খুনিদের ফাঁসি চাই
মোঃ মোস্তাফিজুর রহমান
হতে দেখে খুনোখুনি
চলে শুধু কানাকানি,
হয় কিছু শোনা শুনি
লোক মুখে জানাজানি।
লাশ রক্তে মাখামাখি
কিছু ছবি তুলে রাখি,
চলে গেলে প্রান পাখি
আর কি থাকে বাকি?
এভাবেই কিছু দিন
সব মুখে বিন বিন,
চলে শুধু তোলপাড়
খুনিরাই পায় ছাড়।
এমনটা হতে দেখে
নতুনরা কিছু শেখে,
আমি বলি শোন ভাই
খুনিদের ফাঁসি চাই।
আরো পড়ুন…..
- সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নিবেন- সম্পূর্ণ গাইড
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৫ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
- ইসবগুলের ভুসি খাওয়ার সঠিক নিয়ম, উপকারিতা ও অপকারিতা
- লিভার সিরোসিসের লক্ষণ- বিস্তারিত জানুন এবং সতর্ক থাকুন
খুনিদের ফাঁসি চাই ছড়াটির বিস্তারিত
কবি মোঃ মোস্তাফিজুর রহমানের রচিত ছড়া “খুনিদের ফাঁসি চাই”। অপরাধ করে অনেক খুনি ছাড়া পেয়ে যায়। তাই এই ছড়াটিতে সেইসব খুনিদের ফাঁসি দাবি করা হয়েছে।