ফেসবুকে যেকারো জনপ্রিয়তা পরিমাপের একক লাইক। যে যত জনপ্রিয় তার লাইকও তত বেশি। তাই অনেকেই নিজের পোস্টে বা ফটোতে লাইক বাড়াতে চান। তাই আজকে ফেসবুকে বেশি লাইক পাওয়ার উপায় নিয়ে আলোচনা করবো।

ছবিঃ প্রথম আলো
তবে সবার মনে রাখতে হবে, লাইক পাওয়ার জন্য উল্টাপাল্টা কিছু করা যাবেনা। এতে করে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। তাই এ ব্যাপারে সবসময়ই সতর্ক থাকতে হবে।
জেনে নিন ফেসবুকে কিভাবে নিরাপদ ও বিপদমুক্ত থাকবেন
ফেসবুকে বেশি লাইক পাওয়ার আশা করা খারাপ কিছু নয়। তবে এটা যাতে আপনার নেশায় পরিণত না হয়।
কিভাবে ফেসবুকে বেশি লাইক পাওয়া যায়
আপনার ফেসবুক পোস্টে বেশি লাইক পেতে হলে কিছু জিনিস জানতে হবে। আপনাকে জানতে হবে কোন ধরণের পোস্টে বেশি লাইক পড়ে, কোন সময়ে পোস্ট করতে হয়, কতটুকু লিখতে হয় ইত্যাদি। চলুন এক এক করে জেনে নেই।
রাজনৈতিক ও সাম্প্রতিক বিষিয়ে লিখুন
আপনি যদি রাজনীতি বা সাম্প্রতিক বিষয় নিয়ে ফেসবুকে আলোচনা বা সমালোচনা করেন তাহলে লাইক বেশি পাওয়ার সুযোগ বাড়ে। এক্ষেত্রে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। উস্কানিমূলক কিছু লিখবেন না। এমন কিছু লিখবেন না যেটা আপনাকে বিপদে ফেলতে পারে।
ফেসবুকে বেশি লাইক পেতে ছবি পোস্ট করুন
পোস্টের সাথে সম্পর্কিত ছবি পোস্ট করুন। এক গবেষণা বলছে, ফেসবুকে ছবি পোস্ট করলে ৫৪% বেশি লাইক পাওয়া যায়। তাই আপনার পোস্টে ছবি যুক্ত করার চেষ্টা করুন।
তাছাড়া ফেসবুক ইতোমধ্যেই জানিয়েছে তারা নিউজ ফিডে ছবি ও ভিডিওকে প্রাধান্য দেয়। তবে মনে রাখবেন ফেসবুকের এলগরিদম সবসময়ই পরিবর্তনশীল।
বেশি লাইক পাওয়ার জন্য নিয়মিত পোস্ট করুন
ফেসবুক,ইউটিউবে জনপ্রিয় হতে হলে আপনাকে রেগুলার বা নিয়মিত হতে হবে। নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন। এতে ফেসবুকে বা ইউটিউবে বেশি লাইক পাওয়ার সম্ভাবনা বাড়বে। এটি ফেসবুকে বেশি লাইক পাওয়ার ভালো একটি উপায়।
সপ্তাহে ৩-৪ টা পোস্ট করার চেষ্টা করুন। এতে ইউজার এনগেজমেন্ট বাড়বে। আপনার পোস্ট আরো বেশি ভাইরাল হওয়ার সুযোগ তৈরি হবে।
ইতিবাচক ও নেতিবাচক পোস্টে লাইক বেশি হয়
ভালো পোস্টে যেমন লাইক বেশি পড়ে তেমনি খারাপ বা নেতিবাচক পোস্টেও লাইক বেশি পড়ে। তবে অবশ্যই নেতিবাচক পোস্ট এড়িয়ে চলুন। এতে আপনি আইনি ঝামেলা বা ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
আরো পড়তে পারেনঃ মোবাইল দিয়ে ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম
বেশি লাইক পেতে পোস্টের কমেন্টের রিপ্লাই দিন
আমার ফেসবুক পোস্টগুলোতে বেশি লাইক পাওয়ার মূল কৌশল হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া। আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি নিয়মিত বিরতিতে কমেন্টের রিপ্লাই দিলে লাইক ২০%-৫০% লাইক বাড়ে।
আমি ৩-৪ ঘন্টা পরপর কমেন্ট এর রিপ্লাই দেই। একসাথে সবগুলো কমেন্টের রিপ্লাই দেইনা। ধরুন, আমার পোস্টে ১০ টি কমেন্ট পড়েছে। আমি সকাল ১০ টায় ২ টার রিপ্লাই দেই। আবার দেখা যায় দুপুরে ২ টার রিপ্লাই দেই। আবার সন্ধ্যা কয়েকটা।
এভাবে রিপ্লাই দিলে লাইকের সাথে সাথে কমেন্টও বাড়ে। এখানে মূলত ফেসবুকের একটা এলগোরিদম কাজ করে। আপনি যখন কোনো কমেন্টের রিপ্লাই দেন তখন সেই পোস্টটি ফেসবুক আপনার বন্ধুদের সাজেস্ট করে। তাই নতুন করে অনেকেই লাইক দেয়।
আরো পড়ুন- সুন্দর ও ফানি ফেসবুক স্ট্যাটাস
ট্রেন্ডিং টপিকের উপর লিখুন
যে বিষয় ট্রেন্ডিং সেই বিষয়ে লিখুন। কারণ, ঐ সময় মানুষ ঐ বিষয় সম্পর্কে জানতে চায়। তাই বিষয়টি ট্রেন্ডিং থাকতে থাকতে ঐ বিষয়ে লিখার চেষ্টা করুন। তাহলে বেশি লাইক পাওয়া খুব সহজ হয়ে যাবে।
আরো পড়তে পারেন…..
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- 100+ ফেসবুক গ্রুপের সুন্দর নাম [2025]
- ফেসবুক স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন ২০২৪
- ছেলেদের রোমান্টিক নামের তালিকা ২০২৫
- ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছি | করণীয় কি?
ফেসবুকে বেশি লাইক পেতে সঠিক সময়ে পোস্ট করুন
পোস্টে বেশি লাইক পাওয়ার অনেকগুলো কৌশলের মধ্যে এটি একটি। সাধারণত বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে পোস্ট করলে লাইক সুযোগ বেশি থাকে।এটি আপনাকে ফেসবুকে ফেমাস হতে সাহায্য করবে।
এক গবেষণা বলছে, মানুষ ছুটির দিনের আগের রাতে সামাজিক মাধ্যমে বেশি এক্টিভ থাকে। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্ট করতে তাতে লাইক বেশি পড়ে।
আরো পড়তে পারেনঃ ১০০+ মেয়েদের ফেসবুক প্রোফাইল নাম
আবার ছুটির দিন সন্ধ্যায় মানুষ ফেসবুকে হাজির হয় সারাদিন কি করেছে তা জানানোর জন্য। তাই সেই সময়ে পোস্ট করলে ফেসবুকে ফেমাস হওয়া খুব সহজ হয়।
ট্রিক ব্লগ বিডির সর্বশেষ পোস্টগুলো পড়ে নিন…
- 2FA কী? হ্যাকারদের হাত থেকে বাঁচতে এই “ডাবল লক” পদ্ধতি কেন জরুরি?
- Teletalk Number Check 2025: 5 Quick Methods
- How to Check SIM Number (GP, Airtel, Robi, Banglalink, Teletalk, Skitto) – 2025 Guide
- বাচ্চাদের ওয়াশেবল ডায়াপার পরানোর নিয়ম
- 100+ ফেসবুক গ্রুপের সুন্দর নাম [2025]
উপরের টিপসগুলো মেনে চললে আপনি ফেসবুকে খুব সহজেই বেশি লাইক পাবেন। ফেসবুকে লাইক কম সমস্যার সমাধান পাবেন। আর খুব সহজেই ফেসবুকে ফেমাস হবেন।
nic pic
thanks for the feedback