৮ ই ফাল্গুন না ২১ ই ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস?
কবিতা………..শোকের ধস
কবি….মো.শামীম হোসেন
ঊনষাটের আটি ফাগুন
পঁচিশে আজ নয়,
একটা দিনের জন্য হয়নি
আবার পরিনয়।
আবার ঘুরে ফাগুন এলো
গাইতে মায়ের গান,
আট ফাগুন আজ নয় হয়েছে
এটাই ব্যাবধান।
ফাগুনেরি রক্তে ভাসে
আট,নয় আর দশ,
সেই হিসেবে হৃদয় মাঝে
নামলো শোকের ধস।
শিমুল দিয়ে হয়নি ফাগুন
এমন রক্ত লাল,
ভাইয়ের নামে রাঙা ফাগুন
থাকবে চিরকাল।
ফাগুন নয়রে বন কোকিলে
মিষ্টি মধুর গান,
ফাগুনে এই ভায়ের ভাষা
ভাইরা করে দান।
ফাগুল এলে দুঃখ বাড়ায়
বন কোকিলের ডাক,
মনের মাঝে নিত্য বাজে
তুলসি তলার শাঁখ।
বাস্তবতায় স্মৃতিকথার
নেইযে কোনো মিল,
বেদির উপর ছাগল দেখে
লাগায় ঘরে খিল।
হায়রে আমার বাংলাদেশের
এইটা কেমন হাল!
কাজের বেলা কাজ করে না
সবাই মারে গাল।
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
- বাচ্চাদের ওয়াশেবল ডায়াপার পরানোর নিয়ম
- 100+ ফেসবুক গ্রুপের সুন্দর নাম [2025]
শোকের ধস কবিতার বিস্তারিত
কবি শামীম হোসেন “শোকের ধস” শিরোনামে কাবিতাটি ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে রচনা করেন।
তিনি বাংলা ভাষা দিবস ইংরেজি তারিখ হিসাবে পালনের প্রতি তীব্র ধিক্কার ও নিন্দা জানান।
কেননা ২১ ই ফেব্রুয়ারি হিসেব করলে ৯ই ফাল্গুনে ভাষা দিবস পালিত হয়। অথচ আমাদের ভাষা স্বৈরাচারদের থেকে ৮ই ফাল্গুন মুক্তি পায়!
কবিতা তার কবিতা জুড়ে বাংলাদেশের চেতনা বাজদের অবস্থা তুলে ধরেন এবং তাদের প্রতি একরাশ ঘৃণ্যা ছাড়েন@সম্পাদক ।