কবিতা- জীবনটা তুচ্ছ
কবি- মোঃ আরিফ হোসেন
এ জীবনটা তুচ্ছ অতি
গুচ্ছ পালক ভাই।
পড়লে খসে ভূমির মাঝে
মূল্য তোমার নাই।
ধর্ম যেটা ছিলো তোমার
বিশ্বাসে ভরপুর।
সেটাই তোমায় পার করিবে
কাঠফাটা রোদ্দুর।
পরাণ পাখি দিলেই ফাঁকি
সাঙ্গ হবে কাজ।
হয়তো সেটা কালকে হবে
কিংবা হবে আজ।
এ জীবনটা খসা পালক
বাতাসে যায় ভেসে।
বাতাস বন্ধ হলেই পালক
পড়ে রবে শেষে।
- গুগল এডসেন্স পাওয়ার উপায় ও পূর্ণাঙ্গ গাইডলাইন
- বাচ্চার নাম রাখার নিয়ম: সঠিক পদ্ধতি, ইসলামিক ও হিন্দু দৃষ্টিকোণ
- শেয়ার হোস্টিংয়ে Physical Memory ও CPU Resource Limit সমস্যা: কারণ ও কার্যকর সমাধান
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
জীবনটা তুচ্ছ কবিতার বিস্তারিত
মোঃ আরিফ হোসেনের লেখা বাংলা কবিতা জীবনটা তুচ্ছ। আমাদের জীবন হলো পাখির পালকের মতো। পাখির পালক যেমন খসে পড়লে আর সে পালকের মূল্য থাকে না। অকেজো হয়ে যায়। তেমনি আমাদের জীবনটাও। একবার প্রাণপাখি বের হয়ে গেলেই জীবন মূল্যহীন।
তবে, ধর্মটাই আমাদের পরকালের সম্বল। মনে প্রাণে বিশ্বাস করি ধর্ম আছে। আর এই ধর্মই একসময় আমাদের নরক/জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আমাদের প্রাণবায়ু যেকোন সময় নশ্বর এ দেহ ত্যাগ করতে পারে। সেটা কালকে হোক আর আজকে।