কবিতা- পর্দাপ্রথা
কবি- মোঃ আরিফ হোসেন

তোমরা যদি বোরকা পরো
কেউ নিবে না পিছু
রাস্তা ঘাটে নোংরা পোলা বলবে না তো কিছু।
তোমরা যদি হিজাব পরো
লাগবে অনেক ভালো
সবাই তোমায় বলবে দারুণ
হও যদি তাও কালো।
রূপের বড়াই করতে পারো
বোরকা হিজাব পরে
মান থাকিবে অনেক দামী
যদি থাকো ঘরে।
বাজার-ঘাটে চললে তোমার
মান থাকিবে নিচু
খারাপ লোকে চোখ ঠাঁটাবে নিবে তোমার পিছু।
তাই তো তোমরা পর্দা করো
আইন মানো ধর্মে
মরার পরে কাঁদবে সবাই
তোমার ভালো কর্মে।
নিচের বোরকাটি কিনতে চাইলে বোরকার ফটোতে ক্লিক করুন………..
আরো পড়তে পারেন……..
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
পর্দাপ্রথা কবিতার বিস্তারিত
ইসলাম ধর্মে মেয়েদের পর্দার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। পর্দা মেয়ে সম্মান কমায়না বরং বহুগুণে বাড়িয়ে দেয়। এই গুরুত্ব উপলব্ধি করেই কবি মোঃ আরিফ হোসেন “পর্দাপ্রথা” কবিতাটি রচনা করেন।
কবি বলতে চেয়েছেন, পর্দা করলে নারীকে কেউ অসম্মান করবেনা। সবাই তার প্রশংসা করবে। সে যদি কালো ও হয় তারপরও মানুষ তাকে শ্রদ্ধা করবে। কেউ তার ক্ষতি করার কথা ভাববে না।
ট্রিক ব্লগ বিডির সর্বশেষ পোস্টগুলো দেখে নিন….
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
- বাচ্চাদের ওয়াশেবল ডায়াপার পরানোর নিয়ম
- 100+ ফেসবুক গ্রুপের সুন্দর নাম [2025]
অপরদিকে যে নারী পর্দা করেনা তাকে খারাপ লোকেরা উত্যক্ত করতে পারে। যাকে আমরা “ইভ টিজিং” বলি। তাই নারীদের অবশ্যই পর্দাশীল হওয়া উচিত। এতে করে মৃত্যুর পরও মানুষ তার কথা স্মরণ করবে।