খুনিদের ফাঁসি চাই
মোঃ মোস্তাফিজুর রহমান
হতে দেখে খুনোখুনি
চলে শুধু কানাকানি,
হয় কিছু শোনা শুনি
লোক মুখে জানাজানি।
লাশ রক্তে মাখামাখি
কিছু ছবি তুলে রাখি,
চলে গেলে প্রান পাখি
আর কি থাকে বাকি?
এভাবেই কিছু দিন
সব মুখে বিন বিন,
চলে শুধু তোলপাড়
খুনিরাই পায় ছাড়।
এমনটা হতে দেখে
নতুনরা কিছু শেখে,
আমি বলি শোন ভাই
খুনিদের ফাঁসি চাই।
আরো পড়ুন…..
- লেনেভো ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
- ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২২
- ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
- বয়স বের করার ক্যালকুলেটর । বয়স বের করার নিয়ম
- অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351
খুনিদের ফাঁসি চাই ছড়াটির বিস্তারিত
কবি মোঃ মোস্তাফিজুর রহমানের রচিত ছড়া “খুনিদের ফাঁসি চাই”। অপরাধ করে অনেক খুনি ছাড়া পেয়ে যায়। তাই এই ছড়াটিতে সেইসব খুনিদের ফাঁসি দাবি করা হয়েছে।