অবশেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় পেলো বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে এই ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম।
এর আগেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। কিন্তু অবশেষে আজ ০৩/১১/২০১৯ ইং রোজ রবিবার ভারতের মাটিতেই তাদেরকে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে অপেনিং করেন লিটন দাস ও নাঈম। কিন্তু ৭ রানের মাথায় লিটন দাস রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
এরপর নাঈমের ২৬, সৌম্য সরকারের ৩৯ ও মুশফিকের অপরাজিত ৬০ রানে ভর করে ১৯.৩ অভারে জয় পায় বাংলাদেশ।
মূলত ১৯ তম অভারেই ম্যাচটি বাংলাদেশের পক্ষে চলে আসে। খালিলের ৪ বলে টানা ৪ টি ৪ মারেন মুশফিক। সেই অভারে মোট ১৮ রান আসে।
শেষ অভারে জয়ের জন্য মাত্র ৪ রানের প্রয়োজন ছিল। শেষ অভারের ২য় বলেই স্কোর লেবেল হয়ে যায়। ৩য় বলে ৬ হাকিয়ে ম্যাচটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
এই ম্যাচে অনবদ্য ক্রিকেট খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম এই ম্যাচে ৪৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাটিং গড় ছিল ১৩৯.৫৩।
মুশফিকুর রহিম
ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ের জন্য ট্রিক ব্লগ বিডির পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন।
আমি হাবিবুর রহমান। আমি একজন কন্টেন্ট রাইটার। আমি ২০১৫ থেকে টেকনোলজি, সরকারি সেবা, ব্যাংকিং ইত্যাদি বিষয়ে বিভিন্ন ব্লগে লিখি। আমার লেখা পড়ে আপনি বিন্দুমাত্র উপকৃত হলে আমি স্বার্থক।
ফেসবুকে আমি।