সকল সিমের নাম্বার জানার উপায় [২০২৩]

মোবাইল নম্বর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যেকেউ চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তবে সিম কিনার পর অনেক সময়ই আমরা সিমের নম্বর ভুলে যাই। কিংবা অনেকগুলো সিম থাকায় সবগুলোর নম্বর মনে রাখা সম্ভব হয়না। সেজন্য আজকে আমরা সকল সিমের নাম্বার জানার উপায় শিখবো।

অনেক সময় আমরা সিমের নম্বর ভুলে যাই। নম্বর বের করতে আমরা অন্যের মোবাইলে কল দেই। এজন্য আপনার সিমে কল দেওয়ার জন্য টাকা থাকতে হয়। একবার ভেবে দেখেছেন, টাকা না থাকলে কি হবে?

টাকা না থাকলেও খুব সহজে একটি কোড ডায়াল করেও আপনি সিমের নম্বর জানতে পারবেন। আজকে আমরা সেটাই জানবো।

কখন মোবাইল নম্বর জানার দরকার হয়?

বিভিন্ন সময় আমাদের ফোন নম্বর জানার দরকার হয়। সেরকম একটি তালিকা নিচে দেওয়া হলো।

  • যমোবাইলে টাকা ঢুকানোর সময়
  • কাউকে নিজের নম্বর দেওয়ার সময়
  • কর্মক্ষেত্রে
  • অনুদানের টাকা গ্রহণের জন্য
  • ব্যবসায়িক কাজে ইত্যাদি।

সকল সিমের নাম্বার জানার উপায়

সিম নাম্বার ভুলে গেলে জানার উপায় খুবই সহজ। নিচে প্রত্যেকটি মোবাইল অপারেটরের সিমের নম্বর বের করার নিয়ম তুলে ধরা হলো।

সকল সিমের নাম্বার জানার উপায়
সকল সিমের নাম্বার জানার উপায়

গ্রামীণফোন

গ্রামীণফোন (জিপি) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর। গ্রামিণফোন গ্রাহকরা নম্বর জানার জন্য ডায়াল করুন *2# । ডায়াল করার পর স্ক্রিনে আপনার নম্বরটি দেখতে পাবেন।

রবি

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। অনেকেই প্রশ্ন করেন, রবি সিমে নাম্বার দেখে কিভাবে? রবি গ্রাহকরাও খুব সহজে ইউএসএসডি কোড ডায়াল করে তাদের মোবাইল নাম্বার জানতে পারবেন। এজন্য তাদেরকে ডায়াল করতে হবে  *140*2*4#

এয়ারটেল

এয়ারটেল হচ্ছে রবির অনুমতিপ্রাপ্ত ব্র‍্যান্ড। এয়ারটেল গ্রাহকরা তাদের নিজের নাম্বার জানতে ডায়াল করুন  *2# অথবা *121*6*3#।

বাংলালিংক

রবি-এয়ারটেল একিভুত হওয়ার পর থেকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক। গ্রামাঞ্চলে নেটওয়ার্ক দুর্বলতা থাকলেও শহরাঞ্চলে ব্যাপক জনপ্রিয় বাংলালিংক। বাংলালিংক নাম্বার চেক করার কোড *511*1#

টেলিটক

রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল অপারেটর টেলিটক। জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে থাকলেও প্রাতিষ্ঠানিক নানা কাজে এখনো টেলিটক একটি অপরিহার্য সিম। এই সিম দিয়ে পিএসসি, জেএসসি, এসএসসি ইত্যাদি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়।

তাছাড়া এই সিম দিয়ে বিভিন্ন সরকারে কাজের আবেদন ফিও জমা দিতে হয়। আরো নানা কাজে টেলিটকই একমাত্র ভরসা। টেলিটক সিমের নম্বর জানতে হলে ডায়াল করতে হবে *551#

স্কিটো

গ্রামীণফোনের একটি ভিন্নধর্মী প্যাকেজ স্কিটো। এই সিমের নম্বর চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *2#

আরো পড়ুনঃ সকল সিমের কাস্টমার কেয়ার নাম্বার

এক নজরে সকল সিমের নম্বর জানার শর্ট কোড

আপনাদের সুবিদার্থে সকল সিমের নম্বর বের করার জন্য একটি তালিকা দেওয়া হলো। এখানে থেকে এক নজরে সকল সিমের নম্বর জানার শর্ট কোডগুলো জানতে পারবেন।

OperatorChecking code
GP and
skitto
*2#
Robi*140*2*4#
Airtel*2#
Banglalink*511*1#
Teletalk*551#
CitycellType MDN & send it to 7678

4 thoughts on “সকল সিমের নাম্বার জানার উপায় [২০২৩]”

    1. MD Habibur Rahman (Admin)

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top