পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | সহজ ৩টি উপায়

পাসপোর্ট এর জন্য আবেদনের পর পাসপোর্ট হয়েছে কিনা তা জানতে আমরা সকলেই খুব উদগ্রীব হয়ে থাকি। এবং সেসময় অফিসে গিয়ে বারবার খোঁজ নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু অনলাইনে কি পাসপোর্ট চেক করার নিয়ম নেই? অবশ্যই আছে। তবে সেজন্য আপনাকে জানতে হবে কিভাবে তা চেক কর‍তে হয়। তাহলে পাসপোর্ট চেক করব কিভাবে? 

পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পেজে আপনার Application ID নাম্বার প্রদান করলেই পাসপোর্ট এর অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া মোবাইলে এসএমএস (sms) এর মাধ্যমে এবং পুরাতন পাসপোর্ট এর মেয়াদ জানতে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন।

পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে নিম্নে প্রদত্ত প্রক্রিয়াগুলি অনুসরণ করুন। এছাড়াও এই প্রবন্ধটির মাধ্যমে আপনি পাসপোর্ট এর খরচ, হাতে পাওয়ার সময় এবং ই-পাসপোর্ট সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পারবেন।

পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট চেক করার নিয়ম

MRP পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩; সহজ ৩টি ধাপ

পাসপোর্ট চেক করতে আর অফিসে নয়, ঘরে বসেই আপনি এই কাজটি করতে পারবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার তথ্য দিয়ে সহজেই যাচাই করে নিতে পারবেন আপনার পাসপোর্টের অবস্থা। এবং আপনার তথ্য অবশ্য গোপন থাকবে।

অতএব নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে আপনার MRP পাসপোর্ট যাচাই করুন। আরেকটি কথা, আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার যেকোন মাধ্যমেই পাসপোর্ট চেক করার কাজটি করতে পারবেন।

১ম ধাপ: যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন

প্রথমে আপনার মোবাইল অথবা ল্যাপটপে যেকোনো একটি ব্রাউজার যেমনঃ Google Chrome ওপেন করুন। তারপর বাংলাদেশ সরকার কর্তৃক ভ্যারিফাইড পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করুন। এটি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি ওয়েবসাইট যা আপনার যাবতীয় তথ্য গোপন রাখবে। 

পাসপোর্টের ওয়েবসাইটঃ http://passport.gov.bd

২য় ধাপ: Application Status অপশনে ক্লিক করুন 

ওয়েবসাইটে ঢোকার পর নীচের ছবির মতো আপনার স্ক্রিনে একটি পেজ আসবে৷ সেখানে Application Status নামে একটি অপশন পাবেন। অপশনটিতে ক্লিক করুন এবং পরের ধাপে যান।

অপশনটি খুঁজে পেতে সমস্যা হলে http://passport.gov.bd/OnlineStatus.aspx লিংকে ক্লিক করে সরাসরি লিংকটি ওপেন করুন।

Application Staus | MRP passport website
Application Staus | MRP passport website

৩য় ধাপ: ডেলিভারি স্লিপ নম্বরটি বসান

Application Status অপশনে ক্লিক করার পর  নিম্নোক্ত ছবির মতো একটি জায়গায় আপনি আসবেন। এখানে Enrolment ID অপশনে পাসপোর্ট অফিস থেকে প্রদত্ত ডেলিভারি স্লিপের নাম্বারটি বসান। এবং Date of birth অপশনে আপনার জন্ম তারিখ বসিয়ে ক্যাপচা পূরণ করুন। এরপর Search অপশনে ক্লিক করুন। 

Passport application status check পাসপোর্ট চেক করার নিয়ম
Passport application status check

ব্যাস! Search অপশনে ক্লিক করলেই নিম্নোক্ত ছবির মতো আপনার পাসপোর্ট এর Status সামনে চলে আসবে। 

পাসপোর্টের বর্তমান অবস্থা
পাসপোর্টের বর্তমান অবস্থা

আরো পড়ুনঃ ই পাসপোর্ট চেক করার নিয়ম | কত দিনে পাওয়া যায়?

নোট: ডেলিভারি স্লিপ নম্বরটি আপনি পাসপোর্ট অফিস থেকে পেয়েছেন। পাসপোর্টের সব ডকুমেন্টস জমা দেওয়ার পর ওরা আপনাকে যে স্লিপ দিয়েছে তাতেই ডেলিভারি স্লিপ নম্বরটি রয়েছে।

নিচের ছবিতে দেখানো হলোঃ

পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর
পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম 

পাসপোর্টের সাথে সম্বলিত ছবির বিপরীতে আপনার পাসপোর্ট নাম্বারটি থাকে। পাসপোর্ট পাবার পর অনেকদিন হয়ে গেলে অনেকেই এর মেয়াদ নিয়ে উদ্বিগ্ন থাকেন।

তবে আপনার পাসপোর্ট সম্বন্ধীয় যেকোনো তথ্য পেতে আপনাকে অফিসে যেতে হবে না। ঘরে বসেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি পাসপোর্টের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।

  • প্রথমে passport.gov.bd লিংকে প্রবেশ করুন। 
  • এরপর Application Status অপশনে ক্লিক করুন।
  • এবার Enrolment ID অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি বসান। 
  • Date of birth অপশনে জন্ম তারিখ বসান। অবশ্যই পাসপোর্টে উল্লিখিত জন্ম তারিখ দিতে হবে। 
  • এবার ভালোভাবে ক্যাপচা পূরণ করুন এবং সার্চ অপশনে ক্লিক করুন। 
  • ব্যাস! এরপর আপনি আপনার পাসপোর্ট সম্বন্ধীয় যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

আরো পড়তে পারেনঃ ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করার নতুন নিয়ম

এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করার নিয়ম 

উপরোক্ত পদ্ধতি ছাড়াও এস এম এস এর মাধ্যমে আপনি পাসপোর্ট চেক করতে পারবেন। এই পদ্ধতিও অনেক সহজ। নীচে বিস্তারিত দেখুন। 

  • প্রথমে আপনার মেসেজ অপশনে। 
  • এরপর টাইপ করুন MRP. 
  • এরপর স্পেস দিয়ে আপনার Enrolment ID number টি বসান। 
  • এবার পাঠিয়ে দিন 6969 নাম্বারে। 
  • এরপর একটি ফিরতি মেসেজে আপনার পাসপোর্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। 

উদাহরণ: Enrolment Number হলো পাসপোর্ট অফিস কর্তৃক প্রদত্ত স্লিপের নাম্বার। নাম্বারটি যদি 47592350 হয় তবে SMS format টি হবে এরকম; “MRP 47592350” 

ই পাসপোর্ট চেক করার নিয়ম 

ই পাসপোর্টকে বলা যায় সাধারণ পাসপোর্ট এর ডিজিটাল রূপ। এটি বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে এবং এর কার্যক্রমও বেশ সহজ। শুধুমাত্র পাসপোর্ট নাম্বার জানা থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি Bangladesh E-passport Portal ওয়েবসাইটে ঢুকে ই-পাসপোর্ট চেক করতে পারবেন। প্রসেসটি নীচে উল্লেখ করা হলো। 

১ম ধাপঃ- ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করুন 

ই পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি ওয়েবসাইট তাই এখানে আপনার তথ্য লিক হবার কোনো ভয় নেই। 

ই-পাসপোর্ট ওয়েবসাইটঃ https://www.epassport.gov.bd/

২য় ধাপঃ- Check Status অপশনে ক্লিক করুন 

ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো আপনি একটি পেজ পাবেন। সেখানে মেন্যুবারে Check Status নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করুন এবং পরের ধাপে যান। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট ওয়েবসাইট
Check Status | E passport website

৩য় ধাপঃ- Application ID দিন 

Check status অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে। সেখানে আপনার Application ID অথবা Online Registration ID চাইবে। আপনার পাসপোর্টে অথবা আবেদনপত্রের কপিতেই এই নাম্বারগুলি আপনি পাবেন। যেই নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান সেই নাম্বারটি দিন। 

এরপর নিচে আপনার date of birth চাইবে। জন্ম তারিখ বসান এবং ক্যাপচা পূরণ। এরপর Check অপশনে ক্লিক করুন। 

ই পাসপোর্ট চেক
ই পাসপোর্ট চেক

ব্যাস্!  এরপরের পেজেই আপনি আপনার পাসপোর্ট সম্বলিত তথ্য পাবেন যার মাধ্যমে পাসপোর্ট চেক করা সম্পন্ন হবে। 

পাসপোর্ট করার খরচ ২০২৩ 

পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা এবং ডেলিভারি সময়ের উপর নির্ভর করে পাসপোর্ট করার খরচ নির্ধারিত হয়ে থাকে। সাধারণ পাসপোর্ট অথবা ই-পাসপোর্ট, দুই ক্ষেত্রেই মূলত ৩ ধরনের ডেলিভারি হয়। ডেলিভারি সময়ের নির্ধারিত কর্মদিবস পর পাসপোর্ট হাতে পাওয়া যায়। 

  • ১. Regular Delivery: ১৫ কর্মদিবস
  • ২. Express Delivery: ৮ কর্মদিবস
  • ৩. Super Express Delivery: ২ কর্মদিবস 

নিচের ছকে পাসপোর্টের খরচ সম্বলিত তথ্য প্রদান করা হলো: 

পাসপোর্টের মেয়াদ ও পৃষ্ঠাডেলিভারি সময় ও খরচ 
৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী পাসপোর্টRegular: ৪০২৫ টাকা, Express: ৬৩২৫ টাকা, Super Express: ৮৬২৫ টাকা
৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী পাসপোর্টRegular: ৫৭৫০ টাকা, Express: ৮০৫০ টাকা, Super Express: ১০৩৫০ টাকা
৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী পাসপোর্টRegular: ৫৭৫০ টাকা, Express: ৮০৫০ টাকা, Super Express: ১০৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী পাসপোর্টRegular: ৮০৫০ টাকা, Express: ১০৩৫০ টাকা, Super Express: ১৩৮০০ টাকা

নতুন পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে?

পাসপোর্ট হাতে পাবার নির্দিষ্ট কিছু ডেলিভারি টাইম আছে। তবে বেশকিছু কারণে নির্ধারিত সময় পার হয়ে গেলেও পাসপোর্ট হাতে পাওয়া যায় না। 

সাধারণত রেগুলার ডেলিভারি টাইম অনুযায়ী আপনি ২১ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসটি চাইলে ৭ দিন পর এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি টাইমে আপনি ২ দিন পরেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। 

পাসপোর্টের আবেদন করার পর এটি একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। এবং আপনার প্রদত্ত তথ্যে ভুলত্রুটি থাকলে নির্ধারিত ডেলিভারি টাইম পার হয়ে গেলেও পাসপোর্ট পেতে বিলম্ব হয়। আবার অনেকসময় সার্ভারের ত্রুটির কারণেও পাসপোর্ট পেতে দেরি হয়ে যায়।

আরো পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৩

পাসপোর্ট চেক করার সফটওয়্যার

পাসপোর্ট চেক করার অফিশিয়াল কোন অ্যাপ বা সফটওয়্যার খুঁজে পাওয়া যায়নি। তবে আনঅফিশিয়াল কিছু অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়। যেগুলো থেকেও পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এরকম ২ টি অ্যাপের নাম ও লিংক নিচে দেওয়া হলো।

বিঃদ্রঃ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে সরাসরি সরকারি ওয়েবসাইট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ

পরিশেষ

অতীতে পাসপোর্ট এর জন্য আবেদন করার এই সম্পর্কে আর তথ্য পাওয়া যেত না। বারংবার অফিসে গিয়ে খোঁজ নিয়ে আসতে হতো। তবে বর্তমানে সরকারি পাসপোর্ট পোর্টাল ওয়েবসাইটের কল্যাণে আপনি ঘরে বসেই পাসপোর্ট চেক করতে পারবেন। 

এখন যেহেতু আপনি পাসপোর্ট চেক করার নিয়ম জানেন, তাই এটি চেক করতে নিশ্চয়ই আপনাকে আর বেগ পেতে হবে না। ট্রিক ব্লগ বিডির সাথে থাকুন, থাকুন প্রযুক্তির সাথে।

2 thoughts on “পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩ | সহজ ৩টি উপায়”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top