কবিতা নিস্তব্ধতা | জান্নাত বিনতে মো. ফেরদৌস

নিস্তব্ধতা
জান্নাত বিনতে মো. ফেরদৌস

সবকিছু মনে হয় নিস্তব্ধ,
ঠিক যেনো গভীর রাতের মত,
আশেপাশে অনেক মানুষ
চলছে সবাই মাইল শত শত।

এগিয়ে যেতে চেয়েও যখন
পিছনে ফিরে আসতে হয়,
সাদা মেঘে লিখা বর্ণগুলো
কী যেন গোপনে আমায় কয়!

আকাশের দিকে হাত বাড়াই
শূন্যের পানে কান পেতে রই,
মরিচীকা মোরে হাতছানি দেয়,
এভাবেই কাটে দিন- রাত।

সমুদ্র দেখি নাই সামনে কখনো
মনে সাধ চোখ জুড়িয়ে দেখার,
পাবো ভেজা তটের স্পর্শ,
তাই অপেক্ষায় আছি দীর্ঘকাল।

সৈকতে ঐ আছড়ে পড়া ঢেউ
সবার চোখে পড়ে,
সমুদ্রের মাঝে যে ঢেউ এর উপরে ঢেউ
তার নিরবতা কে দেখে!

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top