GoDaddy ওয়েব হোস্টিং রিভিও – Pros and cons

পৃথিবী জুড়ে যে সমস্ত হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে, তাদের মধ্য থেকে অন্যতম একটি হোস্টিং প্রোভাইডার কোম্পানি হলো গোড্যাডি বা GoDaddy।

ইন্টারনেট ডোমেইন-হোস্টিং এর সাথে জড়িত আছেন কিন্তু godaddy এর নাম শুনেননি, সেরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। 

তবে পপুলারিটি দিয়েতো আর কাজে দেবে না? এক্ষেত্রে আপনাকে এই Godaddy হোস্টিং রিভিও সম্পর্কে আগে অবগত হতে হবে, এবং তারপরে ক্রয় করার দিকে মনোনিবেশ করতে হবে।

অর্থাৎ আপনি যদি এখানে একটি হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে হোস্টিং ক্রয় করতে চান, তাহলে তাদের পপুলারিটির সাথে তাদের ব্যবহারিক কার্যক্রম যাচাই করা বাঞ্ছনীয় একটি বিষয়।

এসমস্ত হোস্টিং প্রোভাইডার কোম্পানির কাছ থেকে হোস্টিং ক্রয় করার পূর্বে আপনাকে নানা বিষয়ের দিকে মনোযোগ দিতে হয়।

Godaddy ওয়েব হোস্টিং রিভিউ
Godaddy ওয়েব হোস্টিং রিভিউ

আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করব godaddy হোস্টিং রিভিও সম্পর্কে। যাতে করে আপনি তাদের সেবা যাচাই করে নিতে পারবেন।

Godaddy আসলে কি?

GoDaddy Inc. হল একটি আমেরিকান সর্বজনীনভাবে ব্যবসা করা ইন্টারনেট ডোমেইন রেজিস্ট্রার এবং ওয়েব হোস্টিং কোম্পানি। যারা সর্বপ্রথম ইন্টারনেট ল্যান্ড করে ১৯৯৭ সালে। 

মূলত ১৯৯৭ সাল থেকে আজ অব্দি খুবই বিশ্বস্ততার সাথে তারা ওয়েব হোস্টিং এবং ডোমেইন প্রোভাইড করে যাচ্ছে।

Godaddy হোস্টিং রিভিউ

যেকোন কোম্পানীর ভাল এবং খারাপ উভয় দিক রয়েছে। রিসার্চ করার মাধ্যমে যেসমস্ত তথ্য আমরা জানতে পেরেছি সেগুলো নিচে তুলে ধরা হলো। 

ভালো দিক

এই হোস্টিং কোম্পানির অনেকগুলো ভালো দিক রয়েছে, এবং যে সমস্ত ভালদিক না বললেই নয় সেগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি নিচে তুলে ধরা হলো।

  • এক ক্লিকেই যেকোনো অ্যাপ ইন্সটল করা।
  • সহজেই ব্যবহার করা যায়।
  • খুবই অত্যাধুনিক কাস্টমার সাপোর্ট।
  • ভিডিও গাইডলাইন।
  • ভালো লোডিং টাইম।
  • বৃহৎ ডাটা সেন্টার।

মূলত আপনি যদি Godaddy থেকে ওয়েব হোস্টিং ক্রয় করেন, তাহলে উপরে উল্লেখিত সুবিধা গুলো উপভোগ করতে পারেন।

তবে এই সমস্ত সুবিধাগুলো ছাড়াও এই হোস্টিং প্রোভাইডার আরো বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা রয়েছে, যেগুলো আপনি হোস্টিং প্ল্যান ক্রয় করার পরে উপভোগ করতে পারবেন।

হোস্টিং প্রোভাইডার এর খারাপ দিক

এছাড়াও আপনি যদি godaddy হোস্টিং ব্যবহার করেন, তাহলে যে সমস্ত দায় আপনি কখনোই এড়াতে পারবেন না, সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি নিচে তুলে ধরা হলো। 

  • অত্যাধিক পরিমাণে রিনিউয়াল রেইট।
  • লিমিট করা বেসিক প্ল্যান। 
  • নিরাপত্তা ব্যবস্থার অভাব ইত্যাদি। 

উপরে হোস্টিং প্রোভাইডার হিসাবে, গোডেডি এর যে সমস্ত ভাল এবং খারাপ দিক রয়েছে, সেটা ছোট পরিসরে আলোচনা করা হয়েছে। আশা করি, আপনার জন্য এই আর্টিকেলটি কিছুটা হলেও উপকারে আসবে।

2 thoughts on “GoDaddy ওয়েব হোস্টিং রিভিও – Pros and cons”

  1. ভিজিটর

    এটাকে রিভিউ বলে? জিবনে কখনো রিভিও পড়ছেন?
    যতসব আবাল এখন ব্লগ লিখে🙄

    1. MD Habibur Rahman (Admin)

      আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আমাদের স্পন্সর থেকে এই আর্টিকেলটি দেওয়া হয়েছে। তাই ইনফো খুবই কম। আমরা আর্টিকেলটি পুনরায় আপডেট করার চেষ্টা করব। আমাদের অন্যান্য আর্টিকেলগুলো দেখার অনুরোধ রইলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top