কোন ঔষধের দাম কত? যেকোনো ওষুধের নাম, দাম ও কাজ জানুন ১ ক্লিকে

কোন ঔষধের দাম কত? এই ব্যাপারটা যদি আমরা জানতে পারতাম? তাহলে কেমন হতো? খুবই ভালো হতো তাই না? আমরা যদি ঔষধের নাম ও দাম জানতাম তাহলে বাজার থেকে ঔষধ কিনতে খুবই সুবিধা হতো।

কোন ঔষধের দাম কত?
কোন ঔষধের দাম কত?

ওষুধের দাম জানার উপায়

আমরা দোকানে গেলে অনেক ঔষধের দাম জানতে হয়। কিছু কিছু অসাধু দোকানদার ক্রেতাদের থেকে বেশি টাকা নেই। তাই যদি আমরা ওষুধের দাম জানার উপায় জানতাম তাহলে অনেক ভালো হতো।

হুম, আজকে সেই বিষয় নিয়েই হাজির হয়েছি। আজকের পোস্টটি পড়লে আপনিও জানতে পারবেন কোন ঔষধের দাম কত?

আজকে মূলত আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো। এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ঔষধের নাম ও দাম জানতে পারবেন।

ঔষধ দোকানদারদের প্রতারণা

কিছু কিছু ঔষধ দোকানদার আছে ক্রেতাদের ঠকায়। অচেনা কোম্পানির ঔষধ দিয়ে বেশি মূল্য নিয়ে যায়। বিভিন্ন ঔষধের দাম জানা থাকলে আমরা এমন প্রতারণার শিকার হতাম না।

তাই আজকের অ্যাপটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে।

DIMS কোন ঔষধের দাম কত?

আমি আজকে যেই অ্যাপটি শেয়ার করবো তার নাম হচ্ছে ডিআইএমএস (DIMS)। এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ঔষধের দাম খুব সহজেই জানা যায়।

কোন ঔষধের দাম কত? ১ টি অ্যাপ এর মাধ্যমে জানুন ঔষধের নাম ও দাম (DIMS app)
DIMS মোবাইল অ্যাপ

শুধুমাত্র ঔষধের দাম নয়। এই অ্যাপের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু জানা যায়। এই কোন ঔষধ কোন রোগে খাওয়া হয় তার প্রাথমিক নির্দেশনা এখানে পাবেন।

অবশ্যই কোন প্রকার ওষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। এই অ্যাপে কোন ঔষধ খেতে হবে তা বলা হয়নি শুধুমাত্র প্রাথমিক নির্দেশনা আছে।

DIMS ব্যবহারবিধি

কিছু কমন ওষুধের দাম

আমাদের দেওয়া অ্যাপটির মাধ্যমে যেকোনো ঔষধের বর্তমান দাম জানতে পারবেন। কিন্তু আপনাদের সুবিদার্থে কিছু কমন ও সর্বাধিক ব্যবহ্ররত ওষুদের দাম নিচে দেওয়া হলো। এখানে দেওয়া মূল্য তালিকা পরিবর্তনশীল৷ সর্বশেষ বাজার মূল্য দেখতে অ্যাপে দেখুন।

সেকলো ২০ দাম কত?

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় ঔষধ সেকলো। এটি ওমেপ্রাজল জেনেরিকের ঔষধ। সেকলো ২০ এর বর্তমান মূল্য প্রতি পিস ৬ টাকা। (মূল্য পরিবর্তনশীল)

  • সেকলো ২০ ক্যাপসুল: ৬ টাকা প্রতি পিস।
  • সেকলো ৪০ ক্যাপসুল: ৯ টাকা পিস।
  • Seclo MUPs 20 mg tablet: ৭ টাকা পিস।

সারজেল ২০ দাম কত?

সারজেল মূলত ইসোমিপ্রাজল জেনেরিকের ঔষধ। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সর্বাধিক জনপ্রিয় ঔষধের মধ্যে সারজেল অন্যতম। এই ঔষধের মূল্য তালিকা নিচে দেওয়া হলো।

  • সারজেল ২০ ক্যাপসুল: প্রতি পিস ৭ টাকা।
  • সারজেল ৪০ ক্যাপসুল: প্রতি পিস ১০ টাকা।
  • সারজেল ৪০ ট্যাবলেট: প্রতি পিস ৯ টাকা।

Finix 20, 40 mg

ফিনিক্স বা Finix রেবিপ্রাজল জেনেরিকের ঔষধ। এটি অপসোনিন ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় ঔষধের একটি।

ফিনিক্স মূলত টেবলেট ও ক্যাপসুল হিসেবে বাজারে পাওয়া যায়৷ এটিও আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি ঔষধ। নিচে Finix ওষুদের মূল্য দেওয়া হলো।

  • Finix 10 mg capsule: ৩.৫০ টাকা প্রতি পিস
  • Finix 20 capsule: ৭ টাকা পিস।
  • Finix 20 tablet: ৭.০২ টাকা প্রতি পিস।

প্যানটোনিক্স ২০ দাম

প্যানটোনিক্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এর জেনেরিক হচ্ছে pantoprazole sodium sesquihydrate ।

20 mg ও 40 mg তে ট্যাবলেট ও ইনজেকশন হিসেবে pantonix ওষধটি পাওয়া যায়। নিচে থেকে এগুলো মূল্য দেখে নিন।

  • Pantonix 20 mg tablet: ৬ টাকা প্রতি পিস।
  • Pantonix 40 mg tablet: ৮ টাকা প্রতি পিস।
  • Pantonix 40 IV injection: ৯০ টাকা।

অমিডন ট্যাবলেট এর দাম

Omidon বা বাংলায় অমিডন হচ্ছে Domperidon জেনেরিকের একটি ঔষধ। এটি জনপ্রিয় ফার্মাসিউটিক্যালস লিমটেড ইনসেপ্টা থেকে তৈরিকৃত। অমিডন ১০ মিলি ট্যাবলেটের দাম প্রতি পিস ৩ টাকা

ফ্লাজিল ৪০০ দাম

Flagyl ঔষধটি সানফি এভেন্টিসের মেট্রোনিডাজল জেনেরিকের ঔষধ। ফ্লাজিল ৪০০ এর দাম প্রতি পিস ২ টাকা

  • Flagyl 200mg/5ml suspension: ৬০ টাকা ৬০ মিলি বোতল।
  • Flagyl 200 mg: ১.৫০ টাকা পিস।
  • Flagyl 400 mg: ২ টাকা পিস।

এমোডিস ৪০০ দাম

এমোডিস ৪০০ এর দাম প্রতি পিস ১.২৭ টাকা। Amodis বা এমোডিস স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেট্রোনিডাজল জেনেরিকের একটি ঔষধ।

এই ঔষধটি খুবই কার্যকর। এর পরিমাণ অনুযায়ী অন্যান্য ট্যাবলেটের দাম নিচে দেওয়া হলো।

  • এমোডিস ৪০০: প্রতি পিস ১.২৭ টাকা।
  • এমোডিস ৫০০: প্রতি পিস ১.৫৫ টাকা।
  • Amodis 200mg/5ml suspension: ২৯.৮৯ টাকা এক বোতল।

জোরেল ২০ দাম কত

xorel হচ্ছে Ibn sina pharmaceuticals Ltd এর Rebeprazole জেনেরিকের একটি ঔষধ। নিচে জোরেল এর মূল্য তালিকা দেওয়া দেওয়া হলো।

  • জোরেল ২০ ক্যাপসুলঃ ৪ টাকা প্রতি পিস।
  • জোরেল ২০ ট্যাবলেটঃ ৩ টাকা প্রতি পিস।

মোনাস ১০ এর দাম কত?

Monas হচ্ছে Acme Laboratories Ltd এর Montelukast জেরেরিকের একটি ঔষধ।

  • মোনাস ১০ এর দাম : ১৬ টাকা প্রতি পিস
  • মোনাস ৪ এর দাম : ৬.০৪ টাকা প্রতি পিস
  • মোনাস ৫ এর দাম : ৮.০৭ টাকা প্রতি পিস

পাইরিনল এর দাম কত?

পাইরিনল (Pyrenol) ডেল্টা ফার্মা লিমিটেডের একটু জনপ্রিয় ঔষধ। এটির মূল উপাদান paracetamol+caffeine । নিচে পাইরিনল এর মূল্য দেওয়া হলো।

  • Pyrenol এর দামঃ প্রায় ২ টাকা।
  • Pyrenol XR এর দামঃ ১ টাকা ৫০ পয়সা।

জয়ট্রিপ ট্যাবলেট ১৫০ এর দাম

মোশন সিকনেস এবং গাড়িতে বমি বন্ধ করার জন্য জয়ট্রিপ ঔষধ ব্যবহৃত হয়ে থাকে। এই ঔষধের মূল্য তালিকা নিচে দেওয়া হলো।

  • জয়ট্রিপ (Joytrip) ট্যাবলেট ১৫০ এর দামঃ ৫ টাকা ২ পয়সা
  • জয়ট্রিপ (Joytrip) 500mg এর দামঃ টাকা ২ পয়সা

প্যারাসিটামল এর দাম কত?

বিভিন্ন কোম্পানি প্যারাসিটামল জেনেরিকের ঔষধ উৎপাদন করে। বেডিরভাগ কোম্পানির ঔষধের দাম প্রায় একই। প্যারাসিটামল জেনেরিকের সর্বাধিক জনপ্রিয় ঔষধ হচ্ছে নাপা (Napa)। নিচে নাপার ইউনিট দাম তুলে ধরা হলোঃ

  • Napa 500mg এর দামঃ ০.৮০৳
  • Napa DT 500mg এর দামঃ ১ টাকা ২৮ পয়সা
  • Napa Extra এর দামঃ ২ টাকা ৫০ পয়সা
  • Napa extend এর দামঃ ১ টাকা ৫১ পয়সা

effectero এর দাম কত?

effectero একটি বহুল চাহিদাসম্পন্ন ঔষধ। অনেকেই এর দাম জানতে চেয়েছেন। কিন্তু এই ঔষধের প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুনঃ কৃমির ট্যাবলেট খাওয়ার নিয়ম

বিকল্প কোম্পানির ঔষধ খুঁজে পেতে সাহায্য করে

তাছাড়া মাঝেমাঝে কিছু ঔষধ বাজারে পাওয়া যায়না। তাই অন্য কোম্পানির ঔষধ কিনতে হয়। কিন্তু কোন ঔষধের বিকল্প ঔষধ কি সেটা আমরা জানিনা।

তাছাড়া অনেক সময় আমরা আমাদের পরিচিত কোম্পানির ওষুধ কিনতে চাই। কিন্তু কোন কোম্পানির ঔষদ কোনটি সেটা না জানার কারণে ঝামেলায় পড়তে হয়। সব সমস্যার সমাধান দিবে DIMS অ্যাপ।

DIMS অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই কোন ঐষধের বিকল্প কোম্পানির ঔষধ খুঁজে পেতে পারি। যা আমাদের দারুণভাবে কাজে দেয়।

আরো পড়ুনঃ হামদর্দ এর ঔষধ সমূহ

ঔষধ খাওয়ার সাধারণ নির্দেশনা

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ঔষধ খাই। কিন্তু কোন কোন সময় আমরা এই অ্যাপের মাধ্যমেও ঔষধ খাওয়ার সাধারণ নিয়ম জানতে পারি।

ঔষধ খাওয়ার প্রাথমিক নির্দেশনা (DIMS অ্যাপ)
ঔষধ খাওয়ার প্রাথমিক নির্দেশনা

কোন সময় ঔষধের গায়ে খাওয়ার নিয়ম না থাকলে বা ডাক্তারের প্রেসক্রিপশন হারিয়ে গেলে এটি কিছুটা হলেও সাহায্য করবে। তবে ডাক্তারের পরামর্শের বিকল্প কিছু নেই।

ঔষধের জেনেরিক নাম ও কাজ

DIMS অ্যাপটি খুবই স্মার্ট অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যেকোনো ঔষধের জেনেরিক নাম ও কাজ সম্পর্কে খুব সহজেই জানা যায়।

ঔষধের জেনেরিক নাম ও এর কাজ সম্পর্কে জানতে নিচের ধাপটি অনুসরণ করতে পারেন। একই সাথে স্ক্রিনশট দেখে নিতে পারেন।

ঔষধের জেনেরিক নাম ও কাজ
  • প্রথমে DIMS অ্যাপটি ওপেন করুন।
  • স্ক্রিনশটে দেখানো Generic অপশনে ক্লিক করুন।
  • সিরিয়ালে ঔষধের সকল জেনেরিক নাম দেখতে পাবেন। সেখান থেকে কাঙ্ক্ষিত নামটি সিলেক্ট করুন অথবা সার্চ বারে লিখে সার্চ করুন।
  • সিলেক্ট করা জেনেরিকের সকল ঔষধের তালিকা দেখতে পাবেন।
  • সেখানে যেকোনো একটি ঔষধে ক্লিক করে Mode of action ক্লিক করে ঔষধের কাজ জেনে নিন।

ডাক্তাররা প্রেসক্রিপশন লিখতে পারবেন

DIMS অ্যাপের মাধ্যমে ডাক্তাররা অনলাইনে প্রেসক্রিপশন লিখে সেটা রোগীর সাথে স্মশেয়ার করতে পারেন।

তাই ঘরে বসেই কেউ খুব সহজেই ডাক্তারের থেকে পরামর্শ ও প্রেসক্রিপশন পেতে পারেন।

মেডিকেল নিউজ

ডিআইএমএস (DIMS) অ্যাপের মাধ্যমে খুব সহজেই মেডিকেল নিউজ পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল নিউজ এই অ্যাপ থেকে সরাসরি পেয়ে যাবেন।

স্বাস্থ্য নিউজ
স্বাস্থ্য নিউজ

এই স্বাস্থ্য বিষয়ক খবরগুলো আপনাকে খুবই সাহায্য করবে।

চাকরির খবর

DIMS অ্যাপের মাধ্যমে আপনি মেডিকেল সম্পর্কিত বিভিন্ন চাকরির খবর সহজেই পেয়ে যাবেন। Job news অপশনে ক্লিক করলেই অসংখ্য চাকরির সংবাদ আপনার সামনে হাজির হবে।

চাকরির খবর
চাকরির খবর

তাই আর দেরি না করে, একসাথে অনেক সুবিধা পেতে আজই DIMS অ্যাপটি ইন্সটল করুন। আরো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ট্রিক ব্লগ বিডির সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top