আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ

ভালো মানের খাট কিনতে গেলে আধুনিক খাট সবার প্রথমে নজর কাড়বে। আজকাল ফার্নিচার শপ বিভিন্নরকম ডিজাইন ও ফাংশনালিটির আধুনিক খাট বিক্রি করে। এসব খাটে ডেইলি লাইফের কাজকে সহজ করার মত বৈশিষ্ট্য থাকে। তাই খাট কিনে ঘুমানোর পাশাপাশি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। আজকের পোস্টে বলবো এসব খাটের সাধারণ উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ কি কি।

আধুনিক খাট কি কি ধরনের হয়?

অনলাইনে দেশি ও বিদেশী স্টাইলের অনেকরকম আধুনিক খাট দেখবেন। স্টাইল তুলনা করলে দেখা যায় বহুল ব্যবহৃত আধুনিক খাটগুলো হচ্ছেঃ বক্স বেড, প্ল্যাটফর্ম বেড, লো হাইট বেড, ডিভান সোফা বেড ও ফোল্ডিং বেড। বাংলাদেশে বক্স বেড সবচেয়ে বেশি ক্রয়-বিক্রয় হয়। এই খাটগুলো সবরকমের বাসা-বাড়িতে সহজে মানিয়ে যায় ও বিভিন্নরকম কাজে ব্যবহার করা যায়। আবার বাসায় অব্যবহৃত খাট পুনরায় বিক্রি করতে গেলে বেশি ক্রেতা ও রিসেল ভ্যালু পাওয়া যায়।

আধুনিক খাটের উপকারিতা কি কি?

সৌন্দর্য, স্বস্তি কিংবা স্থায়ীত্ব, সবদিক থেকে আধুনিক খাট উপরে অবস্থান করে। বিশেষ করে নিউ জেনারেশনের পছন্দ ও রুচির সাথে খাটগুলো বেশ মানানসই। চলুন জেনে নেই আধুনিক খাট থেকে ঠিক কোন কোন উপকারিতা পাবেনঃ

আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ

১. তুলনামূলক স্বস্তি দেয়

আধুনিক খাটে বেশ কয়েকটি লেয়ারে ফোম ও ম্যাট্রেস দেওয়া থাকে। যার কারণে খাটের ‘সাস্পেন্সন সিস্টেম’ কোনো ধরনের ঝাঁকি ও আঘাত অনুভূত হতে দেয়না। এতে আরামে দীর্ঘসময় ঘুমানো যায়। তাই শারীরিক সুস্থতার জন্য খাটগুলো বেশ ভালো হবে। পাশাপাশি এ ধরনের খাটে খুব মোলায়েমভাবে রঙ ও পোলিশিং করা থাকে বলে জামা-কাপড় আটকানোর সম্ভাবনা থাকেনা। আপনার বাসায় বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে আধুনিক খাট ব্যবহার করা সেরা সিদ্ধান্ত হবে।

২. অতিরিক্ত স্টোরেজ সুবিধা দেয়

খেয়াল করলে দেখবেন সকল আধুনিক খাটের ডিজাইন জ্যামিতিকভাবে করা হয়। তাই খাটের নিচে ও ভিতরে জিনিসপত্র রাখার পর্যাপ্ত জায়গা থাকে। প্রায় সব খাটের নিচে বক্স ও ড্রয়ার লাগানো থাকে। তাই আধুনিক খাট কিনলে নতুন বাসা নেবার পর ওয়ারড্রোব বা আলমারির চাহিদা পূরণ করা সম্ভব। কিছু খাটে মাথার অংশে শেলফ এর মত কেবিনেট করা থাকে, তাই ছোটখাট স্টোরেজ ফার্নিচার কিনে রুমের জায়গা সংকট হবেনা।

৩. বাসা-বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে

বর্তমানে সবাই সাধারণ বাসাকেও সুন্দর ডুপ্লেক্স মানের বাসায় পরিণত করতে চায়। এক্ষেত্রে আধুনিক খাটগুলো ইনটেরিয়র ডিজাইনে বিশেষ ভূমিকা রাখে। খাটের রং, তৈরি উপাদান ও খাটের উপরে করা আধুনিক নকশা আভিজাত্য প্রকাশ করে। খাটগুলো এমনভাবে রং করা হয় যেন বাসার অন্য ফার্নিচারের সাথে সহজেই মিশে যায়। তাই অন্য সব ফার্নিচারকে খাটের সাথের একটা সেট মনে হবে।

৪. কাঠের স্থায়ীত্ব বাড়ায়

সকল আধুনিক খাট ফ্যাক্টরিতে অটোমেটেড মেশিনে তৈরি করা হয়। তাই কোথাও অনাকাংখিত কাটা, দাগ, ভাঙা না থাকায় দ্রুত নষ্ট হয়না। তাছাড়া খাটের জন্য বাইরের দেশ থেকে ন্যাচারাল উড ও বিভিন্ন হাই ডেনসিটি ম্যাটেরিয়েল থেকে প্লাইউড তৈরি করা হয়। এধরনের কাঠ সহজে পোঁকামাকড় ও রুক্ষ আবহাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়না। তাই একটা খাট কিনলে তা বছরের পর বছর টিকে যায়।

আধুনিক খাটের বৈশিষ্ট্যসমূহ কি কি?

আধুনিক খাটে ম্যাট্রেস ও ফ্রেমের বাইরেও অনেককিছু থাকে। ব্যবহারকারীর সুবিধার জন্য নির্মাতা কোম্পানি বিভিন্নরকম গ্যাজেট ও এক্সটেনশন সংযুক্ত করে রাখে। আমরা এধরনের ৩টি বৈশিষ্ট্যের তালিকা করেছি।

  • ফিটিং করার ব্যবস্থাঃ কিছু আধুনিক খাটের নিচের অংশ ও ফ্রেম বিভিন্ন মাপে ফিটিং করে নেওয়ার উপায় থাকে। এতে আপনার প্রয়োজন অনুযায়ী উচ্চতা ও প্রশস্ত করে নিতে পারবেন। আর এতকিছু করতে কারো সাহায্যই প্রয়োজন হয়না। ‘অ্যালেন কী’ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই খাটের বিভিন্ন অংশ খুলে আবার লাগানো যায়।
  • শেলফ ও কেবিনেট থাকাঃ আধুনিক খাটে বড় হেডবোর্ড থাকে। কিছু খাটের হেডবোর্ডে শুধু নকশা করা থাকে, আর কিছু খাটের হেডবোর্ডে ছোট ছোট কেবিনেটের মত শেলফ থাকে। এতে ফোন, বই, চশমা, ঘড়ি, রিমোট-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস রাখা যায়। ঘরের সৌন্দর্য বাড়াতে বড় খাটের হেডবোর্ডে বিভিন্ন ঘর সাজানোর শো পিস রাখতে পারেন।
  • বিলাসবহুল উপাদানে তৈরিঃ লেদার, ভেলভেট ও হাই-এন্ড উড ফিনিশ দিয়ে আধুনিক খাট বানানো হয়। এসব উপাদান আপনার বাসায় একটা রাজকীয় পরিবেশ তৈরি করবে। অতিথিরা এরকম খাট দেখে বেশ অভিভূত হয় ও থাকতে স্বাচ্ছন্দ্য পায়। এসব জিনিসে ধুলো ময়লা কম হবার জন্য অনেকদিন ধরে চকচকে অবস্থায় থাকে।

পরিশেষঃ কিভাবে আধুনিক খাট কিনলে বেশি উপকৃত হবেন?

খাট কেনার সময় কিছু বিষয় বিবেচনা করে কিনলে সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব।  

প্রথমেই আপনাকে খাটের সাইজ কেমন সেটা দেখতে হবে। রুমে কম জায়গা থাকলে ছোটখাট সাইজের খাট অথবা অ্যাডজাস্ট করা যায় এরকম খাট কিনতে হবে। এরপর যে বিষয়টা খেয়ল রাখবেন তা হলো স্টাইল। এমন খাট কিনবেন না যা আপনার বাড়ির ব্যক্তিত্বের বিপরীতে অবস্থান করে। পুরনো বাড়ির সাথে কার্ভড নকশা দেওয়া খাট আর নতুন বাড়ির সাথে সাধাসিধে ডিজাইনের খাট ভালো ফিট করবে।

আপনার বাসায় জিনিসপত্র বেশি হলে বেশি ড্রয়ার ও শেলফ আছে এরকম খাট কেনা ভাল হবে। অপরদিকে যারা ড্রয়িং রুমে ব্যবহার বা একা থাকার জন্য খাট খুঁজছেন, তারা লো হাইট খাট কিনতে পারেন। সবশেষে যেটা করবেন তা হলো, দেশব্যাপী পরিচিত কোনো ফার্নিচার নির্মাতার শপ থেকে কিনবেন। কারণ এসব কোম্পানি রেপুটেশন রাখতে সবসময় ভাল মানের কাঠ ও ধাতব অংশ ব্যবহার করে। অনলাইনে সার্চ করে আপনার কাছাকাছি থাকা ভাল শপের খোঁজ পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top