বাংলাদেশের সিংহভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কেউ প্রত্যক্ষ আবার কেউবা পরোক্ষভাবে। তাই কৃষি সম্পর্কে জানা অতিব জরুরি একটি বিষয়। ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার সম্পর্কে জানা সবারই প্রয়োজন।
ফসলের রোগ
বিভিন্ন ফসল চাষাবাদের সময় আমাদের নানান সমস্যায় পড়তে হয়। ফসলের বিভিন্ন প্রকারের রোগবালাই তারমধ্যে একটি। ফসলের রোগ দেখা দিলেই কৃষক ভাইয়েরা দিশেহারা হয়ে পড়েন।
কি করবেন বুঝে উঠতে পারেন না। আর গাছের রোগের পরিমাণ বেড়ে গেলে ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই এই ব্যাপারটি কোনোমতেই এড়িয়া যাওয়া উচিত নয়।
কৃষকরা পর্যাপ্ত প্রশিক্ষণ না পাওয়ায় এ ব্যাপারে এখনো উদাসিন। তাই তাদের লাভের পরিমাণও কম। কিন্তু এটি কোনোমতেই এড়িয়ে যাওয়ার বিষয় নয়।
তাই আজকে জানবো, কিভাবে ফসলের রোগ নির্ণয় করতে হয় এবং তার প্রতিকার করতে হয়। তো চলুন শুরু করি।
ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার
ফসলের রোগ নির্ণয়
ফসলে রোগ দেখা দিলে দুশ্চিন্তার কিছু নেই। কিছু নিয়ম পালন করলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এজন্য পার্শ্ববর্তী উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।
সেখানে যাওয়ার আগে নিজে কিছু বিষয় নিশ্চিত হয়ে নিতে হবে। এজন্য……
- প্রথমে রোগের লক্ষণগুলো ভালোভাবে দেখে নিতে হবে।
- তারপর সেগুলো একটি কাগজে লিখে রাখুন।
- সম্ভব হলে গাছের কয়েকটি পাতা বা ডাল সঙ্গে নিয়ে যান।
গাছের রোগের প্রতিকার
লক্ষণ জেনে নেওয়া হলো। এবার প্রয়োজনমতো ডাল ও পাতা সঙ্গে নিয়ে চলে আসুন উপজেলা প্রাণিসম্পদ অফিসে।
সেখানকার বিশেষজ্ঞ ডাক্তার আপনার ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার করতে সাহায্য করবেন। তিনি লক্ষণ অনুযায়ী গাছের রোগ নির্ণয় করবেন। আর সে অনুযায়ঈ আপনাকে পরামর্শ দিবেন।
এন্ডয়েড অ্যাপ Plantix (প্ল্যান্টিক্স) দিয়ে রোগ নির্ণয়
বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এখন সবকিছুই হাতের মুঠোয়। তাই আমরা শর্টকাট ও সহজ পদ্ধতি জানতে চাই। হ্যাঁ, তাই এই সহজ নিয়মটিও জেনে নিন।
এখানে আমরা একটি এনড্রয়েড অ্যাপের ব্যবহার জানবো। অ্যাপটি নাম হচ্ছে Plantix, বাংলায় প্ল্যান্টিক্স। এখানে ক্লিক করে Plantix app টি ডাউনলোড করুন।
এই অ্যাপটি ব্যবহার করে ঘরে বসেই ১ মিনিটে ফসলের রোগ নির্ণয় করা যায়। মজার বিষয় হচ্ছে অ্যাপটি আপনাকে প্রয়োজনীয় ঔষধের নামও বলে দিবে।
পোস্টটি লেখা পর্যন্ত, অ্যাপটি ১ কোটির বেশি বার ডাউনলোড হয়েছে। আর অ্যাপটিতে ৪১ হাজারের বেশি মানুষ রিভিউ দিয়েছেন। গড় রিভিউ ৫ এর মধ্যে ৪.৪। এটি দেখে সহজেই অ্যাপটির জনপ্রিয়তা অনুমান করা যায়।
Plantix app কিভাবে কাজ করে?
অ্যাপটি কৃষিক্ষেত্রে একটি বিস্ময়। অ্যাপটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাপটিতে আক্রান্ত গাছের পাতা বা ডালপালার ছবি তুলে দিতে হয়। অথবা মোবাইলে তোলা ছবি আপলোড করতে হবে।
বিঃদ্রঃ ছবি তোলার সময় সেটি খুব কাছে থেকে তুলতে হবে। আর ছবিটি যাতে খুবই পরিষ্কার আসে সেজন্য ছবি তোলার আগে ক্যামেরার লেন্স বা গ্লাস পরিষ্কার করে নিন।
ছবি তোলা শেষ হলে অ্যাপের কাজ শুরু। অ্যাপটির কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে গাছের রোগ নির্ণয় করবে। একইসাথে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটিও বলে দিবে।
রোগ নির্ণয়ের পর কিছু লক্ষণ মিলিয়ে নিতে বলা হবে। সেটি মিলিয়ে নিন।
অ্যাপটি দুই ধরণের পরামর্শ দিয়ে থাকে। সেগুলো হলোঃ
- এখনই নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করুন এবং
- প্রতিরোধমূলক ব্যবস্থা
এখনই নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করুন
গাছের রোগ হওয়ার পরে যে ব্যবস্থা নিতে হবে এটি সেই বিষয়ে পরামর্শ দেয়। এই অপশনে যেই ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে, আক্রান্ত গাছে সাথে সাথে সেটি প্রয়োগ করতে হবে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
এই অপশনে গেলে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে টিপ্স পাবেন। সুস্থ গাছে এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে উক্ত রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।
এছাড়াও কোন স্প্রে, ঔষধ বা অন্য কিছুর দরকার হলেও প্ল্যান্টিক্স অ্যাপ আপনাকে জানিয়ে দিবে। খুবই সিম্পল তাই না? হুম আসলেই খুবই সিম্পল।
প্ল্যান্টিক্স এর কাজ শেষ। এবার আপনার কাজ শুরু। নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করুন। আশা করি, ভালো ফল পাবেন। কোনো বাড়তি সমস্যা দেখা দিলে কৃষি বিষয়ক ডাক্তারের পরামর্শ নিন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসে কৃষি বিষয়ক ডাক্তার পাবেন। তারা বিনামূল্যে সাহায্য করবে।
আরো পড়ুনঃ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ
ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার নিয়ে ভিডিও
আপনাদের সুবিদার্থে ফসলের রোগ নির্ণয় ও প্রতিকার নিয়ে একটি ভিডিও শেয়ার করলাম। ভিডিওটি New Phone Tech নামক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে।
কিছু সাধারণ প্রশ্ন
অ্যাপটি কারা ব্যবহার করতে পারবে?
প্ল্যান্টিক্স অ্যাপটি কোথায় পাব?
এটি কি সঠিকভাবে গাছের রোগ নির্ণয় করতে সক্ষম?
প্ল্যান্টিক্স কিভাবে রোগ নির্ণয় করে?
অ্যাপটি ব্যবহারের কোনো ভিডিও দিতে পারবেন?
ধানের রোগ নির্ণয়ে অ্যাপটি ব্যবহার করা যাবে?
আশা, করি আজকের পোস্টটি অনেক কাজে দিবে। এরকমই সব উপকারি তথ্য জানতে ও নতুন নতুন বিষয় শিখতে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি।
very helpful
ধন্যবাদ