কবিতা………..শোকের ধস
কবি….মো.শামীম হোসেন
ঊনষাটের আটি ফাগুন
পঁচিশে আজ নয়,
একটা দিনের জন্য হয়নি
আবার পরিনয়।
আবার ঘুরে ফাগুন এলো
গাইতে মায়ের গান,
আট ফাগুন আজ নয় হয়েছে
এটাই ব্যাবধান।
ফাগুনেরি রক্তে ভাসে
আট,নয় আর দশ,
সেই হিসেবে হৃদয় মাঝে
নামলো শোকের ধস।
শিমুল দিয়ে হয়নি ফাগুন
এমন রক্ত লাল,
ভাইয়ের নামে রাঙা ফাগুন
থাকবে চিরকাল।
ফাগুন নয়রে বন কোকিলে
মিষ্টি মধুর গান,
ফাগুনে এই ভায়ের ভাষা
ভাইরা করে দান।
ফাগুল এলে দুঃখ বাড়ায়
বন কোকিলের ডাক,
মনের মাঝে নিত্য বাজে
তুলসি তলার শাঁখ।
বাস্তবতায় স্মৃতিকথার
নেইযে কোনো মিল,
বেদির উপর ছাগল দেখে
লাগায় ঘরে খিল।
হায়রে আমার বাংলাদেশের
এইটা কেমন হাল!
কাজের বেলা কাজ করে না
সবাই মারে গাল।
- আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
- কেন গিগাবিট রাউটার ছাড়া অন্য রাউটার কেনা উচিত নয়?
- ফেসবুক স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন ২০২৪
- Airtel internet settings BD for highest speed 2024
- All sim number check 2024 | Teletalk, GP, Airtel, Robi, and Banglalink
শোকের ধস কবিতার বিস্তারিত
কবি শামীম হোসেন “শোকের ধস” শিরোনামে কাবিতাটি ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে রচনা করেন।
তিনি বাংলা ভাষা দিবস ইংরেজি তারিখ হিসাবে পালনের প্রতি তীব্র ধিক্কার ও নিন্দা জানান।
কেননা ২১ ই ফেব্রুয়ারি হিসেব করলে ৯ই ফাল্গুনে ভাষা দিবস পালিত হয়। অথচ আমাদের ভাষা স্বৈরাচারদের থেকে ৮ই ফাল্গুন মুক্তি পায়!
কবিতা তার কবিতা জুড়ে বাংলাদেশের চেতনা বাজদের অবস্থা তুলে ধরেন এবং তাদের প্রতি একরাশ ঘৃণ্যা ছাড়েন@সম্পাদক ।