বাবার ঘামের দাম
মোঃ আরিফ হোসেন
ঘাম ঝরানো রোদ্দুর বেলা
ঠিক দুপুরের মাঝে
হালকা বাতাস ভাপসা গরম
বাবা তখন কাজে।
দেখি গিয়ে দূর তফাতে
নানান লোকের সারি
গামছা ঘাড়ে অনেক মজুর
ফিরছে নিজের বাড়ি।
বাবা কোথায়! বাবা কোথায়!
খুঁজি সবার ভিড়ে
অনেক লোকে জটলা করে
কিছু একটা ঘিরে।
হঠাৎ দেখি মলিন মুখে
থুুবড়ে পড়ে আছে
কি ওটা গো! বাবার মতো
ওই খুঁটিটার কাছে!
ওই যে ওটা! বাবার মতো
বাবারই নিথর দেহ
গামছা দিয়ে বাতাস করে
বাবার সঙ্গী কেহ।
খিদের জ্বালা, পেটের ব্যামো
মাথা গরম রোদে
সংসার বাবার নরক সমান
দুঃখ শোকে ক্রোধে।
আমরা তো ভাই যত্নে থাকি
আহ্লাদে যায় রাতি
বাবা ভাবেন কেমন করে
জ্বলবে রাতের বাতি।
কেমন করে জুটবে মুখে
সবার মুখের খানা
রাত পোহালে কিস্তি আছে
এটাও আছে জানা।
সব বাবারাই এমন ভাবেন
ফুটবে শিশুর হাসি
আসুন সবাই নিজ বাবাকে
একটু ভালোবাসি।
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।