নিস্তব্ধতা
জান্নাত বিনতে মো. ফেরদৌস
সবকিছু মনে হয় নিস্তব্ধ,
ঠিক যেনো গভীর রাতের মত,
আশেপাশে অনেক মানুষ
চলছে সবাই মাইল শত শত।
এগিয়ে যেতে চেয়েও যখন
পিছনে ফিরে আসতে হয়,
সাদা মেঘে লিখা বর্ণগুলো
কী যেন গোপনে আমায় কয়!
আকাশের দিকে হাত বাড়াই
শূন্যের পানে কান পেতে রই,
মরিচীকা মোরে হাতছানি দেয়,
এভাবেই কাটে দিন- রাত।
সমুদ্র দেখি নাই সামনে কখনো
মনে সাধ চোখ জুড়িয়ে দেখার,
পাবো ভেজা তটের স্পর্শ,
তাই অপেক্ষায় আছি দীর্ঘকাল।
সৈকতে ঐ আছড়ে পড়া ঢেউ
সবার চোখে পড়ে,
সমুদ্রের মাঝে যে ঢেউ এর উপরে ঢেউ
তার নিরবতা কে দেখে!

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেনধর্ষিতা নারী কবিতামো: আরিফ হোসেন ছোটকালে মুষ্টহাতে করছি মোরা পণগর্জে যেন কণ্ঠ মোদের, বিবেকের দর্শন।আজকে বিবেক আস্তাকুঁড়ে, গর্জে না …
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেনএ সময়ের ইশতেহার★অসুস্থ পৃথিবীমো: আরিফ হোসেন ওহে পথিকএকটু দাঁড়াও!পৃথিবী কি সুস্থ আছে?গাছের ডালের পাখিরা!ওরাও কি ডুমুরের ডালে বসে গান …
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলামলকডাউনের কবিতা – কেমন আছি?কবি- কাজি আমিনুল ইসলাম আমি ভাবছি কেমন আছি?দিন তো যাচ্ছে চলে।কবে আবার আকাশটা কেদেখব দু …
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”অন্ধকারে আয়না বেচিমোঃ আরিফ হোসেন আমি অন্ধকারে আয়না বেচিঅন্ধদের এক দেশেসারাদেশে ঘুরি আমিআউল বাউল বেশে। সে দেশের এক অন্ধ …
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলামকবিতাঃ করোনায় নয় ভয়কবিঃ কাজী আমিনুল ইসলাম ভাইরাস করোনা, ভয় তো আর করি নাহাঁচি-কাশি শিষ্টাচার, মেনে চলি বারবারদুই হাতে …
করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম Read More