শিক্ষা সফরে যাওয়ার সময় কিছু করণীয় আছে। শিক্ষা সফর বা ভ্রমণকে আনন্দদায়ক করে তুলতে আমরা সবাই চাই। তাই সবসময় এই করণীয় বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন।
ভালো গাড়ি ভাড়া করুন
আপনি যখন শিক্ষা সফরে যাবেন তখন ভালো গাড়ি ভাড়া করুন। যদি আপনি গাড়ি ভাড়া করার দায়িত্বে না থাকেন, তাহলে যে দায়িত্বে আছে তাকে পরামর্শ দিন।
কারণ, আপনার গাড়ি যদি ভালো না হয়, তাহলে সফর পুরাই মাটি হয়ে যাবে। দেখা গেলো মাঝ পথে গাড়ি খারাপ হয়ে গেলো। অথবা, গাড়ি যদি আস্তে আস্তে চলে তবে গন্তব্যে পৌঁছাতে দেরি হবে।
তার মানে আপনি দিনের বেশিরভাগ সময় গাড়িতেই কাটিয়ে দিবেন। তাহলে যেই জায়গায় যাবেন সেখানে কি দেখলেন। কতক্ষণ ঘুরলেন? এই সফরের কি দরকার?
তাই শিক্ষা সফর বা ভ্রমণের জন্য সবসময় ভালো গাড়ি নিন। সেটা নিজের হতে পারে অথবা ভাড়া গাড়ি হতে পারে।
শিক্ষা সফরের জন্য ভালো স্থান বাছাই করুন
শিক্ষা সফরে যাওয়ার সময় অবশ্যই ভালো স্থান বাছাই করুন। কারণ, স্থান সুন্দর ও শিক্ষনীয় না হলে আপনি টাকা খরচ করেও তেমন লাভ নাই।
তাই যথা সম্ভব ভালো স্থান নির্বাচন করুন। বাংলাদেশে অনেক অনেক সুন্দর, ভালো ও শিক্ষনীয় পর্যটন স্থান আছে। সেখান থেকে আপনার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে নিন।
শিক্ষা সফর এর জন্য যেভাবে স্থান নির্বাচন করবেন
ভ্রমণের জন্য স্থান নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই স্থান নির্বাচন করার সময় একটু দেখেশুনে নির্বাচন করা ভালো। একটু সময় নিন।
ইন্টারনেটে সার্চ করুন। গুগল থেকে সার্চ করলে অনেক স্থানের নাম পাবেন। সেই স্থানের সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন। ঐ স্থানের ছবিগুলোও দেখে নিন।
- বাচ্চার নাম রাখার নিয়ম: সঠিক পদ্ধতি, ইসলামিক ও হিন্দু দৃষ্টিকোণ
- গুগল এডসেন্স পাওয়ার উপায় ও পূর্ণাঙ্গ গাইডলাইন
- শেয়ার হোস্টিংয়ে Physical Memory ও CPU Resource Limit সমস্যা: কারণ ও কার্যকর সমাধান
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
ইউটিউব থেকে ঐ স্থানের ভিডিও দেখে নিন। তাহলে স্থানটি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা হবে।
পরবর্তী বিশ্বস্ত মাধ্যম হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ থেকে আপনি ঐ জায়গার ম্যাপ দেখতে পারবেন। তাছাড়া ঐ স্থানের রিভিউ দেখতে পারবেন।
রিভিউ দেখে নিলে আপনি বুঝে যাবেন ঐ জায়গা কতটা জনপ্রিয়। আর মানুষ ঐ জায়গা সম্পর্কে কি ভাবছে বা তাদের অভিজ্ঞতা কি সেটা জানতে পারবেন।
খাওয়া কোথায় খাবেন আগে থেকে ঠিক করে নিন
আপনি জায়গা ঠিক করার পরের কাজ হচ্ছে কোথায় খাবেন সেটা ঠিক করা। যদি আপনারা নিজেরা রান্না করতে চান তাহলে রিসোর্ট ভাড়া করুন। বাবুর্চি নিয়ে যেতে ভূলবেন না।
কোন কোন রিসোর্টে বাবুর্চির ব্যবস্থা থাকে। তাদের সাথে কথা বলে তা জেনে নিন। খরচ কত হবে জেনে নিন। আগে থেকেই বুকিং করে নিন।
রিসোর্ট ভাড়া করতে চাইলে গুগল ম্যাপে ঐ স্থানের রিসোর্ট সার্চ করে দেখে নিন। রিভিউ দেখে নিবেন।
যদি আপনি সেখানে গিয়ে রান্না করে খাওয়ার ঝামেলায় যেতে না চান তাহলে রেস্টুরেন্ট খুঁজে নিন।
সফরে যাওয়ার দুই এক আগে থেকে এডভান্স পেমেন্ট করে খাওয়ার অর্ডার করে রাখুন। এই ক্ষেত্রে গুগলে ঐ স্থানের নাম লিখে পাশে Restaurant লিখে সার্চ করুন। যেমনঃ sitakunda restaurant
জামা কাপড় প্রস্তুত করে রাখুন
শিক্ষা সফর মানেই জামা কাপড়। আপনি সফরের দিন ভালো একটা জামা পরতে চাইবেন এটাই স্বাভাবিক। তাই আগে থেকেই জামা কাপড় কিনে রাখুন।
যদি আগের ভালো জামা কাপড় থাকে, তাহলে সেটা ধুয়ে রাখুন। ইস্ত্রি করতে একদমই ভূলবেন না। অবশ্যই শিক্ষা সফরের দুই দিন আগেই জামা কাপড় প্রস্তুত করে রাখুন।
চুল কাটুন ও শেভ করুন
ছেলেদের চুল কাটা ও শেভ করার দরকার হতে পারে। কোন কোন মেয়ে হেয়ার স্টাইল পছন্দ করে। তাই শিক্ষা সফরে যাওয়ার দুই দিন আগেই এই ছোট্ট কাজটি সেরে রাখুন।
সফরের সময় কাছাকাছি চলে আসলে হয়তো আর সময় পাবেন না। তাই এই কাজটা আগে থেকেই সেরে রাখুন।
সফরে যাওয়ার জন্য এলার্ম দিয়ে রাখুন
অনেকেই শিক্ষা সফরে যাওয়ার দিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেনা। এরপর তাড়াহুড়োয় পড়ে যায়। তাই সঠিক সময়ে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে কিংবা ঘড়িতে এলার্ম দিয়ে রাখুন।
শিক্ষা সফরে যাওয়ার আগে হালকা খাওয়া দাওয়া করে নিন
ভ্রমণ শুরু করলে গন্তব্যে পৌছানোর আগে খাওয়া দাওয়ার খুব বেশি সময় থাকেনা। অথবা সুযোগ হয়না। তাই শিক্ষা সফরে যাওয়ার আগে হালকা নাস্তা করে নিন। সাথে কিছু বিস্কুট অথবা বাটার বান নিতে পারেন।
বিস্কুট অথবা অন্যান্য হালকা খাবার সাথে নিলে ক্ষিদা লাগলে গাড়িতে খেতে পারবেন। ছোট বাচ্ছা থাকলে তাদেরও খাওয়াতে পারবেন।
গাড়িতে উঠার আগেই জরুরি প্রয়োজন সেরে নিন
সফরে যাওয়ার সময় যখন গাড়িতে উঠবেন তার আগেই জরুরি প্রয়োজন সেরে নিন। কারণ, পথে পস্রাব-পায়খানার বেগ ধরলে সেটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।
সময় মতো টয়লেট খুঁজে নাও পেতে পারেন। তাই আগেই জরুরি প্রয়োজনগুলো সেরে নিন।
শিক্ষা সফরে সাথে পানি নিন
আপনি যখন শিক্ষা সফরে যাবেন তখন সাথে অবশ্যই এক বোতল পানি নিন। কারণ পার্যটনম এলাকায় পানি সহজলভ্য নয়। সেখানে এটা খুব উপকারে দিবে। অথবা গাড়িতে পিপাসা লাগলেও আপনি এই পানি পান করতে পারবেন।
বমি সমস্যা থাকলে জেনে নিন
অনেকেরই গাড়িতে উঠলে বমি হয়। এটা আসলে মোশন সিকনেসের কারণে হয়। গাড়িতে বমি হওয়ার কারণ ও সমাধান জানতে এখানে ক্লিক করুন।
গাড়িতে উঠার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধও খেয়ে নিতে পারেন। এজন্য স্বাস্থ্য বাতায়ন 16263 তে কল করতে পারেন।
মনে রাখুন জরুরি সাহায্য সেবার নম্বর ৯৯৯
শিক্ষা সফর বা ভ্রমণে গিয়ে কোন বিপদে পড়লে আপনাকে সাহায্য করতে প্রস্তুত ন্যাশনাল ইমার্জেন্সী হেল্পলাইন ৯৯৯।
কোনো বিপদে পড়লে জরুরি সহায়তা পেতে ৯৯৯ এ কল করুন। আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে,কিছু চুরি হলে বা যেকোন প্রয়োজনে এই ৯৯৯ নম্বরে কল করুন।
মনে রাখবেন, এই নম্বরে কল করা একদম ফ্রি। তাই মোবাইলে টাকা না থাকলেও এই নম্বরে কল করে সেবা নেওয়া যাবে।
উপরের বিষয়গুলো মেনে চললে আপনি খুব ভালো একটি ভ্রমণ শেষ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
কোন বিষয় বাদ পড়ে থাকলে কমেন্ট করে জানান। আমি সেটা যুক্ত করার চেষ্টা করবো। কোন ভূল হলে অবশ্যই কমেন্ট করে ধরিয়ে দিবেন। আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনার ভ্রমণ হোক আনন্দদায়ক ।
এরক আরো ভালো ভালো ট্রিক ও ব্লগ পোস্ট পড়তে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি।