রকেট একাউন্ট দেখার নিয়ম কানুন ও হেল্পলাইন নম্বর

রকেট একাউন্ট ব্যালেন্স দুইভাবে দেখা যায়। প্রথমত ব্যালেন্স চেক কোডের (Rocket code) মাধ্যমে ও দ্বিতীয়ত রকেট অ্যাপের মাধ্যমে। চলুন, রকেট একাউন্ট দেখার নিয়ম কানুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক।

ব্যালেন্স চেক কোডের মাধ্যমে একাউন্ট দেখার নিয়ম

যাদের এখনো রকেট একাউন্ট নেই তারা ২ মিনিট একাউন্ট খুলে নিন। রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমেই ডায়াল করতে হবে *322#। ধাপগুলো অনুসরণ করুন।

১ম ধাপঃ *322# কোডটি ডায়াল করুন।

২য় ধাপঃ যেই মেনুটি আসবে সেখান থেকে My Acc এর জন্য 5 লিখে সেন্ড করুন।

রকেট একাউন্ট দেখার নিয়ম

৩য় ধাপঃ Balance চেক করার জন্য 1 লিখে Send করুন।

Select Balance

৪র্থ ধাপঃ এই ধাপে আপনার রকেটের ৪ ডিজিটের পিন কোডট লিখে সেন্ড করুন।

Rocket PIN

সবগুলো আপশন ভালোভাবে সম্পন্ন করার পর স্ক্রিনে ব্যালেন্স দেখতে পাবেন।

রকেট একাউন্ট ব্যালেন্স

অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখার নিয়ম

অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখা খুবই সহজ। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১ম ধাপঃ প্রথমে আপনার রকেট অ্যাপে ঢুকুন। সেখানে আপনার রকেট পিন কোড দিয়ে Log in করুন।

রকেট লগিন

২য় ধাপঃ অ্যাপে ঢুকার পর উপরে ডানদিকে Tap for Balance নামক অপশনে ক্লিক করুন।

অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট দেখার নিয়ম

এরপর আপনি Tap করা স্থানে আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। খুবই সহজ ও পানির মতো পরিষ্কার তাই না?

রকেট একাউন্ট ব্যালেন্স

রকেট একাউন্ট নম্বর দেখার নিয়ম

আমরা সবাই জানি রকেট একাউন্ট নম্বর মোবাইলের থেকে কিছুটা আলাদা হয়। অর্থাৎ বিকাশের মতো রকেট একাউন্ট নম্বর সরাসরি মোবাইল নম্বর হয়না। ১ ডিজিট অতিরিক্ত থাকে। অর্থাৎ বিকাশ একাউন্ট নম্বর ১১ ডিজিট হলেও রকেট একাউন্ট নম্বর ১২ ডিজিটের হয়।

এখন কথা হচ্ছে আপনি যদি শেষের ডিজিটটি ভুলে যান তাহলে কি করবেন?

হুম, এটা আসলেই অনেকের কাছে চিন্তার বিষয়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ট্রিক ব্লগ বিডি সমাধান নিয়ে হাজির হয়ে গেছে।

কোডের মাধ্যমে একাউন্ট দেখার নিয়ম

কোডের মাধ্যমে একাউন্ট নম্বর দেখার জন্য প্রথমে ব্যালেন্স দেখার ৪ টি ধাপের মধ্যে ১ম দুইটি ধাপ অনুসরণ করুন।

৩য় ধাপে Balance অপশন সিলেক্ট করার জন্য আমরা 1 লিখেছিলাম। একাউন্ট নম্বর দেখার জন্য Account No অপশন বেছে নিতে হবে। এজন্য 4 লিখে Send করুন।

চতুর্থ ধাপে যথা নিয়নে আপনার পিন কোড দিন। তাহলে আপনি আপনার ১২ ডিজিটের রকেট একাউন্ট নম্বর দেখতে পাবেন।

অ্যাপের মাধ্যমে রকেন্ট একাউন্ট নম্বর দেখার নিয়ম

অ্যাপের মাধ্যমে একাউন্ট নম্বর দেখা সবচেয়ে সহজ। এজন্য শুধু আপনাকে pin কোড দিয়ে লগিন করতে হবে।

অফকভাবে লগিন হলে উপরের অংশে একাউন্টের শিরোনাম ও একাউন্ট নম্বর দেখতে পাবেন।

রকেট হেল্পলাইন নম্বর

রকেন্ট একাউন্ট দেখা নিয়ে কোনো সমস্যায় পড়লে কল করতে পারেন রকেট হেল্পলাইন নম্বর 16216 নম্বরে।

আজকের মতো বিদায় নিচ্ছি। রকেট শুয়ে শুয়ে এখন রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখুন। আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top