়েছি।

  53. ভাইয়া,
    অনুগ্রহ করে আমরা সাইটটি অ্যানালাইসিস করে দেখবেন? যুক্ত করার মত মনে হলে আমার সাইট টা যুক্ত করে দেবেন।
    সাইট লিঙ্ক: Priyota
    ধন্যবাদ।

    – প্রিয়তা

    1. অভিনন্দন! আপনার সাইটের মান যথেষ্ট ভালো। এটি আমাদের লিস্টে স্থান পাওয়ার যোগ্য। আমরা সাইটটিকে শীঘ্রই আমাদের লিস্টে যুক্ত করে নিব ইনশাআল্লাহ।

      আপনি চাইলে, এই লিস্টের লিংকটি আপনার সাইটে যুক্ত করে দিতে পারেন। আপনারও প্রসারতা বাড়বে, একই সাথে আমাদের।

    1. আমরা সাইটটি অ্যানালাইসিস করে দেখেছি। সাইটটির অ্যালেক্সা র‍্যাংকিংয়ে এখনো অনেক উন্নতির সুযোগ রয়েছে। সাইটের অথোরিটিও খুব একটা মজবুত নয়।

      তবে, সাইটের কন্টেন্ট মোটামুটি ভালোই মনে হলো। কন্টেন্টের পরিমাণ বাড়ান। আশা করি, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লিস্টে সাইটটি যুক্ত করতে পারবো।

      তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই মূহুর্তে পারছিনা। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  54. সেরা প্রযুক্তিগত ওয়েবসাইট

    বাংলা ব্লগ সাইট নিয়ে অনেক ভালো একটি আর্টিকেল।

      1. ভাই আমার এই ছোট ব্লগটা কি আপনার এই ওয়েবসাইট একটু রাখা যাবে ?

        1. এখানে স্থান পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করা লাগে। একইসাথে কিছুটা জনপ্রিয়তাও থাকতে হয়।

  55. আমি এর আগেও অাপনার ব্লোগ পড়েছি তাই ব্লোগ লিখে অায় করার ইচ্ছা হয়েছে তাই অানি শুরু করে দিয়েছি, কিন্তু বিজিটর পাচ্ছি না, এখন কি করবো বুজতে পারছি না

    1. সাইটে কিভাবে ভিজিটর বাড়াতে হয় এব্যাপারে আমাদের সাইটে কয়েকটি পোস্ট আছে। ঐগুলো পড়লে আশা করি উপকার হবে।

  56. List এত ছোট কেন? বাংলাদেশে তো আরো ভালো ভালো অনেক গুল ব্লগ আছে। ভালো গুলো দেখে দেখে যাচাই করে এড করে দিয়েন।

    1. আপনি ঠিকই বলেছেন। লিস্টটি অনেক ছোট। ইনশাআল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী লিস্টটিকে আরো বড় করা হবে। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।

  57. বাংলাদেশের সকল পত্রিকা পড়ুন এক পাতায়
    all bangla newspaper

    1. খুব সুন্দর একটি লিস্ট তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আমারও একটি ব্লগ সাইট রয়েছে ভিজিট করতে পারেন। এবং কারো লিখালিখির সখ থাকলে রেজিস্ট্রেশন করে লগইন করার পর লিখালিখি করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top