কবিতা বাংলাদেশের কান্না কবি সোলায়মান মাহমুদ

কবিতাঃ বাংলাদেশের কান্না
কবিঃ সোলায়মান মাহমুদ

বাংলাদেশের কান্না
বাংলাদেশের কান্না

আমি মৃত!শুধু মৃত নয়
জন্মের পুর্বেই মৃত্যু আমার হয়।

যখন ছিলাম মায়ের গর্ভে
মৃত লাশ ও শুন্য,
স্রষ্টার দয়ায় হয়েছি’গো
জীবিত ও পূর্ণ।

তারপর আমি শত শত বার মরেছি
হাল না ছেড়ে শক্ত হাতে হাল ধরেছি।

আমি মরেছিলাম বৃটিশ শাসন কালে
দু’শতাধিক শোষিত হই মুক্তি পেলাম
ঊনিশ’শত আটচল্লিশ সালে।

আমি আরো মরেছিলাম ভাষা আন্দোলনে
আমার গন-জাগরণে মুক্তি হয়েছিলাম
তের’শত আটান্নের সে আটে ফাল্গুনে।

আমি মরতে মরতে বাঁছি
মরে মরে এখনওতো আছি

আমি আবার মরেছি’গো
উনিশ’শত একাত্তরে,
মরে মরে রেয়েছি’গো
তোমাদের অন্তরে।

আমি বার বার মরে মরে আজ জীবিত
ওরা অন্যায় জুলুম করেও আজ মৃত।

আমি যত বার মরেছিলাম
তত বার খুঁজে পেলাম
এক জয়ের লাগাম।

বন্ধু তুমিও আজ মরো
মৃত্যু বানাও নেশা
সে মৃত্যুতেই খুঁজে পাবে
মহা সত্যের দেশা।

বাংলাদেশের কান্না কবিতার বিস্তারিত

“বাংলাদেশের কান্না” শিরোনামে কবিতাটি কবি সোলায়মান মাহমুদ ১৬/১২/২০১৮ইং মহান বিজয় দিবস উপলক্ষে লিখেন। তারপর কবিতাটি কয়েকটি মাসিক ম্যাগাজিনে প্রকাশ করা হয়।

১১/৩/২০১৮ কবি সোলায়মান মাহমুদ ” বাংলাদেশ সংহতি সাহিত্য পরিষদে মাসিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। কবি সোলায়মান শিপন সম্পাদিত একটি বইও প্রকাশ করা হয়।

কিন্তু যেহেতু এটা কবির জীবনে দ্বিতীয় কবিতা তাই তার মধ্যে কিছু সংযোগ বিয়োজন করা হয়।

বাংলাদেশের কান্না কবিতার  সনদ
বাংলাদেশের কান্না কবিতার সনদ


কবি নিজেকেই তার প্রিয় জন্ম ভূমি বাংলাদেশ বলেন। কবি বলেন বাংলাদেশ সেই জন্মের পুর্বই মৃত। মহা ভারতের পুর্বেও বাঙালীরা মাজলুম। শুধু মজলুম হয়ে ক্ষান্ত হয়নি বার বার জীবিত হয়েছে।

আবার মরেছে তারপরও হাল ছাড়েনি। অতপর কবি বলেন আমি বৃটিশের হাতে শোষিত হয়ে ২০০ বছর পর আবার জেগে উঠি। যখন আমার ভাষা কেড়ে নেয় তখনও আমি মৃত্যু থেকে পুনরায় ৮ ফাল্গুনে জীবিত হই।

জালেমেরাও জুলুম থেকে ক্ষান্ত হননি তারা আবারও বাংলার প্রতি হিংস্র থাবা দেন।আর বীর বাঙালিরা তা থেকেও নিজেকে জীবিত করেন।

কবি বলেন আমি শতবার মরেও তোমাদের অন্তরে রয়ে গেছি। যারা আমাকে মেরেছে তারাই মরে গেছে।কবি তরুণ যুবককে উৎসাহ করে বলেন আমি যত বার মরেছিলাম তত বার নতুন করে জয়ের উৎসাহ খুঁজে পেয়েছি।

অতঃপর কবি বলেন…তুমিও মরো মৃত্যু বানাও নেশা,মৃত্যুতেই খুঁজে পাবে সত্যের দেশা।যাতে করে এই সবুজ বাংলার প্রতি কেউ চোখ তোলে না তাকাতে পারে।

আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top