ইন্টারনেট প্যাকে চমকের এক নাম এয়ারটেল। এয়ারটেল কয়েকদিন পরপরই বিভিন্ন অবিশ্বাস্য প্যাক নিয়ে হাজির হয়। এবারো তার ব্যতিক্রম নয়। এয়ারটেল সোশ্যাল প্যাকে এবার থাকছে এয়ারটেল ১ জিবি ফেসবুক প্যাক। তাও আবার মাত্র ১২ টাকায়।
এয়ারটেল ১ জিবি ফেসবুক ও ইন্সটাগ্রাম প্যাক
এয়ারটেলের এই ১ জিবি সোশ্যাল প্যাকটি দিয়ে আপনি ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারবেন। এটি ফেসবুক ও ইন্সটাগ্রাম প্যাক। আর প্যাকটির মেয়াদ থাকছে ৩০ দিন বা ১ মাস।
এয়ারটেল ১ জিবি ফেসবুক প্যাকটি সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরা হলো। সঠিকভাবে ও ঝামেলা ছাড়া এই ইন্টারনেট প্যাকটির শর্তগুলো অবশ্যই পড়ে নিন।
- প্যাকের ভলিউম ১ জিবি / 1GB
- প্যাকের মেয়াদ ৩০ দিন বা ১ মাস
- ফেসবুক ও ইন্সটাগ্রাম প্যাকটি কিনতে ডায়াল করুন *123*012#
- প্যাকটি ব্যবহার করা যাবে 2g/3g অথবা 4g নেটওয়ার্কে
- ইন্টারনেট ব্যালেন্স চ্যাক করার জন্য ডায়াল করুন *3#
- এই ইন্টারনেট প্যাকের মাধ্যমে শুধুমাত্র ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্রাউজ করা যাবে
- ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করা যাবেনা
- এয়ারটেল প্যাকটি যেকোন সময় বাতিল বা পরিবর্তন করার ক্ষমা রাখে
- মূল পোস্টটি দেখুন এয়ারটেলের ওয়েবসাইটে।
এয়ারটেলের সর্বশেষ অফার ও খবর…
- Airtel internet settings BD for highest speed 2024
- All sim number check 2024 | Teletalk, GP, Airtel, Robi, and Banglalink
- All sim balance check 2024 | Teletalk, GP, Robi, airtel, Banglalink, Skitto
- এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
- All sim Customer care number 2023 | GP, Robi, Airtel, BL, Teletalk, Skitto
সকল প্রকার এয়ারটেল ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানতে ট্রিক ব্লগ বিডিতে ভিজিট করুন।