ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়

অবশেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় পেলো বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে এই ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম

এর আগেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও হারতে হয়েছে। কিন্তু অবশেষে আজ ০৩/১১/২০১৯ ইং রোজ রবিবার ভারতের মাটিতেই তাদেরকে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ।

এই ঐতিহাসিক ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আইসিসির দেওয়া ১ বছরের নিষেধাজ্ঞার কারণে সব ধরণের ক্রিকেট থেকে বাদ পড়েছেন সাকিব। আর পারিবারিক সমস্যার কারণে খেলছেন না তামিম।

ম্যাচের সংক্ষিপ্ত বর্ণনা

ম্যাচের শুরুতে ব্যাক্তিগত ৯ রানে শফিউল ইসলামের বলে ফিরে যান রোহিত শার্মা। অন্য পাশে শিখর ধাওয়ান করেন ৪১ রান।

পরবর্তী বড় সংগ্রহ করেন রিশপ পেন্ট। তার সংগ্রহ ছিল ২৭ রান। ৫০ অভার শেষে ইন্ডিয়া ১৪৮ রান সংগ্রহ করে।

আরো পড়ুনঃ বৌচি খেলা ও ভিডিও সহ এর নিয়মকানুন [গ্রাম বাংলার খেলা]

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অপেনিং করেন লিটন দাস ও নাঈম। কিন্তু ৭ রানের মাথায় লিটন দাস রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

এরপর নাঈমের ২৬, সৌম্য সরকারের ৩৯ ও মুশফিকের অপরাজিত ৬০ রানে ভর করে ১৯.৩ অভারে জয় পায় বাংলাদেশ।

মূলত ১৯ তম অভারেই ম্যাচটি বাংলাদেশের পক্ষে চলে আসে। খালিলের ৪ বলে টানা ৪ টি ৪ মারেন মুশফিক। সেই অভারে মোট ১৮ রান আসে।

শেষ অভারে জয়ের জন্য মাত্র ৪ রানের প্রয়োজন ছিল। শেষ অভারের ২য় বলেই স্কোর লেবেল হয়ে যায়। ৩য় বলে ৬ হাকিয়ে ম্যাচটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

কোন খেলোয়াড় কত রান করেছে?

বাংলাদেশে দলের ব্যাটিং স্কোরকার্ড

BatsmanR(B)4s6sSR
Liton Das7(4)10175.00
c Rahul b D Chahar
Naim26(28)2192.86
c Dhawan b Chahal
Soumya Sarkar39(35)12111.43
b Khaleel Ahmed
Rahim(wk)60(43)81139.53
not out
Mahmudullah(c)15(7)11214.29
not out

ইন্ডিয়া দলের ব্যাটিং স্কোর কার্ড

BatsmanR(B)4s6sSR
Rohit(c)9(5)20180.00
lbw b Shafiul
Dhawan41(42)3197.62
run out (Mahmudullah/Rahim)
Rahul15(17)2088.24
c Mahmudullah b Aminul Islam
Shreyas Iyer22(13)12169.23
c Naim b Aminul Islam
Pant(wk)27(26)30103.85
c Naim b Shafiul
Shivam Dube1(4)0025.00
c & b Afif Hossain
Krunal Pandya15(8)11187.50
not out
Washington Sundar14(5)02280.00
not out

ম্যান অব দ্যা ম্যাচ

এই ম্যাচে অনবদ্য ক্রিকেট খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম এই ম্যাচে ৪৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তার ব্যাটিং গড় ছিল ১৩৯.৫৩।

অবশেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয় পেলো বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে এই ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে জয়ের নায়ক মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম

ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ের জন্য ট্রিক ব্লগ বিডি পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন।

2 thoughts on “ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়”

  1. এটি দারুণ খবর! আমরা অবশেষে উন্নতির দিকে এগোচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top