টেলিটক মিনিট অফার মানেই চমৎকার কিছু। অবিশ্বাস্য ও চমৎকার সব বান্ডেল প্যাক থাকে টেলিটকের ঝুড়িতে। আপনি কি সেগুলোই খুঁজছেন? তাহলে আপনার আর একটি বান্ডেল প্যাকও মিস হবে না।
ট্রিক ব্লগ বিডির পাঠকদের জন্য থাকছে টেলিটকের মিনিট প্যাক গুলোর চমৎকার একটি লিস্ট। এবার কথা হবে প্রাণ খুলে।
এই তালিকায় টেলিটকের সর্বশেষ অফার গুলো তানিকে আকারে দেওয়া থাকবে যে কোন সময় আপনি এই তালিকাটি চেক করে সর্বশেষ অফার গুলো সম্পর্কে জানতে পারবেন
নিচের সর্বশেষ টেলিটক মিনিট অফার গুলো দেওয়া হলো। সেখান থেকে আপনার পছন্দের মিনিট প্যাকেজ টি বেছে নিন।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
সংক্ষিপ্ত চার্ট
মূল্য | মিনিট | মেয়াদ | ডায়াল |
২৮৭৳ | ৪৭৭ | ৩০ দিন | *111*287# |
৮৬৳ | ১৪৩ | ৭ দিন | *111*86# |
১ মাসের মিনিট প্যাক
প্রথমেই আমরা ১ মাসের মিনিট প্যাকেজগুলো দেখবো। এই মেয়াদের প্যাকেজগুলো যথেষ্ট জনপ্রিয়। তাই ১ মাসের মিনিট প্যাকগুলো সবার আগেই দেওয়া হলো।
যারা কথা বলায় এক্সপার্ট ও কথা ছাড়া চলতে পারেন না, মোবাইলে কথা বলতে বলতে মোবাইল আগুন করে ফেলেন সেই সব ভাই বোনদের জন্যই এই হ্যাভি প্যাকেজ।
টেলিটক (Teletalk) ৪৭৭ মিনিট বান্ডেল
এবার টেলিটকের ধামাকা মিনিট বান্ডেলে কেটে যাবে পুরো মাস। মাত্র ২৮৭ টাকায় পেয়ে যেকোনো গ্রাহক পাচ্ছেন অবিশ্বাস্য ৪৭৭ মিনিট! তাও আবার মেয়াদ ৩০ দিন।

সারা মাস জুড়ে নিশ্চিন্ত থাকতে মিনিট প্যাকটি এখনি কিনে নিতে পারেন। প্যাকটি কিনতে এখনি ডায়াল করুন *111*287# অথবা রিচার্জ করুন ২৮৭ টাকা।
এছাড়াও এসএমএস এর মাধ্যমেও মিনিট অফারটি কিনতে পারবেন। এজন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন M287 আর পাঠিয়ে দিন 111 নম্বরে (চার্জ ফ্রি)।
শর্তাবলীঃ
- অফারটি সকল প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য।
- ক্যাম্পেইন চলা কালীন সময়ে অফারটি যত খুশি তত বার গ্রহন করা যাবে।
- সাবস্ক্রাইবার যদি অফারটি পুনরায় গ্রহন করেন সেক্ষেত্রে অফারের মেয়াদ উত্তীর্ণের সর্বোচ্চ সময়সীমা বিবেচনা করা হবে।
- মেয়াদ উত্তীর্ণের পর গ্রাহকগন পূর্ববর্তী ট্যারিফ উপভোগ করতে পারবেন।
- অফার মূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
এই প্যাকেজটি কারা কিনবেন?
যারা ব্যবসায়ী, কল সেন্টারে কাজ করেন এমন লোকদের জন্য পারফেক্ট। একই সাথে প্রেমিক-প্রেমিকা ও প্রায়ই কলে আড্ডা দেওয়া বন্ধু বান্ধবরাও এই প্যাকেজটি নিতে পারেন।
মূলত যারা খুব বেশি পরিমাণে ফোন কল করেন এই মিনিট অফারটি তাদের কথা মাথায় রেখাই তৈরি করা হয়েছে।
আরো পড়ুনঃ How to take teletalk emergency balance?
১ সপ্তাহের মিনিট প্যাকেজ
এ পর্যায়ে টেলিটকের সর্বশেষ ১ সপ্তাহ মেয়াদের প্যাকগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যারা একটু কম কথা বলেন তাদের জন্য এই প্যাকেজগুলো পারফেক্ট।
১৪৩ মিনিট অফার মাত্র ৮৬ টাকা
টেলিটকের এই বান্ডেলটিও যথেষ্ট জনপ্রিয়। এই প্যাকে থাকছে মাত্র ৮৬ টাকায় ১৪৩ মিনিট। দারূণ না? হুম আসলেই।
এই অসাধারণ অফারটি নিতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে *111*86#। অথবা মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন M86 আর পাঠিয়ে দিন 111 নম্বরে (চার্জ ফ্রি)।
শর্তসমূহঃ
৪৭৭ মিনিট প্যাকেজে যেই যেই শর্ত প্রযোজ্য এই প্যাকের ক্ষেত্রেও একই শর্ব প্রযোজ্য।
কারা কিনবেন?
যারা সপ্তাহে ১০০-২০০ টাকা ফোন কলে খরচ করেন তাদের জন্য ১৪৩ মিনিট অফারটি পারফেক্ট।
এখানে টেলিটক মিনিট অফার গুলো তুলে ধরা হলো। সর্বশেষ আপডেট আসলে পেজটি আপডেট করা হবে। আপনাদের নজরে কোন পরিবর্তন আসলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।