ডায়ানা হোস্ট (Diana host) বাংলাদেশের উচ্চমানের হোস্টিং প্রোভাইডার। আপনি এখান থেকে হোস্টিং কিনলে অনেক সুবিধা পাবেন।
সবচেয়ে বড় কথা, আপনি বিকাশের মাধ্যমে হোস্টিং ও ডোমেইন অর্ডার করতে পারবেন।
ওয়েব হোস্টিং কি ও কাকে বলে?
চলুন জেনে নেই ওয়েব হোস্টিং কি ও কাকে বলে। আপনি যখন একটি ওয়েবসাইট চালু করবেন তখন বিভিন্ন কন্টেন্ট সাইটে আপলোড করবেন। সেখাতো একটা জায়গায় জমা থাকবে হবে। তাই না? যেমন মোবাইল গান,ভিডিও ইত্যাদি মেমোরিতে থাকে।
সাইটের কন্টেন্ট যেমন টেক্সট,ফটো,অডিও,ভিডিও ইত্যাদি যেখানে জমা বা সেভ থাকবে তাকেই ওয়েব হোস্টিং বলে। ওয়েবসাইটের জন্য হোস্টিং ভাড়া করতে হয় বা কিনতে হয়। যেমন ট্রিক ব্লগ বিডি ওয়েব হোস্টিং কিনেছে ডায়ানা হোস্ট (Daina host) থেকে।
বেস্ট বা সেরা ওয়েব হোস্টিং
সারা বিশ্বে অনেক ওয়েব হোস্টিং প্রোভাইডার আছে। এসব কোম্পানির মধ্যে অনেক হোস্টিং কোম্পানি ভালো হোস্টিং সার্ভিস প্রদান করে। তবে বিদেশি কোম্পানিগুলো থেকে হোস্টিং কিনলে ক্রেডিট কার্ড লাগে।
আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি সমূহ
তাই অনেকেই কিনতে পারেন না। আবার ভালো ইংরেজি জানা না থাকলে সাপোর্টও পাওয়াও কঠিন হয়ে যায়। আজ আমি বাংলাদেশি বেস্ট বা সেরা ওয়েব হোস্টিং কোম্পানি ডায়ানা হোস্ট সম্পর্কে বলব।
ডায়ানা হোস্ট এর হোস্টিং (Diana host hosting)
প্রথমে ডায়ানা হোস্টে একাউন্ট খুলুন। ডায়ানা হোস্টে (Diana host) হোস্টিং কিনলে আপনি ২৪ ঘন্টা তাদের সাপোর্ট পাবেন। যেকোন সমস্যায় তাদেরকে কল করে সেবা নেওয়া যায়। কল বা ম্যাসেজ করার অল্প সময়ের মধ্যেই সাহায্য পাওয়া যায়।
হোস্টিং এর দাম (ডায়ানা হোস্ট)
ডায়ানা হোস্টে হোস্টিং এর দাম খুবই কম। বাড়তি কোন খরচ নাই। আপনি মাত্র ৭৫ টাকায় হোস্টিং কিনতে পারবেন। ডায়ানা হোস্টের হোস্টিং ব্যবহার করলে সাইটের গতি অনেক ভালো থাকে। সাইট খুব দ্রুত লোড হয়।
এখান থেকে আপনি চাইলে ডোমেইন ও কিনতে পারেন। .Com ডোমেইন এখন মাত্র ৪২০ টাকা /১ বছরের জন্য বিক্রি হচ্ছে।
আরো পড়ুনঃ ডোমেইন কেনার আগে অবশ্যই করণীয় ১০টি বিষয় জেনে নিন
তাই দেরি না করে আজই আপনার নিজের ওয়েবসাইট তৈরি করুন। এখনি ডায়ানা হোস্টে একাউন্ট খুলুন।