কবিতা- মায়ের ভাষার তরে
কবি- মোঃ আরিফ
রক্তে কেনা দেশটা মোদের
নয়রে তোদের ঘাঁটি
হিসাব এবার বুঝে নিবো
ছাড়, এই বাংলার মাটি।
রফিক, শফিক মরলো যারা
মায়ের ভাষার তরে
প্রেরণাতে জন্মে রফিক
এই বাঙালির ঘরে।
বাংলা যাদের নয়রে ভাষা
ভিন্ন দেশী তারা,
তাদের ধরে করতে হবে
মোদের বাংলা ছাড়া।
ভাষা মোদের মায়ের বুলি
এই ভাষাতে বলি
স্বাধীন দেশের মেঠো পথে
হাজার বছর চলি।
ভাষার জন্য মরছে যারা
তারাই শ্রেষ্ঠ মানব
ভাগিয়ে দাও রক্তচোষা
হোক না বড় দানব।
- ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম, উপকারিতা ও অপকারিতা
- লিভার সিরোসিসের লক্ষণ- বিস্তারিত জানুন এবং সতর্ক থাকুন
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
মায়ের ভাষার তরে কবিতার বিস্তারিত
কবিতাটি লিখেছেন কবি মোঃ আরিফ। এটি মূলত ২১ শে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে রচিত হয়েছে। এই কবিতায় ভাষা শহীদ রফিক,শফিকসহ সবার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
সবাইকে ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে বাংলা ভাষা ভীন দেশিদের ভাষা নয়। তাই যারা এই ভাষাকে ঘৃণা করে তাদের এই দেশে থাকার অধিকার নেই।
এই মাতৃভাষা বিদ্বেষীদের দেশ ছাড়া করার তাগিদ দেওয়া হয়েছে। তারা যতই প্রভাবশালী বা ক্ষমতাধরই হোকনা কেন। তাদের ছাড়া করা উচিত।
ট্রিক ব্লগ বিডিতে প্রতিদিন বিভিন্ন বিষয়ে লেখা হয়। আপনিও আমাদের এই ব্লগের একজন সক্রিয় সদস্য হতে পারেন। তাই প্রতিদিন সাইটে নতুন ট্রিক ও কবিতা পড়তে ভিজিট করুন।